সি/ও স্যার
সি/ও স্যার | |
---|---|
পরিচালক | কৌশিক গঙ্গোপাধ্যায় |
প্রযোজক | জসপ্রীত কৌড় |
শ্রেষ্ঠাংশে | শাশ্বত চট্টোপাধ্যায় ইন্দ্রনীল সেনগুপ্ত রাইমা সেন সব্যসাচী চক্রবর্তী সুদীপ্তা চক্রবর্তী কৌশিক গঙ্গোপাধ্যায় |
সুরকার | রাজা নারায়ণ দেব |
চিত্রগ্রাহক | সিরশা রায় |
সম্পাদক | বোধাদিত্য ব্যানার্জী |
প্রযোজনা কোম্পানি | কেআর মুভিজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
সি/ও স্যার হল একটি ২০১৩ সালের ভারতীয় বাংলা রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়[১] এবং জসপ্রীত কৌর দ্বারা প্রযোজিত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, রাইমা সেন ও সুদীপ্তা চক্রবর্তী। পরিচালক কৌশিক গাঙ্গুলি তার এই ছবিটি ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করেছেন।[২] ফিল্মটি একজন অন্ধ স্কুল শিক্ষকের জীবন এবং স্কুলটিকে বিক্রি হওয়া থেকে বাঁচাতে তার সংগ্রামের গল্প বলে।
কাহিনী
[সম্পাদনা]দার্জিলিঙের কোনো একটা স্কুলের শিক্ষক জয়ব্রত রায় (শাশ্বত চট্টোপাধ্যায়)। কোনো এক সময় তিনি তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। আর তখন তার চলার সাথী হয় তার শ্রবন শক্তি। আর এই সময় তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন নিজের স্কুলটি নিয়েও সঙ্কটের মুখোমুখি হতে হয়। এতো কিছু সত্ত্বেও যেন হার মানতে নারাজ জয়ব্রত। তারপরে জয়ব্রত ওনার সলিসিটার বন্ধু রণবীর মুখোপাধ্যায় (ইন্দ্রনীল সেনগুপ্ত) কে যোগাযোগ করে ও তার বাড়িকে যেনতেনভাবে রক্ষা করার আর্জি জানায়। রণবীর মুখোপাধ্যায় তৎক্ষণাৎ আসতে না পেরে দায়িত্ব সামলানোর কাজে তার সহকারী সুস্মিতা গুপ্তকে (রাইমা সেন) পাঠিয়ে দিলো। তার কিছু দিনের মধ্যেই জয়ব্রতর সহকর্মী মেঘনা হেডমাস্টারের নির্দেশে জয়ব্রতকে এড়াতে শুরু করেন। মিস্টার ঘোষের উন্নয়ন পরিকল্পনায় তখন রীতিমতো মরিয়া হেডমাস্টার। ফলে, গোটা স্কুল কর্তৃপক্ষ, উন্নয়ন ব্যবসায়ীরা এবং স্থানীয় স্বার্থচক্র এক দিকে, অন্য দিকে একা, অন্ধ ও অনড় জয়ব্রত।
অভিনয়
[সম্পাদনা]- সব্যসাচী চক্রবর্তী
- শাশ্বত চট্টোপাধ্যায় - জয়ব্রত রায়
- ইন্দ্রনীল সেনগুপ্ত
- রাইমা সেন - সুস্মিতা গুপ্ত
- সুদীপ্তা চক্রবর্তী[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "C/o Sir Movie Review"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৭।
- ↑ "জীবন ঘনিষ্ঠ কাহিনী নিয়ে "c/o স্যার""। ৯ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৩।
- ↑ "অপূর্ব বিনোদন C/O স্যার"। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে সি/ও স্যার (ইংরেজি)