ভেন্ডাবাড়ী ইউনিয়ন
ভেন্ডাবাড়ী বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউনিয়নটির পুরো নাম ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন।
অবস্থান[সম্পাদনা]
রংপুর জেলা হতে ৪০ কি.মি. দক্ষিণ দিকে অবস্থিত। পীরগঞ্জ উপজেলা হতে ২০ কি.মি. উত্তর-পশ্চিম দিকে অবস্থিত। ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের উত্তরে মিঠাপুকুর উপজেলা, দক্ষিণে ৫নং মদনখালী ইউনিয়ন, ৪নং কুমেদপুর ইউনিয়ন, পূর্বে ৩নং বড়দরগাহ্ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
ভেন্ডাবাড়ী ইউনিয়নের অধীনে মোট ২২টি গ্রাম আছে। ভেন্ডাবাড়ী ইউনিয়নের গ্রামসমূহ—
- আশ্বিনার পাড়া
- বেহবতপুর
- ভেন্ডাবাড়ী
- ভিমশহর
- ভুজুবাড়ী
- ভুজবাড়ী কাশিপুর
- বিশলা
- চেতনা পাড়া
- ছোট আমবাড়ী
- দেবীপুর
- জোতবাজ
- জোত দিলাল
- করন্জাগাড়ী
- মহেশপুর
- মাইকরগ্রাম
- মিলকী
- মির্জাপুর
- পাকুরিয়া
- পানবাড়ী
- পান্তা পুকুর
- সিংগার পাড়া
- শরিফপুর
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
ভেন্ডাবাড়ী ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯৩৬০জন (২০১১ আদমশুমারী অনুসারে)
শিক্ষা[সম্পাদনা]
২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী ভেন্ডাবাড়ী ইউনিয়নের শিক্ষার ৪৪%। ইউনিয়নটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ—
- প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১১টি
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৪টি
- কলেজের সংখ্যাঃ ২টি
- মাদ্রাসার সংখ্যাঃ ২টি
বাজার[সম্পাদনা]
হাটবাজারের সংখ্যাঃ হাট ১টি (ইজারাপ্রাপ্ত) এবং বাজার ২টি ।
- ভেন্ডাবাড়ী হাট, ভেন্ডাবাড়ী পীরগঞ্জ, রংপুর
- মির্জাপুর (চাতাল) বাজার, ভেন্ডাবাড়ী, পীরগঞ্জ,রংপুর
- জোতদিলাল বাজার, ভেন্ডাবাড়ী, পীরগঞ্জ,রংপুর
ইউনিয়ন পরিষদ[সম্পাদনা]
২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ ছাদেকুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের সদস্য-সংখ্যা ১২ জন।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
নামঃ ভব চন্দ্র রাজার কাচারী ও বাড়ী অবস্থানঃ ভীমশহর (ঘোড়পুকুরিয়া)
নামঃ চেতনাপাড়া ঐতিহাসিক বটতলা সংক্ষিপ্ত বিবরণঃ এই স্থানে রয়েছে ঐতিহাসিক বটগাছ যেটির বয়স আনুমানিক ১৫০ বছর। এখানে রয়েছে একজন পীরের মাজার। অবস্থানঃ চেতনাপাড়া(