আলাপ:ডাইনোসর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভালো নিবন্ধ ডাইনোসর প্রাকৃতিক বিজ্ঞানবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
ডিসেম্বর ২৬, ২০১৫ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত
উইকিপ্রকল্প ডাইনোসর (মূল্যায়ন - মান ভানি, গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প ডাইনোসরের অংশ, যা উইকিপিডিয়ায় ডাইনোসর সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী ভানি-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 
উইকিপ্রকল্প জীবাশ্মবিজ্ঞান (মূল্যায়ন - মান ভানি, গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবাশ্মবিজ্ঞানের অংশ, যা উইকিপিডিয়ায় জীবাশ্মবিজ্ঞান সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী ভানি-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 
উইকিপ্রকল্প উভচর এবং সরীসৃপ (মূল্যায়ন - মান প্রভা, গুরুত্ব কম)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প উভচর এবং সরীসৃপের অংশ, যা উইকিপিডিয়ায় উভচর এবং সরীসৃপ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী প্রভা-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 কম  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী কম-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 
উইকিপ্রকল্প জীবন বৃক্ষ (মূল্যায়ন - মান প্রভা, গুরুত্ব কম)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবন বৃক্ষের অংশ, যা উইকিপিডিয়ায় জীবন বৃক্ষ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী প্রভা-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 কম  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী কম-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

অনুবাদ[সম্পাদনা]

ইংরেজি উইকিপিডিয়াতে ডাইনোসর নিন্ধটি নির্বাচিত হয় আছে। তাই সেটি পুরো অনুবাদ করতে পারলেই বাংলাউইকিতে সেটি নির্বাচিত করার প্রক্রিয়া শুরু করা যাবে। যারা এই নিবন্ধ অবদান রাখতে চান তারা দয়া করে অন্য কোন স্থান থেকে কিছু না লিখে ইংরেজি উইকি থেকে অনুবাদ করুন। আপনার পছন্দমত যেকোন অনুচ্ছেদ অনুবাদ করতে পারেন। আর আপনি যে পরিভাষা ব্যবহার করছেন তার তালিকা "ব্যবহৃত পরিভাষা" অনুচ্ছেদে যোগ করুন। পরিভাষা খুঁজে না পেলে ইংরেজিতে যা লেখা আছে হুবহু তাই রেখে দিন, ইংরেজি বর্ণমালায়। তাহলে অন্যরা করে দেয়ার সুযোগ পাবে। -- মুহাম্মদ ০৫:৩৭, ১১ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

ইংরেজি থেকে অনুবাদ করছি। গুরুত্বপূর্ণ শারীরস্থানিক বৈশিষ্ট্যের শেষ অনুচ্ছেদের আগের অনুচ্ছেদটার অনুবাদ আমার বিদ্যায় কুলালো না। কেউ আগ্রহী থাকলে পুরো করে দেবেন প্লিজ।---ব্যা করণ (আলাপ) ১৫:৪৫, ৬ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

''এই পর্যালোচনা আলাপ:ডাইনোসর/ভাল নিবন্ধ১থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্ক পর্যালোচনায় মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক[সম্পাদনা]

বোধিসত্ত্ব (আলাপ) ১৪:০৭, ২৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনা[সম্পাদনা]

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)

  1. সুলিখিত
    ক) গদ্য:
    খ) রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি:
    উত্তীর্ণ
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) তথ্যসূত্র:
    খ)নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে:
    গ) মৌলিক গবেষণা:
    উত্তীর্ণ
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) প্রধান বিষয়:
    খ) মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা:
    উত্তীর্ণ
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
    উত্তীর্ণ
  5. স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ বা পরিবর্তনশীল হচ্ছে কিনা:
    উত্তীর্ণ
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা:
    খ) ছবিতে ছবির উপযোগি বর্ণনা আছে কিনা:
    উত্তীর্ণ
  1. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:
    উত্তীর্ণ

প্রধান পাতার জন্য অনুচ্ছেদ[সম্পাদনা]

কার্নোটরাস ডাইনোসরের মাথা ও ঘাড়ের কঙ্কাল। এই গণের লম্বা কাঁটার মত এপিপোফাইসিস গুলি সহজেই চোখে পড়ে।
কার্নোটরাস ডাইনোসরের মাথা ও ঘাড়ের কঙ্কাল। এই গণের লম্বা কাঁটার মত এপিপোফাইসিস গুলি সহজেই চোখে পড়ে।

ডাইনোসর বলতে জনপ্রিয় ধারণায় একটি অধুনা অবলুপ্ত, সাধারণত বৃহদাকার মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীকে বোঝায়। এরা পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রাগৈতিহাসিক অধিবাসী এবং বৈজ্ঞানিকদের অনুমান এই প্রভাবশালী প্রাণীরা প্রায় ১৬ কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। পরবর্তীকালে বিবর্তিত দৈত্যাকার প্রাগৈতিহাসিক স্তন্যপায়ীও সরোপড জাতীয় ডাইনোসরদের পাশে আয়তনের বিচারে ছিল বামনতুল্য, আর কেবলমাত্র আধুনিক তিমিরা আয়তনে তাদের সাথে পাল্লা দিতে পারে বা তাদের থেকেও বড় হয়। ভূতাত্ত্বিক ক্রিটেশিয়াস যুগের শেষে প্রায় সাড়ে ৬ কোটি বছর পূর্বে একটি বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় ডাইনোসরদের প্রভাবকে পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত করে দেয়। তবে তাদের একটি শাখা আজও বহাল তবিয়তে টিকে আছে— শ্রেণীবিন্যাসবিদরা ধারণা করেন আধুনিক পাখিরা থেরোপড ডাইনোসরদের সরাসরি বংশধর।(বাকি অংশ পড়ুন...)

 করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:০২, ২৬ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]