পঞ্চক্রোশী ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পঞ্চক্রোশী
ইউনিয়ন
১২ নং পঞ্চক্রোশী ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচৌহালী উপজেলা
উপজেলাউল্লাপাড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
আয়তন
 • মোট২,৯০৯ বর্গকিলোমিটার বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪৯,১১২
সাক্ষরতার হার
 • মোট৯০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৭৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

পঞ্চক্রোশী উল্লাপাড়া উপজেলায় অবস্থিত একটি ইউনিয়ন।

অবস্থান[সম্পাদনা]

পঞ্চক্রোশী উল্লাপাড়া উপজেলায় অবস্থিত একটি ইউনিয়ন। এটি উপজেলার সবচেয়ে পূর্বে অবস্থিত। এর দক্ষিণে সলপ ইউনিয়ন। দক্ষিণ পশ্চিমে উল্লাপাড়া পৌরসভা, পশ্চিমে উল্লাপাড়া পৌরসভা, উত্তর-পশ্চিমে বড়হর ইউনিয়ন। উত্তরে বড়হড় ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা। পূর্বে কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর, পূর্ব-দক্ষিণে রায় দৌলতপুর ইউনিয়ন ও সলপ ইউনিয়ন।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

এই ইউনিয়নে ১৩ টি মৌজা ও ২৫ টি গ্রাম আছে। 1. রামকান্তপুর :৩৯৬৬ জন ২। চরসাতবাড়ীয়া :৫২ জন ৩। বন্যাকান্দী :৩৪৩০ জন ৪। চরকালিগঞ্জ :৯৮৩ জন ৫। পুর্বসাতবাড়ীয়া :১৫১০ জন ৬। পেচরপাড়া :১১৫০ জন ৭। চরপেরপাড়া :১৩৯২ জন ৮। কালিগঞ্জ :২০৩০ জন ৯। বেতবাড়ী :২০১০ জন ১০। বেতকান্দী :৪৮০০জন ১১। দমদমা :২৪২০ জন ১২। চরদমদমা :১৫২০ জন ১৩। বনবাড়ীয়া :১৩১০ জন ১৪। রাঘবাড়ীয়া ফকির পাড়া :৩৬০ জন ১৫। সদাই :৩১৩০ জন ১৬। মনিরপুর :৭৫০ জন ১৭। বড়লক্ষীপুর :১৪৭৫ জন ১৮। ছোটলক্ষীপুর :৬৯০ জন ১৯। ভদ্রকোল :২০১০ জন ২০। শাহিকোলা :২৩৩০ জন ২১। শাহজাহান পুর :২৬৬০ জন ২২। মাটিকোড় :৩৭০০ জন ২৩। পঞ্চকোশী :১০৮০ জন ২৪। পাথার পাড়া ৯০০ জন ২৫।কাজিপাড়া :২১৮০ জন ২৬। রাঘবাড়িয়া :৯৬০ জন

ইতিহাস[সম্পাদনা]

এক নজরে ১২নংপঞ্চক্রোশী পরিষদ ১) ইউনিয়নের নাম : পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ ২) ইউনিয়ন পরিষদের আয়তন : ২৯০৯ বর্গ কিলোমিটার ৩) মোট মৌজা : ১৩টি ৪) মোট গ্রাম : ২৫টি ৫) মোট জনসংখ্যা : ৪৯,১১২জন ৬) পুরুষ  : ২৫,৭৪২জন ৭) মহিলা : ২৩,৩৭০জন ৮) মোট খানা : ৯৪৪৩টি ৯) শিক্ষারহার : ৯০% ১০) পুরুশ : ৭৫% ১১) মহিলা : ৬০% ১২) অগভীর নলকূপ বিদ্যু : ১৪২৮টি ১৩) অগভীর নলকুপ ডিজেল: ১৪) গভীর নলকূপ বিদ্যু : ৬টি ১৫) গভীর নণকুপ ডিজেল : ১৩৫৭ টি ১৬)শক্তিচালিত নলকুপ বিদ্যু : ৬ টি ১৭) শক্তিচালিত ডিজেল :১৮)পাওয়ার টিলার : ১৯) মারাই যন্ত্র : ২০) মোট জমি :২৯০৯ হেক্টর ২১) আবাদী জমির পরিমান : ২২৭৬ ২২)অনাবাদী জমির পরিমাণ : ৬৩১ একর ২৩) এক ফসলি জমির পরিমাণ : ১৭০ হেক্টর ২৪) দো- ফসলি জমির পরিমাণ : ১২৮৪ হেক্টর ২৫) তিন ফসলি জমির পরিমাণ : ৮২২ হেক্টর ২৬) চার ফসলি জমির পরিমাণ : ১৪০ হেক্টর ২৭) মোট ফসলি জমির পরিমাণ : ২৮) মোট খাদ্য উৎপাদন :৯৩০১ ২৯) মোট খাদ্য চাহিদা :৮৫৪৫ ৩০) উর্দ্বত্ত খাদ্য:৭৫৬ ৩১) ভুমিহীন চাষী  : .০৪শতক ৩২) প্রান্তিক চাষী : .০৫.৪৯ শতক ৩৩) ক্ষুদ্র চাষী : .০৫০-২.৪৯ শতক ৩৪) মাঝারী চাষী : ২.৫০ -৭.৪৯ শতক ৩৫)বড় চাষী : ৭.৫০ শতক এর ঊর্ধ্বে৩ ৬) সরকারি প্রাথমিক বিদ্যালয় : ১৬টি ৩৭) বে- সরকারি (রেজি:) বিদ্যালয় : ৬টি ৩৮) হাফিজিয়া মাদ্রাসা : ৪টি ৩৯) কমিউনিটি ক্লিনিক : ৫টি ৪০) খোয়াড় : ৪টি ৪১) মসজিদ : ৬৯টি ৪২) মন্দির : ৪টি ৪৩) ভোটার মোট :২৫,৫৫১ জন ৪৪) পুরুষ ভোটার :১২৭০৫ জন ৪৫) মহিলা ভোটার : ১২৮৪৬ ৪৬) কবরস্থান : ১২টি ৪৭) শ্মাশন : ১টি

শিক্ষা[সম্পাদনা]

অর্থনীতি[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]