কলা ভবন

স্থানাঙ্ক: ২৩°৪০′৫৩″ উত্তর ৮৭°৪০′৫৮″ পূর্ব / ২৩.৬৮১৫° উত্তর ৮৭.৬৮২৯° পূর্ব / 23.6815; 87.6829
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কলা ভবন
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
অবস্থানশান্তিনিকেতন, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ, ভারত
স্থানাঙ্ক২৩°৪০′৫৩″ উত্তর ৮৭°৪০′৫৮″ পূর্ব / ২৩.৬৮১৫° উত্তর ৮৭.৬৮২৯° পূর্ব / 23.6815; 87.6829
প্রতিষ্ঠাতারবীন্দ্রনাথ ঠাকুর
স্থাপিত১৯১৯
ওয়েবসাইটhttp://www.visvabharati.ac.in/KalaBhavana.html
মানচিত্র
কলা ভবন বোলপুর-এ অবস্থিত
কলা ভবন
বোলপুর-এ অবস্থান
কলা ভবন পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
কলা ভবন
বোলপুর-এ অবস্থান

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শান্তিনিকেতনের এক চারুকলা ও দৃশ্যকলা বিদ্যার কেন্দ্র। ১৯১৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এটি তৈরি করেছিলেন।

ইতিহাস[সম্পাদনা]

বহিঃস্থ ভিডিও
video icon কলা ভবনে নন্দন মেলা

কলা ভবন ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১][২] যদিও শিল্প ইতিহাসবিদরা এর প্রতিষ্ঠার সঠিক তারিখ নির্ধারণ করতে সক্ষম হননি, তা সত্ত্বেও এটি ২০১৯ সালে তার শতবর্ষ উদযাপন করেছে।[৩][৪] অসিত কুমার হালদার ১৯১১ থেকে ১৯১৫ সাল পর্যন্ত শান্তিনিকেতন বিদ্যালয়ের একজন শিল্প শিক্ষক ছিলেন এবং ১৯১৯ থেকে ১৯২১ সাল পর্যন্ত কলা ভাবনার দায়িত্বে ছিলেন।[৫] ১৯১৯ সালে, যখন এটি প্রথম কাজ শুরু করে, তখন সেখানে সঙ্গীত এবং শিল্প শেখানো শুরু হয়। ১৯৩৩ সালের মধ্যে দুটি ধারা দুটি ভিন্ন বিদ্যালয়ে বিভক্ত হয়, কলা ভবন ও সঙ্গীত ভবন।[৬]

১৯১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর রবীন্দ্রনাথ বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসুকে প্রতিষ্ঠানের প্রথম অধ্যক্ষ হওয়ার জন্য আমন্ত্রণ জানান, যিনি বঙ্গীয় শিল্পকলার প্রতিষ্ঠাতা এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য।[৭] আসন্ন বছরে বিনোদ বিহারী মুখোপাধ্যায় এবং রামকিঙ্কর বেইজের মতো অদম্য ব্যক্তিরা কলা ভবনের সাথে যুক্ত হয়েছিলেন এবং সময়ের সাথে সাথে কেবল প্রতিষ্ঠানকেই নয়, আধুনিক ভারতীয় চিত্রকলায় একটি নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন।[৮] শান্তিনিকেতনে শিল্প ও শিক্ষার উপর রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাগুলি একটি স্মারক মডেল হিসাবে দীর্ঘকাল অব্যহত ছিল। পরবর্তীকালে তারা শান্তিনিকেতনের শিল্প অঙ্গনে গড়ে ওঠে ধারণার তিনটি স্তম্ভ – নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায় এবং রামকিঙ্কর বেইজ।[৯] তাঁরা একসাথে শান্তিনিকেতনকে বিংশ শতাব্দীর ভারতে আধুনিক শিল্পের ক্ষেত্রে অনন্য বিশিষ্টতার স্তরে উন্নীত করেছিলেন।[১০][১১]

১৯৯৭ সালে শিল্প ইতিহাসবিদ আর শিব কুমার, নেতৃস্থানীয় , ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে শান্তিনিকেতন: দ্য মেকিং অফ এ কনটেক্সচুয়াল মডার্নিজমের একটি প্রদর্শনী তৈরি করেন। [১২] প্রদর্শনীতে নন্দলাল বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, বিনোদ বিহারী মুখোপাধ্যায় এবং রামকিঙ্কর বেইজ নামক চার আধুনিক ভারতীয় শিল্পীর প্রত্যেকের প্রায় একশোটি শিল্পকে মূল মঞ্চে নিয়ে আসা হয় এবং শান্তিনিকেতন শিল্প আন্দোলনকে গুরুত্ব দেওয়া হয়।[১২] আর শিব কুমার যুক্তি দিয়েছিলেন যে "শান্তিনিকেতনের শিল্পীরা বিশ্বাস করতেন না যে আদিবাসী হতে হলে থিম বা শৈলীতে ঐতিহাসিক হতে হবে এবং একইভাবে আধুনিক হতে হলে একটি নির্দিষ্ট জাতির ঊর্ধ্বে প্রথাগত ভাষা বা কৌশল অবলম্বন করতে হবে।[তথ্যসূত্র প্রয়োজন] আধুনিকতা তাদের কাছে কোনো শৈলী বা আন্তর্জাতিকতাবাদের কোনো রূপ ছিল না। এটি ছিল শিল্পের মৌলিক দিকগুলির সাথে সমালোচনামূলক পুনঃনিযুক্তি যা একজনের অনন্য ঐতিহাসিক অবস্থানের পরিবর্তনের দ্বারা প্রয়োজনীয়।"[১৩]

পরবর্তীকালে কলা ভবনের অধ্যক্ষ হিসাবে দিনকর কৌশিক এটিকে সমসাময়িক শিল্পচর্চার জন্য নতুন আকার দেন। তিনি ভাস্কর শর্বরী রায়চৌধুরী, অজিত চক্রবর্তী, গ্রাফিক শিল্পী সোমনাথ হোড় এবং চিত্রশিল্পী সনৎ কর এবং লালু প্রসাদ সাউকে শিক্ষক হিসাবে কলা ভবনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।[১৪] প্রতিষ্ঠানে বিপ্লব ঘটাতে তিনি যে অনেক কাজ করেছিলেন তার মধ্যে ছিল নন্দন মেলা[১৪] ১-২ ডিসেম্বরে নন্দন মেলা নন্দলাল বসুর জন্মবার্ষিকী উদযাপন করে। "শিক্ষার্থীরা চিত্রকলা, ভাস্কর্য, সিরামিক, গ্রাফিক্স, ডিজাইন এবং শিল্প ইতিহাস বিভাগ দ্বারা স্থাপন করা শিল্প স্টল সহ বিভিন্ন ধরণের কার্যকলাপে জড়িত। এই স্টলে শিক্ষার্থী ও শিক্ষকদের তৈরি শিল্পকর্মের মধ্যে রয়েছে বর্ষপঞ্জি থেকে শুরু করে ক্রাফট আইটেম, ডায়েরি, স্টেশনারি, ফ্যাশনের গয়না, চিত্র, প্রিন্ট, সরস (মাটির থালা) এবং সিরামিক, কাঠ ও ধাতব ভাস্কর্য সহ সাশ্রয়ী মূল্যে বিক্রয়ের জন্য।"[১৫]

বৈশিষ্ট্য[সম্পাদনা]

কলা ভবনে একটি আর্ট গ্যালারি রয়েছে, যার নামে নন্দন। সেখানে ভাস্কর্য, ফ্রেস্কো এবং ম্যুরাল প্রদর্শন করা হয়েছে।[১৬][১৭] ১৯৬০-এর দশকে বিড়লা এবং গোয়েঙ্কা পরিবার তাঁদের নামে দুটি মেয়েদের হোস্টেল তৈরি করেছিলেন।[১৮] কলা ভবনে বিশিষ্ট ভারতীয় এবং সুদূর-প্রাচ্যের মাস্টারদের ১৭,০০০টি মূল শিল্পকর্ম রয়েছে এবং এখন সেগুলি সংরক্ষণ ও প্রদর্শনের জন্য বাইরের সমর্থন চাইছে।[১৮]

নন্দলাল বসু ১৯২৩ সালে প্রথম অধ্যক্ষ হন এবং তার পরে বিনোদ বিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেইজ, কেজি সুব্রহ্ম‌ণ্যন, দিনকর কৌশিক, আর শিব কুমার, সোমনাথ হোড় এবং যোগেন চৌধুরী সহ একাধিক শিল্পীরা ছিলেন।[১৯][২০][২১][২২] শান্তিনিকেতনের শিল্প আঙিনায় যারা নিজেদের অনন্য করে তুলেছিলেন তাঁদের মধ্যে ছিলেন গৌরী ভাঞ্জা, যমুনা সেন, শঙ্খ চৌধুরী এবং সনৎ কর।[২৩][২৪]

কলা ভবন চারুকলায় স্নাতক এবং চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি চিত্রকলা, ভাস্কর্য, ম্যুরাল পেইন্টিং, প্রিন্টমেকিং, ডিজাইন (টেক্সটাইল/সিরামিক) এবং শিল্প ইতিহাসে সার্টিফিকেট ডিগ্রি প্রদান করে।

জনপ্রিয় সংস্কৃতিতে[সম্পাদনা]

ভারতের প্রতীক

নন্দলাল বসুকে ভারতের সংবিধানের মূল কপি সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি এই কাজের জন্য তার বেশ কয়েকজন ছাত্রকে আকৃষ্ট করেছিলেন। তাঁদের মধ্যে বনি পটেল, গৌরী ভাঞ্জা, যমুনা সেন, অমলা সরকার, সুমিত্রা নারায়ণ, বিনায়ক মাসোজি, দীনানাথ ভার্গব, কৃপাল সিং শেখাওয়াত, জগদীশ মিত্তল ইত্যাদি ছিলেন।[২৫] এটি ছিল উপমহাদেশের বিভিন্ন ঐতিহাসিক যুগের নিদর্শন সহ ৩০০টি বিজোড় পৃষ্ঠায় ৩৪-ইঞ্চি সীমানা চিত্রিত করা। নথিটি ১৯৫০ সালের ২৬ জানুয়ারি গৃহীত হয়েছিল। তৎকালীন ২১ বছর বয়সী দীননাথ ভার্গবকেও জাতীয় প্রতীকের নকশা অভিযোজিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল।[২৬] বেওহর রামমনোহর সিংহ প্রস্তাবনা এবং কিছু অন্যান্য পৃষ্ঠা চিত্রিত করেছেন। [২৭] [২৮] আর শিব কুমার বলেছিলেন যে এটি সত্যিই গর্বের বিষয় যে কলা ভবনের শিল্পীরা মর্যাদাপূর্ণ নথিটি অলঙ্কৃত করেছেন। [২৬]

২০১১ সালে, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে, রবীন্দ্র চিত্রাবলী প্রকাশ করা হয়েছিল। এটি রবীন্দ্র ভবন এবং কলা ভবন সংগ্রহ থেকে ১,৬০০টি চিত্রকলা এবং ভারত জুড়ে অন্যান্য প্রতিষ্ঠানের 200টি চিত্রকর্মের সমন্বয়ে চার খণ্ডের সেট। [২৯]

১৯৪০-৪১ সালে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় বিনোদ বিহারী মুখাোপাধ্যায়ের অধীনে কলা ভবনে অধ্যয়ন করেছিলেন এবং পরে তাঁর শিক্ষকের উপর দ্য ইনার আই (১৯৭২) তথ্যচিত্র তৈরি করেছিলেন।[৩০] এর আগে তিনি তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে ৫৪ মিনিটের একটি সাদা-কালো তথ্যচিত্র তৈরি করেছিলেন। চলচ্চিত্রটি ১৯৬১ সালে রাষ্ট্রপতির স্বর্ণপদক পুরস্কার এবং গোল্ডেন সিল জিতেছিল।[৩১]

আরেক কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক, রামকিঙ্কর বেইজের উপর এক অসম্পূর্ণ তথ্যচিত্র তৈরি করেছিলেন।[৩২] তিনি ১৯৭৫ সালে চলচ্চিত্র নির্মাণ শুরু করেছিলেন। ছবিটি প্রায় সম্পূর্ণ হলেও ঋত্বিক ঘটকের মৃত্যুর জন্য এটি অসমাপ্ত থেকে যায়।[৩৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The presence of women in the institutionalized space and their interventions: Kala bhavana (1920-1930)" (পিডিএফ)Page 177। Shodhganga। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "100 years of Shantiniketan's Kala Bhavana"। The New Indian Express, 6 September 2019। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "Rabindranath Tagore's art school Kala Bhavan set to turn 100"। Hindustan Times, 11 November 2019। ১১ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯ 
  4. Ghosh, Bishwanath (২০১৯-১২-২১)। "Kala Bhavana: 100 years of the arts school founded by Tagore"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২ 
  5. "Asitkumar Halder (1890-1961)"। Visva Bharati। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯ 
  6. "From Bharmacharyashrama to Visva-Bharati: A Chronicle of Metamorphosis of a Tiny School into an Internationally-Acclaimed Centre of Learning" (পিডিএফ)। Visva Baharati। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯ 
  7. Chaitanya, p. 170
  8. Chaitanya, p. 219
  9. Memoir of an ArtistAmitabh Sengupta, Page 13। Patrige India/ Google। ২৬ জুন ২০১৪। আইএসবিএন 9781482821260। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯ 
  10. Memoir of an artistAmitabh Sengupta। Patridge Publishing India। ২৭ জুন ২০১৪। আইএসবিএন 9781482821253। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯ 
  11. Trends in Modern Indian ArtSunil Kumar Bhattacharya, Page 8: New Trends। MD Publications Private Limited। ১৯৯৪। আইএসবিএন 9788185880211। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯ 
  12. "Finding an expression of its own"frontline.thehindu.com। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. "Humanities underground » All the Shared Experiences of the Lived World II" 
  14. "The man who gave Kala Bhavan a new life"The Times of India। The Times of India, 14 February 2011। ১৪ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯ 
  15. "Nandan Mela"। Santiniketan। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯ 
  16. "Kala Bhavana starts 100 Years Celebration, Nandan Mela Prep Peaks Up"। Kolkata 24 X 7, 29 November 2018। ২৯ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৯ 
  17. Ananya Vajpeyi (৩ মার্চ ২০১৩)। "ADVENTURES IN ARCADIA- Experiments with the life of the mind"The Telegraph। ৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৩ 
  18. "Kings to Corporates in Gurudev footsteps – Kala Bhavana seeks funds from Birlas and Goenkas to preserve works of art"। The Telegraph, 17 February 2014। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৯ 
  19. "100 Years of Kala Bhavana"। 23 January 2019। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৯ 
  20. "Kala Bhavana Starts 100 Years Celebration, Nandan Mela Prep Picks Up"। Kolkata 24 x 7। ২৯ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৯ 
  21. "The man who gave Kala Bhavana a new life"The Times of India। The Times of India, 14 February 2011। ১৪ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯ 
  22. "Adventures in Arcadia - experiments with the life of the mind"। The Telegraph, 3 March 2013। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৯ 
  23. "Sankho Chowdhuri (1916-2006)"। Princeps। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৯ 
  24. "Professors Emeritus"। Visva Bharati। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৯ 
  25. India, the Constituent Assembly of (১৯৪৯)। The Constitution of India। Nandalal Bose, Beohar Rammanohar Sinha, and others; Calligraphy by Prem Behari Narain Raizada। Survey of India। 
  26. "Artist who sketched national emblem dies"The Times of India। The Times of India, 26 December 2016। ২৬ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৯ 
  27. Sahoo, A.; Pattanaik, T. (জানুয়ারি ২০১৫)। "Making of the Constitution of India: A Critical Analysis" (পিডিএফ): 7–15। ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৭ 
  28. "10 Important facts about the Indian constitution"Newsable.asianetnews.tv। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮ 
  29. "Tagore paintings glow on his 150th birth anniversary"Hindustan Times। ১০ মে ২০১০। ১৪ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩ 
  30. "Biography:At Shantiniketan"। .satyajitray.org। ১১ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৩ 
  31. "Rabindranath Tagor (1961)"। IMDb। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৯ 
  32. "Ramkinkar - Documentary"। BFI Because Films Inspire। ২৬ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  33. Ghaṭaka, R̥tvikakumāra (২০০৫)। Calaccitra, mānusha ebaṃ āro kichu (1. De'ja saṃskaraṇa. সংস্করণ)। De'ja Pābaliśiṃ। পৃষ্ঠা 359। আইএসবিএন 81-295-0397-2 

বহিঃসংযোগ[সম্পাদনা]