ওরা ১১ জন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওরা ১১ জন
ওরা ১১ জন চলচ্চিত্রের পোস্টার.jpg
চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার
পরিচালকচাষী নজরুল ইসলাম
প্রযোজকমাসুদ পারভেজ
রচয়িতাআল মাসুদ
শ্রেষ্ঠাংশেখসরু
রাজ্জাক
শাবানা
নূতন
সৈয়দ হাসান ইমাম
আলতাফ
মুরাদ
নান্টু
বেবী
আবু
সুরকারখোন্দকার নুরুল আলম
চিত্রগ্রাহকআবদুস সামাদ
সম্পাদকবশির হোসেন
পরিবেশকস্টার ফিল্মস্ ডিসট্রিবিউটার্স
মুক্তি১৩ আগস্ট, ১৯৭২[১]
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

ওরা ১১ জন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।[২] ১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, স্বাধীনতাত্তোর বাংলাদেশে চলচ্চিত্রায়িত প্রথম চলচ্চিত্র।[৩] ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দেন, এই ছবির গল্পে সেই ঐতিহাসিক ভাষনের কিছু অংশ দেখানো হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম। এ ছবিতে কয়েকজন মুক্তিযোদ্ধা অভিনয় করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন খসরু, মুরাদ, হেলাল ও নান্টু। এছাড়াও ছবির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, নূতন, সৈয়দ হাসান ইমাম, আলতাফ, মুরাদ, নান্টু ,বেবী, আবু, খলিলউল্লাহ খান সহ আরও অনেকে।

কাহিনি সংক্ষেপ[সম্পাদনা]

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

নির্মাণ নেপথ্য[সম্পাদনা]

সম্মাননা[সম্পাদনা]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার[সম্পাদনা]

বিজয়ীঃ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার (১৯৭২)

সংগীত[সম্পাদনা]

ওরা ১১ জন ছবির সংগীত পরিচালনা করেন খোন্দকার নুরুল আলম।

গানের তালিকা[সম্পাদনা]

ট্র্যাক গান কণ্ঠশিল্পী পর্দায় নোট
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা খসরু রবিন্দ্র সংগীত
আমায় একটি খুদিরাম দাও বলে কাঁদিশ না মা খসরু ও সহ অভিনেতারা
এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যাঁরা সাবিনা ইয়াসমিন খসরুনূতন সহ অনেকে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আলাউদ্দীন মাজিদ ০১-ওরা ১১ জন দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ৫ ডিসেম্বর, ২০১২
  2. "'ওরা ১১ জন' চলচ্চিত্র (১৯৭২)"। ২৩ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  3. "সংগ্রাম"ইত্তেফাক। ২০২০-১২-০৮। ২০২২-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]