বিষয়বস্তুতে চলুন

শিক্ষা সত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিক্ষা সত্ৰ
ঠিকানা
মানচিত্র

স্থানাঙ্ক২৩°৩৯′৫৯″ উত্তর ৮৭°৩৯′৩৭″ পূর্ব / ২৩.৬৬৬৩৯° উত্তর ৮৭.৬৬০২৮° পূর্ব / 23.66639; 87.66028
তথ্য
ধরনবিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে
প্রতিষ্ঠাকাল১৯২৪
অধ্যক্ষজয়ন্ত ভট্টাচার্য
লিঙ্গছাত্রছাত্রী

শিক্ষা সত্ৰ হল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শ্রীনিকেতনের একটি বিদ্যালয়। এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯২৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

ইতিহাস

[সম্পাদনা]

শিক্ষা সত্ৰ বিদ্যালয়টি ১৯২৪ খ্রিষ্টাব্দে শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে ১৯২৯ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি শ্রীনিকেতনে স্থানান্তরিত হয়। বিদ্যালয়টি গ্রামের ছেলেমেয়েদের শিক্ষাদানের জন্য বিশেষত প্রতিষ্ঠা করা হয়।[]

পাঠক্রম

[সম্পাদনা]

বিদ্যালয়ে প্রায় ৮০০ ছাত্রছাত্রী শিক্ষা লাভ করে। প্রতিটি শ্রেণিতে গড়ে ৩০ জন শিক্ষার্থী থাকে প্রতিটি শ্রেণিতে তিনটি বিভাগ তথা 'ক', 'খ' ও 'গ' বিভাগ। একাদশ ও দ্বাদশ শ্রেণির দুটি বিভাগ তথা কলা বিভাগ ও বিজ্ঞান বিভাগ।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Siksha Satra"www.visvabharati.ac.in। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০১