ইউক্রেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন
উয়েফা | |
---|---|
প্রতিষ্ঠিত | ৬ মার্চ ১৯৯১[১] |
সদর দপ্তর | কিয়েভ, ইউক্রেন |
ফিফা অধিভুক্তি | ১৯৯২[১] |
উয়েফা অধিভুক্তি | ১৯৯২ |
সভাপতি | আন্দ্রি পাভেলকো |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | ffu |
ইউক্রেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইউক্রেনীয়: Українська асоціація футболу, ইংরেজি: Ukrainian Association of Football; এছাড়াও সংক্ষেপে ইউএএফ এবং এফএফইউ নামে পরিচিত) হচ্ছে ইউক্রেনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯১ সালের ৬ই মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৩২-১৯৯১-এর মধ্যে সোভিয়েত ইউনিয়নের ফুটবল ফেডারেশনের সাথে এর সরাসরি পূর্বসূরী হিসেবে ইউক্রেনীয় ফুটবল ফেডারেশন (ইউক্রেনীয় এসএসআর) বিদ্যমান ছিল। এটি প্রতিষ্ঠার ১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১ বছর পর ১৯৯২ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এছাড়াও আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলনের বিষয় হিসেবে এটির ইউক্রেনের জাতীয় অলিম্পিক কমিটির সদস্যপদ রয়েছে।[২] এই সংস্থার সদর দপ্তর ইউক্রেনের রাজধানী কিয়েভের হাউস অফ ফুটবলের অলিম্পিস্কি জাতীয় ক্রীড়া কমপ্লেক্সের কাছে অবস্থিত।
এই সংস্থাটি ইউক্রেনের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ইউক্রেনীয় প্রিমিয়ার লীগ, ইউক্রেনীয় নারী লীগ, ইউক্রেনীয় কাপ এবং ইউক্রেনীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও এটি সৈকত ফুটবল, মিনি-ফুটবল, রাস্তার ফুটবল এবং অন্যান্যগুলোর অনিয়মিত প্রতিযোগিতাসহ ফুটবলের সাথে সম্পর্কিত সমস্ত ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করে। পূর্বে ইউক্রেন সোভিয়েত ফেডারেশনের নিজস্ব চ্যাম্পিয়নশিপ, কাপ প্রতিযোগিতা, অপেশাদার দলগুলোর (শারীরিক সংস্কৃতির সংগ্রহকারী) মধ্যে প্রতিযোগিতা পরিচালনা করেছিল, এর পাশাপাশি নিজস্ব জাতীয় দল ছিল, যা সোভিয়েত প্রতিযোগিতায় যেমন: ইউএসএসআর-এর স্পার্টকিয়াদ অফ পিপলস হিসেবে বিশেষভাবে অংশ নিয়েছিল।বর্তমানে ইউক্রেনীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আন্দ্রি পাভেলকো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইয়ুরি জাপিসোতস্কি।
জাতীয় দল
[সম্পাদনা]- ইউক্রেন জাতীয় ফুটবল দল
- ইউক্রেন নারী জাতীয় ফুটবল দল
- ইউক্রেন জাতীয় অনূর্ধ্ব-২১ ফুটবল দল
- ইউক্রেন যুব নারী জাতীয় ফুটবল দল (অনূর্ধ্ব-১৯)
- ইউক্রেন শিক্ষার্থী ফুটবল দল
- অন্যান্য জাতীয় এবং কনিষ্ঠ ফুটবল দল
- জাতীয় দল প্রতিযোগিতা
- ভালেরি লবানভস্কি স্মারক টুর্নামেন্ট
- বানিকভ স্মারক টুর্নামেন্ট
- অন্যান্য
কর্মকর্তা
[সম্পাদনা]- ৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | আন্দ্রি পাভেলকো |
সহ-সভাপতি | ভাদিম কোস্তিওচেঙ্কো |
ওলেগ প্রোতাসভ | |
সাধারণ সম্পাদক | ইয়ুরি জাপিসোতস্কি |
কোষাধ্যক্ষ | এভহেনিয়া সাহাইদাক |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | ইয়ারেমা হরোদচুক |
প্রযুক্তিগত পরিচালক | ওলেগ প্রোতাসভ |
ফুটসাল সমন্বয়কারী | সের্গি ভ্লাদিকো |
জাতীয় দলের কোচ (পুরুষ) | আন্দ্রেই শেভচেঙ্কো |
জাতীয় দলের কোচ (নারী) | নাতালিয়া জিনচেঙ্কো |
রেফারি সমন্বয়কারী | লুসিয়ানো লুসি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৪ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০।
- ↑ National Olympic Federations (Subjects of the Olympic Movement ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ অক্টোবর ২০১৫ তারিখে. National Olympic Committee of Ukraine
আরও পড়ুন
[সম্পাদনা]- সংক্ষিপ্ত বিবরণ (রুশ)
- Andriyuk, K. Is everything in the today's FFU so ProZorro-transparent? (Чи все в нинішньому ФФУ так ProZorro?). Football 24. 22 June 2017 (ইউক্রেনীয়)
- Voronyuk, S. FFU: Greetings from the Otherworld (ФФУ: Привет из потустороннего мира). Futbolnyi klub (by Sport-Ekspress in Ukraine). 11 July 2014 (রুশ)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইউক্রেনীয়)
- ফিফা-এ ইউক্রেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- উয়েফা-এ ইউক্রেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)