বিষয়বস্তুতে চলুন

ইভ রোডিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইভ রোডিয়ার
Yves Rodier
ইউরোপীয় কমিকস উৎসব Strasbulles 2009-এ ইভ রোডিয়ার
জন্ম (1967-06-05) ৫ জুন ১৯৬৭ (বয়স ৫৭)
ফার্নহ্যাম, ক্যুবেক[]
জাতীয়তাফরাসী-কানাডিয়ান
উল্লেখযোগ্য কর্ম
দুঃসাহসী টিনটিনের প্যাসটিশ এবং
পিগনৌফ এট হ্যামলেট
শৈলীকার্টুনিস্ট
ওয়েবসাইটhttp://www.webcitation.org/query?ইউআরএল=http://www.geocities.com/yves_rodier&date=2009-10-26+00:31:39

ইভ রোডিয়ার (জন্ম 5 জুন 1967) একজন ফরাসী-ক্যুবেক কমিক-স্ট্রিপ রচয়িতা, যিনি দুঃসাহসী টিন‌টিন কমিকসের অনেকগুলো প্যাসটিশ লিখে পরিচিতি পেয়েছেন।

জীবনী

[সম্পাদনা]

রোডিয়ার সবসময় কমিকস ভালোবেসেছেন, তবু প্রথম জীবনে হতে চেয়েছিলেন সঙ্গীতশিল্পী বা চিত্রনাট্যকার। তিনি শীঘ্রই কমিকসে ফিরে আসেন; কাজ শুরু করেন তার প্রিয় লেখক হার্জের অনুকরণ করে, দুঃসাহসী টিন‌টিন কমিকসের প্যাসটিশ লিখে। সেগুলো আইনসম্মত ছিল না আর তা থেকে বেশি আয়ও হয়নি। তবে এর মাধ্যমে তিনি অন্য অনেক কার্টুনিস্টদের সংস্পর্শে আসেন, যেমন বব ডি মুর, জ্যাক মার্টিন এবং মাইকেল গ্রেগ রেইনার। 1995 সালে তার পরিচয় হয় ড্যানিয়েল এবং রিচার্ড হাউডির সাথে, আর তাদের পিগনৌফ ম্যাগাজিনে শুরু করেন তার কমিক সিরিজ পিগনৌফ এট হ্যামলেট। ক্রোড়পত্রটি মাত্র পাঁচটি সংখ্যা পর্যন্ত টিকেছিল, তবে কমিকটি চলতে থাকে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Yves Rodier website> ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ ডিসেম্বর ২০০৭ তারিখে