বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অধিকারের আবেদন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধিকারের আবেদন
এটি বাংলা উইকিপিডিয়ায় অধিকার পাওয়ার জন্য আবেদন করার স্থান। এই পাতায় করা আবেদনসমূহ প্রশাসকগণ পর্যালোচনা সাপেক্ষে ব্যর্থ বা সফল হিসেবে সিদ্ধান্ত দিয়ে থাকেন। প্রশাসকগণ স্বয়ংক্রিয় পরীক্ষণ, ফাইল স্থানান্তরকারী, নিরীক্ষক, রোলব্যাক, এবং আইপি বাধামুক্ত অধিকার প্রদান করতে পারবেন। আপনি যে অধিকারের জন্য আবেদন করতে চান সেই অনুচ্ছেদে যান এবং অনুরোধ যুক্ত করুন লেখায় ক্লিক করে অনুরোধ করুন। বর্তমানে আপনার অ্যাকাউন্টে কী অধিকার সংযুক্ত রয়েছে, তা জানতে বিশেষ:পছন্দসমূহ পাতায় যান।
অধিকারের আবেদন নিয়মিতভাবে সংরক্ষণ করা হয়ে থাকে, দয়া করে পূর্বের অনুরোধসমূহের জন্য সফল/ব্যর্থ লগ দেখুন।
অনুরোধে চলুন: পরিচ্ছেদসমূহস্বয়ংক্রিয় পরীক্ষণফাইল স্থানান্তরকারীনিরীক্ষকরোলব্যাকআইপি বাধামুক্তপর্যবেক্ষক


বর্তমান আবেদন

স্বয়ংক্রিয় পরীক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)




ফাইল স্থানান্তরকারী

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি বেশিরভাগ সময়ই বাংলা উইকিপিডিয়াতে খেলাধুলা ও ক্রীড়া ভিত্তিক চিত্র আপলোড বা ইংরেজি উইকিপিডিয়া থেকে চিত্র স্থানান্তর করে থাকি। অনেক সময় ফাইল বা চিত্রটির নামের বানান ভুল করি অথবা হয়ে যায়। তখন ফাইল বা চিত্রের ভুল সংশোধন করতে পারি না, কারণ স্থানান্তর করার অধিকার নেই। পরে চিত্র বা ফাইল স্থানান্তরকারী ভাইয়ের কাছে সাহায্য নিতে হয়। আমাকে যদি এই অধিকারটি দেওয়া হয় আমার কাজ গুলো তাড়াতাড়ি সম্ভব হতে পারে। অনুরাগ (আলাপ) ২২:৩০, ১২ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@অনুরাগ: অনুগ্রহ করে কয়েকটি লিঙ্ক দিন যেখানে আপনি ফাইল স্থানান্তরের অনুরোধ করেছেন? --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান এটা একটা বাংলাদেশের জায়গায় বাংলাদেশী হবে। অনুরাগ (আলাপ) ২০:২৬, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@অনুরাগ: আমি আসলে কোন ফাইলের নাম পরিবর্তন করতে হবে তার লিঙ্ক দিতে বলিনি। আপনি অতীতে কোন কোন ফাইলের নাম পরিবর্তনের জন্য অনুরোধ করেছিলেন সেইসব অনুরোধের লিঙ্ক চাচ্ছি। আর আপনি যদি অতীতে কোনও ফাইলের নাম পরিবর্তনের জন্য অনুরোধ না করে থাকেন, তবে প্রথমে আপনি সেটি করুন। যেমন, আপনি যে লিঙ্ক দিয়েছেন, সেখানে যান ও {{মিডিয়া পুনঃনামকরণ|কারণ}} টেমপ্লেটটি লাগিয়ে নাম পরিবর্তনের জন্য অনুরোধ করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান ভাই, আবেদন করা হয়নি। অনুরাগ (আলাপ) ২০:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@অনুরাগ: সেক্ষেত্রে এই আবেদনটি গ্রহণ করতে পারব না ভাই। কেননা এখন এই আবেদন গ্রহণ করলে কালই অনেকে আবেদন করে বসবে ও তখন তাদের অধিকার না দিলে প্রশ্ন আসবে অমুককে দেওয়া হলে আমাকে কেন দেওয়া হবে না ইত্যাদি। আপনি দয়া করে {{মিডিয়া পুনঃনামকরণ|কারণ}} ব্যবহার করে বিভিন্ন ফাইল নামান্তরের অনুরোধ করুন ও এক মাস পর এই অধিকার পাওয়ার জন্য পুনরায় আবেদন করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক আছে ভাই। আপনারা যা ভালো মনে করেন। ভাই আপনাকে ক্রীড়া সিরিজ সংশোধন জন্য অনুরোধ করছিলাম। অনুরাগ (আলাপ) ২০:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@অনুরাগ, আমি আপনার পুনঃনামকরণের অনুরোধ করা চিত্রটির নাম পরিবর্তন করে দিয়েছি। যদি একটিই চিত্রের নামে আপনি ভুল লক্ষ্য করে থাকেন, তাহলে আমার মনে হয় আপাতত আপনার 'ফাইল স্থানান্তরকারী' অধিকারের প্রয়োজন নেই। Ahmed Reza Khan (আলাপ) ০৫:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmed Reza Khan ধন্যবাদ ভাই। অনুরাগ (আলাপ) ০৫:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]


নিরীক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)




রোলব্যাক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি অনেকদিন ধরেই নিয়মিত টহল দিয়ে আসছি। রোলব্যাক অধিকারটি পেলে আমার টহলদানে সুবিধা হবে। এছাড়াও এসডাব্লিউভিউয়ার ব্যবহার করতে পারলে আমার সময় বাঁচবে বলে আমি মনে করি। আমি WP:রোলব্যাকWP:ধ্বংসপ্রবণতা পাতাটি পড়েছি এবং কোনটি ধ্বংসপ্রবণতা আর কোনটি ধ্বংসপ্রবণতা নয়, সে সম্পর্কে অবগত আছি। ইমামঅনিক (আলাপ) ১৯:১২, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি) [উত্তর দিন]

আপনাকে অধিকারটি দেওয়ার আগে আমি দেখতে চাই যে আপনি আধিকার পাওয়ার পর নিষ্ক্রিয় হয়ে যাবে না। আপাতত আবেদনটি এখানে থাকুক, ধ্বংসপ্রবণতা নিয়ে আপনি আপনার অবদান চালিয়ে যান। এক মাস পর আমি এই আবেদনটি দেখব, আমি ভুলে গেলে আমাকে আলাপ পাতায় মনে করিয়ে দিবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাবুজ্জামান, আসলে এই অধিকার ছাড়া টহল দেওয়া একঘেয়েমি ও কষ্টসাধ্য। নিয়মিত কাজ করতে চাই বলেই আমি এই অধিকার চাচ্ছি। আমি মনে করি, আমি এই অধিকার পাওয়ার শর্তগুলো পূরণ করেছি। ইমামঅনিক (আলাপ) ১৯:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
 বিরোধিতা। যদিও এটা প্রশাসকদের স্বীদ্ধান্তের উপর নির্ভর করে, তবে এ ধরণের কাজে রোলব্যাক ব্যাবহারের ইচ্ছা থাকলে আপনি এই অধিকারের জন্য উপযুক্ত নন।TANBIRUZZAMAN (💬) ১৩:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Tanbiruzzaman, এ ধরনের কাজে রোলব্যাক ব্যাবহারের ইচ্ছা আমার নেই। আমি আপনার আলাপ পাতায় তখনই দুঃখ প্রকাশ করে বার্তা দিয়েছি ও কারণ ব্যাখ্যা করেছি। ইমামঅনিক (আলাপ) ১৪:১৬, ১৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
দুঃখিত, আলাপ পাতার বার্তাটি খেয়াল করিনি। শুভকামনা, –TANBIRUZZAMAN (💬) ১৪:২৪, ১৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]


পর্যবেক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)




আইপি বাধামুক্ত

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)