এম এ ওয়াদুদ
এম এ ওয়াদুদ | |
---|---|
জন্ম | ১ আগস্ট, ১৯২৫ |
মৃত্যু | ২৮ আগস্ট, ১৯৮৩ |
নাগরিকত্ব | ![]() ![]() ![]() |
পেশা | রাজনীতি |
পরিচিতির কারণ | রাজনীতিবিদ, ১৯৫২ ভাষা আন্দোলনের সৈনিক, মুক্তিযোদ্ধা |
রাজনৈতিক দল | আওয়ামী লীগ |
সন্তান | এক ছেলে এক মেয়ে |
আত্মীয় | মেয়ে - ডা. দীপু মনি |
এম এ ওয়াদুদ (১ আগস্ট, ১৯২৫ - ২৮ আগস্ট, ১৯৮৩) ছিলেন পূর্ব পাকিস্তানের একজন রাজনীতিবিদ, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সৈনিক ও মুক্তিযোদ্ধা।[১]
জন্ম ও পারিবারিক জীবন[সম্পাদনা]
এম এ ওয়াদুদ ১৯২৫ সালের ১ আগস্ট চাঁদপুর জেলা রাঢ়ির চর গ্রামে জন্মগ্রহণ করেন। তার দুই সন্তান। একজন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, অন্যজন ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ (টিপু)।
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ[সম্পাদনা]
এম এ ওয়াদুদ একজন ভাষা সৈনিক। তিনি ভাষা আন্দোলনের জন্য কয়েকবার জেল খেটেছেন। তিনি ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে একাধারে ১৯৪৮, ১৯৫২ ও ১৯৫৪ সালে জেল খেটেছেন। ১৯৪৯ সালে সালে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে বঙ্গবন্ধুসহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন। এছাড়াও তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ করেছেন।
রাজনৈতিক জীবন[সম্পাদনা]
রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন। ১৯৫৩-৫৪ সালে তিনি প্রাদেশিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। দুই দুইবার নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একবার প্রাদেশিক ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
প্রতিষ্ঠাতা[সম্পাদনা]
তিনি আওয়ামী লীগের বিভিন্ন দল প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এরমধ্যে গণতান্ত্রিক যুবলীগ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ও কচিকাঁচা মেলা প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়াও দৈনিক ইত্তেফাক ও সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
মৃত্যু[সম্পাদনা]
এম এ ওয়াদুদ ১৯৮৩ সালের ২৮শে অক্টোবর মৃত্যুবরণ করেন।