বিষয়বস্তুতে চলুন

ওলিভের তোরেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওলিভের তোরেস
২০২০ সালে সেভিয়ার হয়ে তোরেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ওলিভের তোরেস মুনিয়োস
জন্ম (1994-11-10) ১০ নভেম্বর ১৯৯৪ (বয়স ৩০)
জন্ম স্থান নাভালমোরাল দে লা মাতা, স্পেন
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
মোন্তেররেই
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮:০৬, ২৮ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ওলিভের তোরেস মুনিয়োস (স্পেনীয়: Óliver Torres, স্পেনীয় উচ্চারণ: [ˈoliβeɾ ˈtores]; জন্ম: ১০ নভেম্বর ১৯৯৪; ওলিভের তোরেস নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মেক্সিকোর পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগা এমএক্সের ক্লাব মোন্তেররেইয়ের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][]

২০১২ সালে, তোরেস স্পেন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ওলিভের তোরেস মুনিয়োস ১৯৯৪ সালের ১০ই নভেম্বর তারিখে স্পেনের নাভালমোরাল দে লা মাতায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

তোরেস স্পেন অনূর্ধ্ব-১৮, স্পেন অনূর্ধ্ব-১৯, স্পেন অনূর্ধ্ব-২০ এবং স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ সালে তিনি স্পেন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। তিনি প্রায় ৫ বছরে ৪৩ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল এবং একটি শিরোপা জয়লাভ করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "PLAYERS" [খেলোয়াড়]rayados.com (ইংরেজি ভাষায়)। ফুটবল ক্লাব মোন্তেররেই। ২৬ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  2. "CF Monterrey » Squad 2024/2025" [ফুটবল ক্লাব মোন্তেররেই » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ২৬ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]