বিষয়বস্তুতে চলুন

অ্যার্জে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(এর্জে থেকে পুনর্নির্দেশিত)
অ্যার্জে
জর্জ রেমি (অ্যার্জে)
জন্মজর্জ প্রোসপের রেমি
(১৯০৭-০৫-২২)২২ মে ১৯০৭
এতেরবেক, বেলজিয়াম
মৃত্যু৩ মার্চ ১৯৮৩(1983-03-03) (বয়স ৭৫)
ওলুওয়ে সাঁ-লঁবের, বেলজিয়াম
জাতীয়তাবেলজীয়
ছদ্মনামঅ্যার্জে (Hergé)
উল্লেখযোগ্য কাজ
পুরস্কারপুরস্কারের তালিকা
দম্পতি
  • জের্মেন কিকেনস (বি. ১৯৩২; বিবাহবিচ্ছেদ ১৯৭৭)
  • ফানি রডওয়েল (বি. ১৯৭৭)
স্বাক্ষর
জর্জ রেমি (অ্যার্জে)-র স্বাক্ষর
http://en.tintin.com/herge

জর্জ প্রোস্পের রেমি (ফরাসি: Georges Prosper Rémi) (২২শে মে, ১৯০৭—৩রা মার্চ, ১৯৮৩) একজন বিখ্যাত বেলজীয় কমিক্‌স লেখক ও চিত্রকর ছিলেন।[] তিনি তাঁর প্রকাশিত গ্রন্থগুলিতে "অ্যার্জে" (ফরাসি Hergé) ছদ্মনামটি ব্যবহার করতেন। এ নামটি তার প্রকৃত নামের আদ্যক্ষর "G" এবং "R" উল্টোদিক থেকে উচ্চারণ করলে পাওয়া যায়। ফরাসিতে "R"-এর উচ্চারণ "অ্যার্‌" এবং "G"-এর উচ্চারণ "জে"; একসাথে এদের উচ্চারণ হয় "অ্যার্জে" (আইপিএ ɛʀʒe)। অ্যার্জের বইয়ের বাংলা অনুবাদগুলোতে তার নাম কখনও কখনও হার্জ লেখা হয়।

অ্যার্জের সবচেয়ে বিখ্যাত কাজ হচ্ছে দুঃসাহসী টিনটিন (মূল ফরাসি ভাষায় "তাঁতাঁ") নামক কমিক বইয়ের ধারাবাহিক সঙ্কলন বা সিরিজ। তিনি ১৯২১ থেকে ১৯৮৩ (মৃত্যুর বছর) পর্যন্ত টিনটিনের বই লিখেছিলেন। মৃত্যুর বছরে (১৯৮৩) তিনি তাঁতাঁ এ লাল্ফ-আর্‌ (ইংরেজিতে টিনটিন অ্যান্ড অ্যাল্‌ফ-আর্ট) নামের বইটি লিখতে শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেনি। অ্যার্জের অন্যান্য কমিক্‌স ধারাবাহিক সঙ্কলনের মধ্যে জো, জেত এ জোকোকুইক এ ফ্লুপকে অন্যতম।

সারা বিশ্বে, বিশেষত ইউরোপে, জর্জ রেমির কমিক্‌স বইয়ের এখনও একটি বড় প্রভাব রয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Pierre Assouline (২০০৯), Herge: The Man Who Created Tintin, Oxford University Press USA 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]