বিষয়বস্তুতে চলুন

বেতগাড়ী ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেতগাড়ী ইউনিয়ন
ইউনিয়ন
১ নং বেতগাড়ী ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলারংপুর জেলা
উপজেলাগংগাচড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৬২.৯১ বর্গকিমি (২৪.২৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৬,৮০৬
 • জনঘনত্ব৪৩০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

বেতগাড়ী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার গংগাচড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[][] এটি ৬২.৯১ কিমি২ (২৪.২৯ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৬,৮০৬ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৫টি ও মৌজার সংখ্যা ১০টি।[] এই ইউনিয়নের ইউনিইয়ন পরিষদটি বেতগাড়ি মৌজায় অবস্থিত।

নামকরণ

[সম্পাদনা]

অতীতে এই অঞ্চলে প্রচুর বেত উৎপাদন হত বিধায় তা থেকে বেতগাড়ী নামটির উৎপত্তি হয়েছে।

প্রশাসনিক বিভাগ

[সম্পাদনা]

ইউনিয়নের ১০টি মৌজার নাম যথাক্রমে:

  • কিশামত শেরপুর
  • চার আনি সেরপুর
  • সাত আনি সেরপুর
  • পুটিমারী
  • চান্দামারী
  • খাপড়ীখাল
  • আলদাদপুর
  • দোন্দরা
  • পেউলাদহ
  • বেতগাড়ি

গ্রাম

[সম্পাদনা]

গ্রামগুলি হল:[]

  • মিয়াপাড়া
  • পূর্ব খাপড়ীখাল,
  • পশ্চিম খাপড়ীখাল
  • পুটিমারী,
  • সাতানী শেরপুর
  • চান্দামারী
  • মধ্য বেতগাড়ী
  • রামনগর
  • দঃ বেতগাড়ী
  • কিঃ শেরপুর,
  • চারআনী শেরপুর
  • দশ আনি আলদাদপুর,
  • জোত আলদাদপুর
  • ছয় আনী আলদাদপুর
  • দোন্দড়া
  • পেউলাদহ

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

এখানকার দর্শনীয় স্থান হচ্ছে: দোন্দরা বিল, ঘাঘট নদী, আলদাদপুর বুল্লাই নদীর উপর সাইফুন সেতু ও খাপড়ীখাল ডাঙ্গার হাট দিঘি।

সাংস্কৃতিক ও অন্যান্য অবকাঠামো

[সম্পাদনা]

এখানে ১৩টি ঈদগাহ, ৩১টি কবরস্থান, ৭টি শ্মশান, ২টি পাঠাগার, ৪টি ক্রীড়া সংগঠন, ২টি ডাকঘর ও ১টি অস্থায়ী পুলিশ ক্যাম্প আছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বেতগাড়ী ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  2. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  4. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"betgariup.rangpur.gov.bd। ৫ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]