আলাপ:ফুডপান্ডা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম পরিবর্তন[সম্পাদনা]

নিবন্ধটির নাম ইংরেজিতে foodpanda। তদ্রুপ বাংলাতেও একইরকম হওয়া দরকার। যেমন— ফুড পান্ডা এর পরিবর্তে ফুডপান্ডা।—ImranAvenger (আলাপ) ০৫:৪৮, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@ImranAvenger: গুগলে বাংলায় সার্চ দিয়ে দেখলাম Foodpanda কে বাংলায় ফুড পান্ডা হিসেবেই লেখা আছে। Foodpanda'র রেস্টুরেন্টসমূহেও ফুড পান্ডা হিসেবেই লেখা হয়ে থাকে। তবু আপনার অনুরোধে ফুডপান্ডা হিসেবে পুনর্নির্দেশ  করা হয়েছে - আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:২৭, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: অনুসন্ধানের ভিত্তিতে দুইটার প্রাধান্য একই। কিন্তু অফিসিয়াল নামের ক্ষেত্রে ফুডপান্ডাই ভালো ছিলো। তবে আপনি যেহেতু পুনর্নির্দেশ করে দিয়েছেন তাহলে আর কোনো সমস্যা নাই। ধন্যবাদ—ImranAvenger (আলাপ) ০৬:৩৯, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ImranAvenger: বাংলাদেশে সচরাচর যেটা ব্যবহার করা হয় সেই অনুযায়ী নিবন্ধের নাম দিয়েছিলাম। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে দিই, নিবন্ধের আলাপ পাতায় আলোচনা শুরু করলে {{আলাপ পাতা}} টেমপ্লেটটি অপসারণ করবেন না, যেটি আপনি এই পাতায় হয়তো ভুলবশত করে ফেলেছেন। আমি ঠিক করে দিয়েছি। ধন্যবাদ - আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:১১, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: দুঃখিত! অপসারণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।—ImranAvenger (আলাপ) ০৭:১৬, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ফুড পান্ডা নয়, "ফুডপান্ডা"-ই ব্যবহার করা হয়, এমনকি foodpanda'r বিজ্ঞাপনেও। প্রথম আলোর লিংকেও দেখে নিন। ~ নাহিয়ান আলাপ ১৮:০৭, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

শিরোনাম প্রস্তাবনা[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



এই প্রবন্ধটির শিরোনাম ফুডপান্ডা এর পরিবর্তে ফুডপ্যান্ডা হওয়া উচিত। কারণ, দাপ্তরিকভাবে ব্যবহৃত বানান। তাদের ওয়েবসাইটে এই বানানই কেবলমাত্র ব্যবহার হয়েছে

সরঞ্জাম

উৎস খুঁজুন: "ফুডপান্ডা" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র
উৎস খুঁজুন: "ফুডপ্যান্ডা" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র

~ খাত্তাব ( | | ) ১৪:৫০, ২৫ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী:খাত্তাব হাসান, আমার মন সায় দিচ্ছে না। ১. কাজের খাতিরে তারা কাউকে দিয়ে ওয়েবসাইটটি বাংলা করে নিয়েছে (যেটা আবার ওয়েবসাইটটির ডিফল্ট বা পূর্বনির্ধারিত ভাষাও না)। https://www.foodpanda.com.bd/bn/ ছাড়া তাদের আর কোনও কাগজপত্রে ফুডপ্যান্ডা লেখা পাইনি (কেননা দুঃখের বিষয় বাংলাদেশে বাকি সবার মত তারাও তাদের দাপ্তরিক সবকাজ ইংরেজিতে করে, খাবার অর্ডারের রশিদ থেকে সব)। ফলে তারা সর্বক্ষেত্রে ফুডপ্যান্ডা লিখে এটা বলতে পারছি না ২. বাংলাদেশের সিংহভাগ পত্রপত্রিকা ফুডপান্ডা লিখেছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৫, ২৫ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@খাত্তাব হাসান ফুডপান্ডা অধিক প্রচলিত। এই নামটিই বেশি উপর্যুক্ত মনে হচ্ছে। ~ নোমান (আলাপঅবদান) ১৫:১২, ২৫ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ফুডপান্ডা নামটিই অধিক প্রচলিত ও বহুল ব্যবহৃত। তাই স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখছি না। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১২:৫৯, ১৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।