আলাপ:পর্নোগ্রাফি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম পরিবর্তন[সম্পাদনা]

পর্নোগ্রাফি একটি ইংরেজি পরিভাষা। এটির বাংলা পরিভাষা বিদ্যমান। ঢাকা বাংলা একাডেমির ইংরেজি-বাংলা অভিধান অনুযায়ী পর্নোগ্রাফি হল "রচনা; ছবি ইত্যাদিতে অশ্লীল বিষয়ের অবতারণা" (এক ধরনের কাজ) এবং "ঐ জাতীয় রচনা, চিত্র ইত্যাদি; অশ্লীলবৃত্তি; অশ্লীলসামগ্রী।" (ঐ কাজের ফলাফল)। প্রসঙ্গক্রমে এখানে "অশ্লীল" বলতে যেকোনও সৃষ্টি মাধ্যমে অতিরিক্ত খোলামেলা (explicit) যৌন (sexual) বর্ণনা বা চিত্রণের ব্যবহারকে বোঝানো হয়েছে। এইসব বিবেচনা করে এবং বাংলা পরিভাষাকে অগ্রাধিকার দিয়ে আমি "অশ্লীল যৌনচিত্রণ" শিরোনামে স্থানান্তর করেছি। -- অর্ণব (আলাপ | অবদান) ০৮:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Zaheen আপনি এই কাজটি কীভাবে করলেন?? এই নিবন্ধটির সাথে কমপক্ষে ১০০ নিবন্ধ জড়িত আছে! সবগুলোর স্থানান্তর প্রয়োজন হতে পারে। এসব গুরুত্বপূর্ণ নিবন্ধে আপনার স্বেচ্ছাচারিতা মানতে পারছিনা। ইতিপূর্বেও আপনি অনেক নিবন্ধ আলোচনা ছাড়াই অপ্রচলিত শব্দে স্থানান্তর করেছেন, এখানে যেভাবে করেছেন।। এইজন্য আপনার এই কাজের প্রতি ঘোর আপত্তি। আপনার প্রতি অনুরোধ থাকবে নিবন্ধের নাম পূর্বাবস্থায় নিন, এবং আলোচনায় ঐক্যমত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৯:০২, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
Deloar Akram, আপনার আপত্তি প্রকাশের জন্য ধন্যবাদ। তবে আমার কাজ কোনও "স্বেচ্ছাচারী" দৃষ্টিভঙ্গি থেকে আসেনি। আমার কাজের এরকম নেতিবাচক চরিত্রায়নের সাথে আমি একমত নই। আমি খুব স্পষ্টভাবে উপরে যুক্তি দিয়েছি কেন বাংলা পরিভাষার শিরোনামে স্থানান্তর করেছি। উইকিপিডিয়া একটি বাংলা ভাষার বিশ্বকোষ, তাই কোনও ধারণার উপরে রচিত নিবন্ধের শিরোনামে অবশ্যই বাংলা ভাষাকে যথাসর্বোচ্চ সম্ভব অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট যেসব নিবন্ধ আছে (সেগুলির সংখ্যা যতগুলিই হোক না কেন), সেগুলি যদি স্থানান্তর করতে হয়, তাহলে সেগুলিও করা হবে, এবং দরকার হলে আমি-ই সেগুলি করব (বটের সাহায্য নিলে আরও সহজ হবে)। শিরোনাম স্থানান্তর নিয়ে আমাকে ব্যক্তিগত আক্রমণের দিকে না গিয়ে আপনার যদি শিরোনাম পরিবর্তন বিষয়ে কোনও নির্দিষ্ট ভাষাগত আপত্তি থাকে, তাহলে এই আলাপ পাতাতে বা আলোচনাসভায় উত্থাপন করুন।--অর্ণব (আলাপ | অবদান) ০৯:১২, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Zaheen আপনার প্রতি আমার স্পষ্ট দুটি অভিযোগ!
১। উইকিপিডিয়া:নিবন্ধের শিরোনাম আপনি শিরোনাম স্থানান্তরে নীতিমালা মানছেন না। নীতিমালা বলছে, প্রচলিত ও তথ্যসূত্রে প্রাপ্ত শিরোনাম দিতে হবে। আপনার শিরোনামটি বাংলা ভাষায় একটিবারও ব্যবহার হয়নি। দেখুন গুগল সার্চে। আপনার উপরের যুক্তি আপনার নিজস্ব অভিমত, উইকিপিডিয়ার নয়।
২। আপনি গুরুত্বপূর্ণ নিবন্ধের শিরোনামে আলোচনা করেননি। যা নীতিমালা অনুসারে করতে হবে। যা আপনি করেননি। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৯:২০, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
Deloar Akram, ১নং অভিযোগ সম্পর্কে বলি: আমি স্বীকার করে নিচ্ছি যে আমার দেওয়া শিরোনামটি হুবহু কোথাও ব্যবহার হয়নি। কিন্তু "অশ্লীল" এবং "যৌনচিত্রণ" (যৌনতার চিত্রণের সংক্ষিপ্ত) এই দুইটি শব্দ আলাদা আলাদাভাবে বাংলায় অনেক ব্যবহার করা হয়। অশ্লীল চলচ্চিত্র, অশ্লীল সাহিত্য, এগুলি বাংলা ভাষার রচনাতে বহুদিন ধরে বহুল প্রচলিত এবং এগুলি দিয়ে নিশ্চিতভাবেই পর্নোগ্রাফি জাতীয় রচনা, চিত্র, চলচ্চিত্র ও এ জাতীয় যেকোনও সৃষ্টিকর্মকে বোঝানো হয়। আপনি গুগল সার্চ দিলে অসংখ্য উদাহরণ পাবেন। সুতরাং আপনার এই অভিযোগ আমার কাছে গ্রহণযোগ্য নয়। যদি "অশ্লীল যৌনচিত্রণ" শব্দগুচ্ছটি পছন্দ না হয়, তাহলে শুধু "অশ্লীলবৃত্তি" (যেমন বাংলা একাডেমির অভিধানে আছে) রাখা যায়, তবে আমি কেন দ্বিতীয় অংশে "যৌনচিত্রণ" ব্যবহার করেছি, তার সুস্পষ্ট কারণ আছে। ফটোগ্রাফি যেমন আলোকচিত্রগ্রহণ বা আলোকচিত্রণ, ঠিক তেমনি পর্নোগ্রাফি-র বাংলা পরিভাষাতে "চিত্রণ" থাকলে ভালো হয়। তাছাড়া "যৌনতার চিত্রণ" শব্দগুচ্ছটি বাংলাতে ব্যবহার করা হয়ে থাকে। একারণেই পর্নোগ্রাফি-র বাংলা পরিভাষাতে সব মিলিয়ে "অশ্লীল যৌনচিত্রণ" রেখেছি। ২নং অভিযোগ সম্পর্কে বলি: গুরুত্বপূর্ণ নিবন্ধ বলেই আলোচনাটা আমিই স্থানান্তরের পরে এই পাতাতে শুরু করেছি। আমি এতটাই নিশ্চিত ছিলাম যে এ ব্যাপারে খুব বেশি আপত্তি থাকবে না, যে আমি সাহস করে স্থানান্তর করেছি। আলোচনা হতে পারে। আমার স্থানান্তর বাতিল হতে পারে বা রেখা দেওয়া হতে পারে। তবে আমার এ ব্যাপারে মূলনীতি বহু দিন ধরেই একই আছে। সর্বাধিক প্রচলিত বাংলা পরিভাষাকে অগ্রাধিকার দিতে হবে। ইংরেজি পরিভাষাকে নয়। পর্নোগ্রাফি কোনও বাংলা পরিভাষা নয়। --অর্ণব (আলাপ | অবদান) ০৯:৪০, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে একট ছোট উদাহরণ দেই। আপনি আপনার ব্যবহারকারী পাতায় লিখেছেন যে আপনি সাইকোলজি পছন্দ করেন। কেননা আপনি দৈনন্দিন জীবনে অহরহ সম্ভবত সাইকোলজি শব্দটা ব্যবহার করে থাকেন। কিন্তু বাংলা উইকিপিডিয়াতে শিরোনাম সাইকোলজি হবে না। হবে মনোবিজ্ঞান। বাংলা উইকিতে ফিজিক্স হবে না, হবে পদার্থবিজ্ঞান। ভার্সিটি হবে না, হবে বিশ্ববিদ্যালয়। বিবিএ হবে না, হবে ব্যবসায় প্রশাসনে স্নাতক। আমরা বাঙালিরা দৈনন্দিন জীবনে অহরহ অসংখ্য ইংরেজি শব্দ ব্যবহার করি, যেগুলি হয়ত লোকমুখে বহুল "প্রচলিত", কিন্তু বাংলা উইকিপিডিয়াতে বাংলা পরিভাষাকেই সর্বাধিক অগ্রাধিকার প্রদান করতে হবে। এখানে প্রচলন-অপ্রচলনের পাশাপাশি আরেকটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সম্পৃক্ত, তা হল বাংলা উইকিপিডিয়ার "বাংলাত্ব"। নইলে এটা আর বাংলা উইকিপিডিয়া থাকবে না। জগাখিচুড়ি বাংলিশ উইকিপিডিয়া হয়ে যাবে। আপনি উইকিপিডিয়াতে যোগদানের বহু আগে থেকেই এই অলিখিত ভাষিক মূলনীতি চলে আসছে। আমি এই মূলনীতির অন্যতম বড় সমর্থক। আশা করি আমি কোন দৃষ্টিভঙ্গি থেকে শিরোনামের পরিবর্তন সাধন করেছি, তা বোঝাতে পেরেছি।--অর্ণব (আলাপ | অবদান) ০৯:৫২, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Zaheen আপনার ব্যক্তিগত মতামতের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আলোচনা করলে খুশি হবো। আর এই নিবন্ধের উপযুক্ত শিরোনামের জন্য আলোচনার সভার দ্বারস্থ হয়েছে। ওখানে আপনার যুক্তি দিতে পারেন অল্প কথায়। এবং একটি আলোচনা সভায় একটি ব্যক্তি একবার সমর্থন বা বিরোধিতা করতে পারে। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৯:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
Deloar Akram, আমি ২০০৪ সাল থেকে এখানে আছি। দেড় যুগেরও বেশি সক্রিয় আছি। আমি এই উইকির প্রথম দিককার একজন ব্যবহারকারী ও প্রশাসক। উইকিপিডিয়ার আলোচনাসভা কীভাবে কাজ করে, তা আমার জানা আছে। --অর্ণব (আলাপ | অবদান) ১০:১৪, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Zaheen ভাই, ইতিপূর্বেও আপনি এই কথা অন্য ব্যবহারকারীদের বলেছেন। এটা আমার মোটেও পছন্দ হয়নি। উইকিপিডিয়া অভিজ্ঞতা দিয়ে চলেনা। নীতিমালা অনুসারে চলে। আপনার থেকেও প্রবীণ ও দায়িত্বপ্রাপ্ত ব্যবহারকারী নীতিমালা না মানার কারণে বাধাপ্রাপ্ত হয়েছেন। আপনি একজন প্রশাসক অথবা প্রশাসক নন, সেটা বিবেচ্য বিষয় না। আপনি দেড় যুগ না আড়াই যুগ ধরে আছেন, সেটাও বড় বিষয় না। নীতিমালা সবার জন্য সমান। উপরের কথা বলে অহংকার করার কিছুই নেই। Deloar Akram (আলাপঅবদানলগ) ১০:২২, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
Deloar Akram, উইকিপিডিয়া অভিজ্ঞতা দিয়ে চলে না মানে? আপনি যদি উইকিতে আমার অভিজ্ঞতাকে দাম না দেন, নীতিমালার কথা বলে আমাকে প্রচ্ছন্ন হুমকি প্রদান করেন, তাহলে ব্যাপারটা আমারও পছন্দ হবে না। আমি যদি বলি যে আপনি আমাকে বারবার উইকিপিডিয়ার নীতিমালার কথা বলে বলে অলিখিত "নীতিমালা বিশেষজ্ঞ" হিসেবে অহংকার দেখাচ্ছেন? আমি একজন দীর্ঘকালীন প্রশাসক ও অবদানকারী। নীতিমালা কীভাবে কাজ করে তা কি আমার জানা নেই? আমি নিজেই নীতিমালার পাতা অনুবাদ করেছি, আপনার এই উইকিতে যোগ দেবার অনেক অনেক আগে। আমি উইকিকে শূন্য থেকে গড়ে উঠতে দেখেছি। এটা তো দুই দিনের যোগীর ভাতকে অন্ন বলার মত হয়ে যায়। আমার মনে হয় এরকম উস্কানিমূলক কথাবার্তা না বলাই ভালো। --অর্ণব (আলাপ | অবদান) ১০:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
"আপনার থেকেও প্রবীণ ও দায়িত্বপ্রাপ্ত ব্যবহারকারী নীতিমালা না মানার কারণে বাধাপ্রাপ্ত হয়েছেন" এ ধরনের মনগড়া কথা বলে হুমকি প্রদান ও উস্কানিমূলক কথা বলার মানে কী? উইকিতে আমি এসেছি ২০০৪/৫ সালে। বর্তমান উইকিতে সক্রিয় ও আমার চেয়ে প্রবীণ ব্যবহারকারী এখানে কে আছে? আমার চেয়ে প্রবীণ ও দায়িত্বপ্রাপ্ত কোন ব্যবহারকারীকে বাধা দেওয়া হয়েছে? দয়া করে উদাহরণ দিন। আফতাবুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করছি। --অর্ণব (আলাপ | অবদান) ১০:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Zaheen দয়া করে en:Category:Banned Wikipedia users দয়া করে এখানে খুজুন। অনেক অনেক ব্যবহারকারীকে পেয়ে যাবেন। আর আপনাকে নীতিমালার কথা বললেই, আপনি আবেগী হয়ে ব্যক্তিগত আক্রমণের কথা বলেন। ইতিপূর্বেও দেখেছি। কি আর বলবো আপনাকে!! Deloar Akram (আলাপঅবদানলগ) ১১:১৬, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
Deloar Akram, আমি আপনার আক্রমণাত্মক আচরণের কোনও মাথামুণ্ডু বুঝতে পারছি না। আমি ইংরেজি উইকিপিডিয়ার বাধাদানকৃত ব্যবহারকারীর তালিকা দেখে কী করব? আমরা এখানে বাংলা উইকির কথা বলছি। আমার এখন মনে হচ্ছে আলোচ্য নিবন্ধের শিরোনাম নিয়ে কথা বলার কোনও আসল ইচ্ছা আপনার নেই। বরং এটাকে উছিলা বানিয়ে আমাকে উদ্দেশ্য করে ব্যক্তিগত আক্রমণ ও প্রচ্ছন্ন উস্কানিমূলক মন্তব্য রাখাই আপনার উদ্দেশ্য। নীতিমালার কথা বলাতে আমি মোটেও আবেগী হইনি। আমি আমার দিক থেকে স্পষ্ট, নৈর্ব্যক্তিক বক্তব্য দিয়েছি। আপনি নীতিমালার কথা বলেছেন, আমি সে ব্যাপারে আমার মন্তব্য দিয়েছি। উইকি আলোচনাসভাতেও মন্তব্য রেখেছি। আমাকে নিয়ে কোনও সমস্যা থাকলে ইনিয়ে বিনিয়ে ইঙ্গিতে না লিখে সরাসরি আলোচনাসভাতে উত্থাপন করুন। নইলে এ ধরনের উস্কানিমূলক কাজ থেকে বিরত থাকুন। আপনার বা কারও সাথে অনলাইন ঝগড়া করার জন্য আমি উইকিতে আসিনি। এ ব্যাপারে এটি আমার শেষ মন্তব্য।--অর্ণব (আলাপ | অবদান) ১১:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Zaheen আর আপনার নিকট আশা করবো, আপনি আমার ২ নং অভিযোগটি বিবেচনায় নিবেন। মানে আপনি যাই করবেন, সেটা সবার ঐক্যমত নিয়ে আলোচনা করে করবেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ নিবন্ধগুলোর ক্ষেত্রে তো অবশ্যই। Deloar Akram (আলাপঅবদানলগ) ১০:০০, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
Deloar Akram, বর্তমানে গুরুত্বপূর্ণ নিবন্ধগুলির শিরোনামে আর তেমন ইংরেজি পরিভাষা নেই। এটাই বাকি ছিল। যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আলোচনা করব। --অর্ণব (আলাপ | অবদান) ১০:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]