টিনটিন অন দ্য মুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টিনটিন অন দ্য মুন
টিনটিন অন দ্য মুন.png
MS-DOS Title screen
নির্মাতাপ্রোব এন্টারটেইনমেন্ট
প্রকাশকইনফোগ্রামস
মাধ্যমঅ্যামিগা, আমস্টার্ড সিপিসি, আটারি এসটি, কমোডর ৬৪, এমএস-ডস, জেডএক্স স্পেকট্রাম
মুক্তি১৯৮৭
১৯৮৯
ধরনঅ্যাকশন
কার্যপদ্ধতিএকক খেলোয়াড়

টিনটিন অন দ্য মুন চন্দ্রলোকে অভিযানচাঁদে টিনটিন কমিকসের আংশিক অবলম্বনে তৈরি একটি ভিডিও গেম। কমিকসদুটি বেলজীয় কার্টুনিস্ট হার্জের দুঃসাহসী টিনটিন সিরিজের অংশ। এটি টিনটিনকে নিয়ে নির্মিত প্রথম ভিডিও গেম।

ইতিহাস[সম্পাদনা]

ভিডিও গেমটি মূলত ইনফোগ্রামস তৈরি করছিল ১৯৮৭ সালে। পরবর্তীতে ১৯৮৯ সালে প্রোব এন্টারটেইনমেন্ট এটিকে এমএস-ডসের জন্যে রূপান্তরিত করে। গেমের কাহিনী চন্দ্রলোকে অভিযানচাঁদে টিনটিন কমিকসদুটিকে দুর্বলভাবে অনুসরণ করেছে। গেমারের কাজ হলো মহাকাশে ভাসমান গ্রহাণু থেকে বাঁচিয়ে এবং শত্রুদের মোকাবিলা করে মুন রকেটকে চাঁদে অবতরণ করানো।

টিনটিন অন দ্য মুন ছিল প্রথম পিসি গেম যেটাতে টিনটিনকে ব্যবহার করা হয়েছে।

বহিঃসংযোগ[সম্পাদনা]