কৈজুরী ইউনিয়ন, শাহজাদপুর
কৈজুরী | |
---|---|
ইউনিয়ন | |
১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কৈজুরী ইউনিয়ন, শাহজাদপুরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৯′৪৪″ উত্তর ৮৯°৪১′১৭″ পূর্ব / ২৪.১৬২২২° উত্তর ৮৯.৬৮৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | সিরাজগঞ্জ জেলা |
উপজেলা | শাহজাদপুর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোয়াজ্জেম হোসেন খোকন[১] |
আয়তন | |
• মোট | ২৮.৭৯৩ বর্গকিমি (১১.১১৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫৪,৭৬৫ |
• জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৪,৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কৈজুরী ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর উপজেলার একটি ইউনিয়ন। ৭১১৫ একর আয়তনের যমুনা তীরবর্তী এই জনপদে প্রায় পৌনে পঞ্চান্ন হাজার মানুষের বাস, যাদের অধিকাংশই বাঙালি মুসলমান।
ভূগোল
[সম্পাদনা]কৈজুরী ইউনিয়নের আয়তন ৭,১১৫ একর (২৮.৭৯ কিমি২)। ইউনিয়নটির উত্তরে রয়েছে জালালপুর ইউনিয়ন, পশ্চিমে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন ও পোরজনা ইউনিয়ন এবং দক্ষিণে সোনাতনী ইউনিয়নের অবস্থান। আর পূর্ব দিক দিয়ে বয়ে গিয়েছে যমুনা নদী। ইউনিয়নটির মধ্য দিয়ে বসাগাড়িয়া, হুড়াসাগড় ও ভাঙ্গাদত্ত খাল বয়ে গিয়েছে। নদী তীরবর্তী হওয়ায় এ ইউনিয়ন প্রায়ই বন্যা ও নদীভাঙনের শিকার হয়।
ইউনিয়নটিতে মোট ২০টি গ্রাম আছে। এগুলো হলো:[২]
- ঠুটিয়া
- ভাটপাড়া
- চৌড়াপাচিল
- হাটপাচিল
- জয়পুর
- মোনাকষা
- কৈজুরী
|
|
প্রশাসন
[সম্পাদনা]কৈজুরী ইউনিয়ন পরিষদ শাহজাদপুর উপজেলার ১০নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য, প্রতি তিনটি ওয়ার্ড হতে একজন করে মোট ৩ জন সংরক্ষিত (মহিলা) সদস্য এবং একজন চেয়ারম্যানকে নিয়ে পরিষদটি গঠিত হয়।[৩] এছাড়াও পরিষদের কার্যক্রমে সহায়তা করার জন্য রয়েছেন একজন সচিব। বর্তমানে ইউনিয়ন পরিষদটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোয়াজ্জেম হোসেন খোকন।[৪]
কৈজুরী ইউনিয়ন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের আওতাধীন।[৫] হাসিবুর রহমান স্বপন ২০১৪ সাল থেকে এ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[৬][৭]
প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ
[সম্পাদনা]ইতঃপূর্বে কৈজুরী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন:[৮]
ক্রমিক নং | চেয়ারম্যানের নাম | কার্যকাল |
---|---|---|
০১ | মোঃ কেসমত উল্লাহ প্রামানিক | ১৯৬৩ – ১৯৬৭ |
০২ | মীর আজাহার আলী | ১৯৬৭ – ১৯৭১ |
০৩ | মোঃ নুরুল ইসলাম তালুকদার | ১৯৭৩ – ১৯৭৭ |
০৪ | মোঃ আ. রশিদ মন্ডল | ১৯৭৭ – ১৯৮০ |
০৫ | মীর মোশারফ হোসেন (মুছা) | ১৯৮০ – ১৯৮৩ |
০৬ | মোঃ পাষান আলী সরকার (ভারপ্রাপ্ত) | ১৯৮৩ – ১৯৮৪ |
০৭ | মোঃ নুরুল ইসলাম তালুকদার | ১৯৮৪ – ১৯৮৮ |
০৮ | মোঃ শফি উদ্দিন চৌধুরী | ১৯৮৮ – ১৯৯২ |
০৯ | মোঃ মোশারফ হোসেন (মুছা) | ১৯৯২ – ১৯৯৮ |
১০ | মোঃ কায়েম উদ্দিন | ১৯৯৮ – ২০০৩ |
১১ | মোঃ গোলাম রসুল পিটার | ২০০৩ – ২০০৪ |
১২ | মোছাঃ সাজেদা বেগম মিলন (ভারপ্রাপ্ত) | ২০০৪ – ২০০৫ |
১৩ | মোঃ শফি উদ্দিন চৌধুরী | ২০০৫ – ২০১১ |
১৪ | মোঃ সাইফুল ইসলাম | ২০১১ – ২০২১[১] |
জনসংখ্যা
[সম্পাদনা]বছর | জনসংখ্যা | ±% |
---|---|---|
১৯৯১ | ৩৬,১১৪ | — |
২০০১ | ৫৩,৭৩৩ | +৪৮.৮% |
২০১১ | ৫৪,৭৬৫ | +১.৯% |
উৎস: বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা |
২০১১ সালের আদমশুমারী অনুযায়ী কৈজুরী ইউনিয়নে মোট ৫৪,৭৬৫ জন মানুষ বসবাস করে। এর মধ্যে সর্বাধিক ৪৮১৫ জন চরকৈজুরী গ্রামে এবং সর্বনিম্ন ৬২৪ জন খারুয়া গ্রামে বসবাস করে।[২]
১৯৯১ সালে কৈজুরী ইউনিয়নের জনসংখ্যা ছিল ৩৬,১১৪ জন। ২০০১ সালে তা বেড়ে দাঁড়ায় ৫৩,৭৩৩ জনে, যার মধ্যে ২৮,২৭২ জন ছিল পুরুষ এবং ২৫,৪৬১ জন নারী।[৯]
শিক্ষা
[সম্পাদনা]কৈজুরী ইউনিয়নের শিক্ষার হার ক্রমবর্ধমান। ১৯৯১ সালে এ ইউনিয়নের সাক্ষরতার হার ১৫.৫ শতাংশ থাকলেও ২০০১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৯.১১%।[৯] এ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল:
- কৈজুরী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ[১০]
- ঠুটিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ[১১]
- চর কৈজুরী মাধ্যমিক বিদ্যালয়
- কৈজুরী মহিউল ইসলাম সিনিয়র ফাজিল মাদরাসা
- কৈজুরী মুহিবুর রহমান দাখিল মাদ্রাসা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ইউপি নির্বাচন: শিক্ষকের কাছে ধরাশায়ী ছাত্র!"। বাংলানিউজ২৪.কম। ২৭ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- ↑ ক খ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"। কৈজুরী ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১।
- ↑ "তৃতীয় অধ্যায়: পরিষদ"। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯। আইন মন্ত্রণালয় (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২০।
- ↑ "ইউপি চেয়ারম্যান – কৈজুরী ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১১তম সংসদের সদস্যবৃন্দ"। জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১।
- ↑ "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ – কৈজুরী ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। ৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১।
- ↑ ক খ এ.আর সিদ্দিকী (২০১২)। "শাহজাদপুর উপজেলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "শাহজাদপুরের কৈজুরী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে"। দৈনিক সংগ্রাম। ১৪ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১।
- ↑ "শাহজাদপুরের যমুনা শিকস্তি পরিবারের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ঠুটিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ"। দৈনিক সংগ্রাম। ১৩ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১।