কুমেদপুর ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কুমেদপুর বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউনিয়নটির পুরো নাম ৪নং কুমেদপুর ইউনিয়ন।

নামকরণের ইতিহাস[সম্পাদনা]

কুমেদপুর ইউনিয়নের ইতিহাস অনেক দিনের পুরানো। এক সময় এখানে অনেক রাজা জমিদার বাস করতেন। কথিত আছে মুঘল আমলে আখিরা নদীর সঙ্গে কয়েকটি বিল আছে যাহা কুমেদপুর গ্রামের আশেপাশে অবস্থিত। যেমনঃ ঘুঘার বিল, ধন তোলার বিল, মাল তো্লার বিল, পুয়াগাড়ীর বিল এবং জালনগাড়ী বিলে অসংখ্য পদ্মফুল ফুটত। এই পদ্ম ফুল 'কুমদ ফুল' হিসেবে পরিচিত। তারই সুত্রধরে এই গ্রামকে 'কুমদ' থেকে কুমেদপুর নাম রুপান্তরিত করা হয়েছে। আবার কেউ কেউ বলেন, এক কালে এই এলাকা হিন্দু রাজাদের দখলে ছিল। তেমন এক রাজার নাম ছিল রাজা গৌরি চন্দ্র পাল। তার একজন সুন্দরী মেয়ে ছিল নাম ছিল তার 'কুমোদিনী'। তারই নাম অনুসারে এই গ্রামের নাম কুমেদপুর করন করা হয়েছে বলে অনেকের ধারণা।[১]

অবস্থান[সম্পাদনা]

রংপুর জেলা হতে ৪০ কি.মি. দক্ষিণ দিকে এবং পীরগঞ্জ উপজেলা হতে ১৫ কি.মি. উত্তর-পশ্চিম দিকে আখিরা নদী-র কোল ঘেষে অবস্থিত। ৪নং কুমেদপুর ইউনিয়নের উত্তরে ৩নং বড়দরগাহ্ ইউনিয়ন ও ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন, দক্ষিণে ৮নং রায়পুর ইউনিয়ন, পূর্বে ৯নং পীরগঞ্জ ইউনিয়ন, পশ্চিম দিকে ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন ও ৫নং মদনখালী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

৪নং কুমেদপুর ইউনিয়নের অধীনে মোট ১৮টি গ্রাম আছে।[২]। কুমেদপুর ইউনিয়নের গ্রামসমূহ—

  • বড়রসুলপুর
  • মাহমুদপুর
  • হরিপুর
  • বউলবাড়ী
  • মিঠারপাড়া
  • বাজেশীবপুর
  • পলাশবাড়ী
  • রত্নেশ্বরপুর
  • বগেরবাড়ী
  • বারুদহ
  • মরারপাড়া
  • শীতলপুর
  • চন্ডিপুর
  • শরিফেরপাড়া
  • কুমেদপুর
  • দিগদুয়ারী
  • বেড়াখাই
  • কাঞ্চনপুর।

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

কুমেদপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৭০৪ জন (প্রায়) (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)

শিক্ষা[সম্পাদনা]

২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী কুমেদপুর ইউনিয়নের শিক্ষার হার ৫৩.২৩%।

বাজার[সম্পাদনা]

ইউনিয়নটিতে দুটি বাজার আছে [১]।।যথা—

  • কুমেদপুর চৌধুরী বাজার, কুমেদপুর, বাগদুয়ার, পীরগঞ্জ, রংপুর
  • রসুলপুর বাজার, রসুলপুর, বাগদুয়ার, পীরগঞ্জ, রংপুর

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

  • মতিউর রহমান - রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী [৩]
  • পীর হযরত আব্দুল কাদের [৩]


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "http://kumedpurup.rangpur.gov.bd এক নজরে ৪নং কুমেদপুর ইউনিয়ন"। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. "http://kumedpurup.rangpur.gov.bd গ্রাম ভিত্তিক লোক সংখ্যা"। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  3. "http://pirgonj.rangpur.gov.bd প্রখ্যাত ব্যক্তিত্ব"। ৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)