কান্দি ইউনিয়ন, পীরগাছা

স্থানাঙ্ক: ২৫°৩৬′৪১″ উত্তর ৮৯°২৭′১৯″ পূর্ব / ২৫.৬১১৩৯° উত্তর ৮৯.৪৫৫২৮° পূর্ব / 25.61139; 89.45528
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কান্দি
ইউনিয়ন
কান্দি রংপুর বিভাগ-এ অবস্থিত
কান্দি
কান্দি
কান্দি বাংলাদেশ-এ অবস্থিত
কান্দি
কান্দি
বাংলাদেশে কান্দি ইউনিয়ন, পীরগাছার অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৩৬′৪১″ উত্তর ৮৯°২৭′১৯″ পূর্ব / ২৫.৬১১৩৯° উত্তর ৮৯.৪৫৫২৮° পূর্ব / 25.61139; 89.45528 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলারংপুর জেলা
উপজেলাপীরগাছা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২৩.৬৬ বর্গকিমি (৯.১৪ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩৩,৫৮৭
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

কান্দি ইউনিয়ন বাংলাদেশের পীরগাছা উপজেলার অন্তর্গত ৯ নং ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

এই ইউনিয়নের আয়তন ২৩.৬৬ বর্গ কিমি ।

অবস্থান[সম্পাদনা]

বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলা শহর থেকে ১২ কিমি পূর্বে চৌধুরাণী-সুন্দরগঞ্জ সড়ক ঘেষে মাশানকুড়া নদীর তীরে পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের অবস্থান। তেয়ানী বাজার এর পূর্বে সুন্দরগঞ্জের নওহাটি চাচিয়া, উত্তরে তাম্বুল্পুর ও পীরগাছা ইউনিয়ন, পশ্চিমে কৈকুড়ি ইউনিয়ন এবং দক্ষিণে বামনডাঙ্গা ইউনয়ন।

ইতিহাস[সম্পাদনা]

এটি পীরগাছা উপজেলার পূর্বে শেষের দিকে বা কিনারায় ছিলো বলে তখন থেকে এটাকে কান্দি বলা হয়ে আসতেছে।[তথ্যসূত্র প্রয়োজন]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

ইউনিয়নের জনসংখ্যা ৩৩,৫৮৭ জন। পুরুষঃ ১৭,৩৪৩ জন। মহিলাঃ ১৬,২৪৪ জন। পরিবারঃ ৬,৭৪৯ টি।

শিক্ষা[সম্পাদনা]

শিক্ষার হার ৭১% । পুরুষঃ ৩২% ; মহিলাঃ ৩৯% ।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ১৬ টি। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩ টি। ও নিম্ন মাধ্যমিক ১ টি ৩.১ কান্দির হাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩.২ তেয়ানি মনিরাম হাই স্কুল ৩.৩ পাঠক শিকর হাই স্কুল ৩.৪ রওশন বাগ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

সিনিয়র মাদ্রাসাঃ ২ টি।

১.কান্দি আর আই ফাযিল মাদ্রাসা,

২.কান্দি কাবিলাপাড়া বালিকা আলিম মাদ্রাসা।

দাখিল মাদ্রাসাঃ ৩ টি। হাফিজিয়া মাদ্রাসাঃ ৩ টি । কাওমি মাদ্রাসাঃ ১টি । তেয়ানী মনিরাম টেকনিক্যাল এন্ড বি,এম কলেজ ১ টি এছাড়াও কয়েকটি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে।

এ অঞ্চলের বিখ্যাত ব্যক্তিত্ব @মরহুম মওলানা কলিম উদ্দিন (কান্দি আর আই ফাজিল মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক) তিনি এ অঞ্চলের একজন ধর্ম প্রাণ আলেম ছিলেন পাকিস্তানি আমলে সারা বাংলাদেশে উর্দুতে তাফসির ও আরবিতে টাইটেল পাশ করা ব্যাক্তি।

ধর্মীয় প্রতিষ্ঠান[সম্পাদনা]

  • মসজিদঃ ৬৯ টি;
  • ঈদ্গাহঃ ১৮ টি;
  • কবরস্থানঃ ৬টি;
  • মন্দিরঃ ১৪টি।

অর্থনীতি[সম্পাদনা]

এ ইউনিয়নের বেশির ভাগ লোক কৃষি কাজ করে। ধান, পাট,আলু,গম,ভূট্টা প্রধান ফসল।

হাট ও বাজার[সম্পাদনা]

হাট ২ টি

১ কান্দির হাট ২ তালের হাট।

বাজার ৩ টি । ১. তেয়ানী বাজার ২.বালার দিঘি বাজার, ৩ শিমুলতলী বাজার।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]