উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/পর্যবেক্ষক/২০২২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খাত্তাব হাসান[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি পরীক্ষণ কার্যক্রম চালিয়ে যেতে ইচ্ছুক। ~ খাত্তাব ( | | ) ১৫:০২, ২৪ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে - আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:১১, ২৪ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মজুমদার সাহেব[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

ইতিপূর্বে বর্তমান সৃষ্ট অধিকারটির ব্যবহার অধিকার আমার ছিলো এবং আমি দীর্ঘদিন এটির মাধ্যমে নিবন্ধের যথাযথ ব্যবস্থাপনা (পেট্রোলের মাধ্যমে সম্পাদনা পর্যবেক্ষণ ও ফ্যাক্ট চেকের মাধ্যমে), উন্নয়ন (সূত্র যাচাই বা ফাক্ট চেকের মাধ্যমে তথ্যের যথার্থতা বিশ্লেষণ), জীবিত ব্যক্তির নিবন্ধ সম্পর্কিত অহেতুক বাক্য ব্যবহারের বিতর্ক সমাধান, বিতর্কিত সূত্র হতে তথ্যযুক্তের বিতর্ক ও ধ্বংসাত্মক সম্পাদনা চিহ্নিত ও তদন্ত ও পদক্ষেপ গ্রহণ প্রভৃতি করেছি। অতএব, পর্যবেক্ষক অধিকারটি আমার প্রয়োজন।- মজুমদার সাহেব (আলাপ) ০৭:১৫, ২৭ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@মজুমদার সাহেব:  করা হয়েছে, আশা করছি আপনি সম্পাদনা পরীক্ষণ ও টহলদান কার্যক্রমে আগের চেয়ে এখন আরও বেশি সক্রিয় হবেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৯:০০, ২৭ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মোঃ মারুফ হাসান24[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি পূর্বেও টহল দিয়েছি, আমি ভবিষ্যতেও টহল দিতে ইচ্ছুক। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৪:১৩, ৭ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@মোঃ মারুফ হাসান24:  করা হয়েছে, আশা করছি আপনি সম্পাদনা পরীক্ষণ ও টহলদান কার্যক্রমে আগের চেয়ে এখন আরও বেশি সক্রিয় হবেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:০১, ৭ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Robin shaha[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ার একজন পর্যবেক্ষক হতে ইচ্ছুক। শর্ত অনুযায়ী আমার একাউন্টের বয়স ৩০ দিনের বেশি এবং সম্পাদনার সংখ্যা ১০০০ এর বেশি। আমার নজরে থাকা পাতাগুলোতে কোনো পরিবর্তন হলে আমি তার ভাল-মন্দ পর্যবেক্ষন করে থাকি। পর্যবেক্ষকের অধিকার পেলে আমার পক্ষে কাজটি করা সুবিধা হবে। -- রবিন সাহা ০৪:২৮, ২৮ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Robin shaha: উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি নিবন্ধ নামস্থানে আপনার সম্পাদনা সংখ্যা ৭৭৮ টি। আশা করছি আপনি আপনার ভালো অবদান অব্যাহত রাখবেন এবং এই অধিকারের উপযুক্ততা অর্জন করে আবার আবেদন করবেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৬:১১, ২৮ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
সরাসরি অবদান ১,৬২৪ · (৯৮.৬%)
অপসারিত সম্পাদনা ২৩ · (১.৪%)
মোট সম্পাদনা ১,৬৪৭
আমি বুঝতে পারছি না আপনি কোনটার কথা বলছেন। বুঝিয়ে দিলে ভাল হয়। -- রবিন সাহা ০৬:২২, ২৯ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Robin shaha এখানে ক্লিক করে নামস্থান অনুযায়ী মোট অনুচ্ছেদ দেখুন —শাকিল (আলাপ · অবদান) ০৬:৫৪, ২৯ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
এখন বুঝতে পেরেছি। ইয়াহিয়া ভাই কেবল নিবন্ধনের নিবন্ধ নামস্থানে সম্পাদনাসংখ্যার কথা বলেছেন। কিন্তু উইকিপিডিয়া:পর্যবেক্ষক-এ সর্বমোট সম্পাদনা সংখ্যার কথা বলা হয়েছে। -- রবিন সাহা ০৭:২২, ২৯ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Robin shaha আপনাকে কোথাও নিবন্ধের কথা বলা হয়নি বলা হয়েছে নিবন্ধ নামস্থানে সম্পাদনার কথা, ভালোভাবে উত্তরগুলো পড়ুন। —শাকিল (আলাপ · অবদান) ০৭:২৭, ২৯ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Robin shaha আরেকটি বিষয়, পর্যবেক্ষক নীতিমালায় মোট সম্পাদনা সংখ্যা কোথাও বলা হয়নি,

পর্যবেক্ষক অধিকার প্রদানের ক্ষেত্রে মূল নামস্থানে কমপক্ষে ১,০০০ ভালো সম্পাদনা ও অ্যাকাউন্টের বয়স ৩০ দিন হওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

এখানে মূল নামস্থান বলতেই নিবন্ধ নামস্থান বোঝায়, আশা করি বুঝতে পেরেছেন। —শাকিল (আলাপ · অবদান) ০৭:৪৩, ২৯ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ও আচ্ছা। তাহলে নিবন্ধ নামস্থানে ১০০০ সম্পাদনা সংখ্যা পুরণ হলে পুনরায় আবেদন করতে চাই। এখন আবেদন প্রত্যাহার করতে কি করতে হবে? -- রবিন সাহা ০৭:৪৬, ২৯ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Robin shaha এখন আর কিছু করতে হবে না। আমি আশা করছি, শুধু নজরতালিকা থেকে না, Special:NewPages থেকেও নতুন নিবন্ধগুলোও সংশোধনের কাজ করবেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৮:০৩, ২৯ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি আগ্রহী। -- রবিন সাহা ০৮:৪২, ২৯ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya আমার নিবন্ধ নামস্থানে ১০০০ সম্পাদনা পুরণ হয়েছে। আমি পুনরায় পর্যবেক্ষক হওয়ার জন্য আবেদন করছি। -- রবিন সাহা ১৩:৪৬, ৮ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Robin shaha আপনার ১০০২ তম সম্পাদনা এই পাতায়। আমার একটি

প্রশ্ন: এই অধিকার আপনার সম্পাদনার কাজে কী সাহায্য করবে? আপনি বলেছেন, আপনার নজরতালিকার পাতা পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ বলতে কী বুঝিয়েছেন? — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:১৯, ১১ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমার নজরতালিকাতে ৫০০-এর মতো পাতা রয়েছে, যেগুলোতে কোনো পরিবর্তন হলে, সেই পরিবর্তনগুলো সঠিক হয়েছে কি না, কেউ কোনো তথ্য ধ্বংশ করেছে কি না, অথবা বিকৃত করেছে কি না, তা পরীক্ষা করে থাকি। আমার উদ্দেশ্য, পাতাগুলো যেন রক্ষিত থাকে সে বিষয়ে উইকিপিডিয়াকে সাহায্য করা। যেহেতু কাজটি আমি এমনিতেও করি, পর্যবেক্ষক অধিকার পেলে হয়তো পরিবর্তন হওয়া পাতাগুলোতে অন্য কাওকে পুনরায় পরীক্ষা করার প্রয়োজন হবে না। “পরীক্ষিত বলে চিহ্নিত করুন” বোতামটি পেলে কাজটি করা আমার পক্ষে সহজ হবে বলে মনে করি। -- রবিন সাহা ১৩:২৫, ১১ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Robin shaha:  করা হয়েছে। আশা করছি বিশেষ:নতুন পাতাসমূহ থেকে নতুন তৈরি হওয়া পাতাগুলোও নিয়মিত টহল দিবেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:২৫, ১১ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক আছে -- রবিন সাহা ১৪:৩৬, ১১ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Nafiul adeeb[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

পরীক্ষণ সংক্রান্ত কার্যক্রমে পুনরায় অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক — নাফিউল(আলাপ) ০৮:৪৪, ১৬ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --— ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৯:৩৬, ১৬ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Borhan[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

পর্যবেক্ষণ কার্যক্রমে ইচ্ছুক। আমি পর্যবেক্ষক পাতাটি পড়েছি এবং জীবিত ব্যক্তির জীবনী, কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা এবং রচনাশৈলী সম্পর্কে অবগত। এছাড়া আমি ধ্বংসপ্রবণতা রোধে অবদান রাখি। বোরহান (আলাপ) ০৯:৫১, ৩১ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৩:২১, ৩১ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Hasan muntaseer[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি আবারও পরীক্ষণ কার্যক্রম চালিয়ে যেতে ইচ্ছুক। তাছাড়া আমার রোলব্যাক অধিকার রয়েছে। Hasan muntaseer কথোপকথন ০৩:২৫, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:৪১, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

BadhonCR[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়ায় প্রায় দুইবছর থেকে অবদান রাখতেছি। নতুন পাতা ও আমার নজরে থাকা পাতাগুলো পর্যবেক্ষণের সুবিধা পাওয়ার জন্য আমার এই অধিকারটি প্রয়োজন। নীতিমালায় দেওয়া সকল শর্ত আমার পূরণ করা আছে। এই অধিকার পেলে আমার পক্ষে পর্যবেক্ষণের কাজটি করা সুবিধা হবে। তাই আশা করি আমাকে পর্যবেক্ষকের অধিকারটি দেওয়া হবে। BadhonCR (আলাপ) ০৭:৪৩, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে, @BadhonCR: আশা করছি আপনি পর্যবেক্ষণের পাশাপাশি অন্যদের তৈরি নতুন নিবন্ধ সংশোধন, পরিষ্কারকরণের কাজেও সম্পৃক্ত হন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:২৭, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। আমি আমার সর্বোচ চেষ্টা করবো। BadhonCR (আলাপ) ০৮:২৯, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Md.Farhan Mahmud[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ার একজন অবদানকারী। আমি এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক। আমি পর্যবেক্ষক পাতাটি পড়েছি এবং জীবিত ব্যক্তির জীবনী, কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা এবং রচনাশৈলী সম্পর্কে অবগত আছি। তাছাড়া আমি ধ্বংসপ্রবণতা রোধে অবদান রাখছি। আমি পর্যবেক্ষক অধিকার যদি পাই তাহলে আমার নজরতালিকায় পরিবর্তন হওয়া পাতাগুলো পরীক্ষা করতে পারব। অন্য কাউকে এটি পুনরায় পরীক্ষা করার প্রয়োজন হবে না। [পরীক্ষিত বলে চিহ্নিত করুন] - এই বোতামটি পেলে কাজটি করা আমার পক্ষে সহজ হবে বলে মনে করছি। আশা করছি আমাকে পর্যবেক্ষক অধিকারটি দেওয়া হবে। ধন্যবাদ! ≈ ফারহান  «আলাপ» ১২:৩৯, ১৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে -- আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:৪০, ১৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]