বিষয়বস্তুতে চলুন

আলাপ:খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: 103.230.104.54 কর্তৃক ২ বছর পূর্বে "পূর্বাবস্থায় ফেরত" অনুচ্ছেদে

আমি কি এটিকে উইকিপিডিয়া নিবন্ধ হিসেবে প্রকাশ করতে পারি ??

[সম্পাদনা]

তিন দিনের মধ্যে জওয়াব আশা করছি । ইশতিয়াকআব্দুল্লাহ (আলাপ) ০৫:০৫, ১৪ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@ইশতিয়াকআব্দুল্লাহ: নিবন্ধটি পূর্বে এখানে আলোচনার মাধ্যমে অপসারণ হয়েছিল। বর্তমানে এখানে আলোচনা চলমান রয়েছে। আপনি সেখানে আপনার মন্তব্য জানাতে পারেন। মন্তব্য রাখার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, কে কত জ্ঞানী কিংবা কত ভাল মানুষ - এর ভিত্তিতে উইকিপিডিয়ায় নিবন্ধ রাখা হয়না। বরং উইকিপিডিয়া যেসব উৎসকে নির্ভরযোগ্য মনে করে সেসব উৎসে পর্যাপ্ত আলোচিত, সমালোচিত হলে নিবন্ধ রাখা হয়। — AKanik 💬 ০৫:৪৩, ১৪ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@ইশতিয়াকআব্দুল্লাহ:যদি মনে করেন নিবন্ধটিতে ব্যবহৃত তথ্যসূত্র তাঁর উল্লেখযোগ্যতা প্রমান করে তবে আমি আপনাকে অনুরোধ করব এই আলোচনাটিতে নিবন্ধটিকে  সমর্থন জানাতে। -- Abdur Rahman (আলাপ) ১৯:১৪, ১৫ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থাতেই কিভাবে ব্যবহারকারী উপপাতা থেকে সরাসরি প্রধান শিরোনামে স্থানান্তর করলেন?

[সম্পাদনা]

@Owais Al Qarni: আপনি নিশ্চয়ই অবগত আছেন যে খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর নিবন্ধটি একবার আলোচনার মাধ্যমে অপসারিত হয়েছিল। তবে এবার তাঁর সম্পর্কে যথেষ্ট নির্ভরযোগ্য তথ্যসূত্র দিয়ে উল্লেখযগ্যতা প্রমানে একজন প্রশাসকের নির্দেশনায় আমার ব্যবহারকারী উপপাতায় নিবন্ধটি তৈরি ও মানোন্নয়ন করা হয়েছিল। পর্যালোচনার জন্য এখানে আলোচনা বিদ্যমান। আপনি যদি চান তাহলে সেখানে নিবন্ধ পর্যালোচনায় সমর্থন জানাতে পারেন।

কিন্তু প্রথমত, এভাবে কোনো বার্তা ছাড়াই চলমান আলোচনাকে উপেক্ষা করে কিভাবে নিবন্ধটিকে সরাসরি প্রধান শিরোনামে স্থানন্তর করলেন? এটিকে তো ব্যবহারকারী উপপাতায় রাখা হয়েছিল। দ্বিতীয়ত, যেহেতু এখনো আলোচনা বিদ্যমান তাই নিবন্ধটিতে যদি পুর্বের আলোচনার রায় হিসেবে পুনরায় অপসারণ করা হয় সেটির দায় কে নিবে?

তৃতীয়ত, আপনি যে শিরোনামে স্থানন্তর করেছেন সেটি উইকি শিরোনাম শৈলীর সাথে বেমানান। ব্রাকেটে কারো পদবী শিরোনাম এর সাথে দেওয়া যায় না।

৩ টি জবাব আশা করছি আপনার থেকে।

অন্যথায় আমি ব্যবহারকারী উপপাতা থেকে নিবন্ধটিকে স্থানান্তর সম্পাদনাটি বাতিল করতে বাধ্য হব। -- Abdur Rahman (আলাপ) ১৯:০৪, ১৫ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৯:১৯, ১৫ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কিভাবে নিবন্ধকে সমর্থন দেয়া যায় ?

[সম্পাদনা]

এখানে উল্লেখিত তথ্যসূত্র সমূহ বিশ্বস্ত বলে মনে হলে সমর্থন দেয়ার উপায় কি ?? ইশতিয়াকআব্দুল্লাহ (আলাপ) ০২:১২, ১৬ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@ইশতিয়াকআব্দুল্লাহ: দয়া করে এই আলোচনাটিতে যেয়ে উত্তর দিন এ ক্লিক করে দুটি দ্বিতীয় বন্ধনীসহ সমর্থন অর্থাৎ {{সমর্থন}} লিখে নিবন্ধ গৃহীত হবার পক্ষে আপনার মতামত দিতে পারেন। -- Abdur Rahman (আলাপ) ০৫:৩৬, ১৬ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সমর্থন

[সম্পাদনা]

 সমর্থন ইশতিয়াকআব্দুল্লাহ (আলাপ) ০৮:২৯, ১৮ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অতিরিক্ত ও স্বপ্রকাশিত উদ্ধৃতি

[সম্পাদনা]

নিবন্ধের মানোন্নয়ন করতে যারা প্রচুর সময় দিয়েছেন তাদের ধন্যবাদ। নিবন্ধটিতে উদ্ধৃতির অতিরক্ত (যা অপ্রয়োজনীয়) ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে। অতিরিক্ত উদ্ধৃতি নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণ তো করেই না বরং সৌন্দর্য নষ্ট করে। একটি ঘটনা/তথ্যের ক্ষেত্রে শুধুমাত্র একটি নির্ভরযোগ্য উৎসই আমার কাছে যথেষ্ট মনে হয়। সম্ভব হলে আলাদা আলাদা শব্দে উদ্ধৃতি না দিয়ে লাইনের শেষে দেয়া যায়। সামাজিক কর্মকাণ্ড অনুচ্ছেদের আস-সুন্নাহ ট্রাস্ট উপ-অনুচ্ছেদ পুরোটাই শুধু স্বপ্রকাশিত উৎসের উপর নির্ভরশীল। একই কারণে অনুচ্ছেদটি নিরপেক্ষতা হারিয়েছে। এটা সংশোধন করা প্রয়োজন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২১:১৫, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজিতে অনুবাদের অনুরোধ

[সম্পাদনা]

লেখকের দুটি বই বিশ্ববিদ্যালয় পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত হওয়ায় উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার মাপকাঠিতে এখন তিনি উত্তীর্ণ। তাই @Owais Al Qarni, Prodipto Deloar, এবং MS Sakib: কে নিবন্ধটি ইংরেজিতে অনুবাদের অনুরোধ করছি। 103.230.107.36 (আলাপ) ০১:১৪, ২২ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমার ধারণা আপনি সম্ভবত শরীফ বলছেন, সেক্ষেত্রে আপনার এই জাতীয় অনুরোধ না করা উচিত ও অন্যদের আপনার অনুরোধের ভিত্তিতে কাজ না করা উচিত। অন্যরা যদি আপনার কথামত কাজ করে দেয়, তবে আপনাকে বাধা দিয়ে কী লাভ হল! এছাড়া মনে রাখতে হবে এই নিবন্ধটি ইংরেজি উইকিতে নিবন্ধ অপসারণ আলোচনার মধ্য দিয়ে অপসারণ হয়েছে (যেমনভাবে বাংলা উইকিতে একাধিকবার হয়েছে ও পরে অপসারণ পর্যালোচনার মাধ্যমে পুনরুদ্ধার করা হয়)। একই সাথে, অন্য কোন উইকির বিষয় নিয়ে এখানে আলোচনা করা মনে হয় না শোভা পায়। আপনার উচিত, এখানে কেবল বাংলা উইকির বিষয় নিয়ে আলোচনা করা। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩১, ২২ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমি নিশ্চয়ই উইকিপিডিয়া, দেশ, জাতি, মানবতা বা যে কোন সংশ্লিষ্ট বিষয়ে নেতিবাচক উষ্কানিমূলক কোন অনুরোধ করিনি। আমাকে মেরাজ ভাই একবার ইন্তেখাব ভাইয়ের একটি কথার প্রতিক্রিয়ায় ফোনে বলেছিল, বাংলা উইকিপিডিয়ার নীতিমালা আর ইংরেজি উইকিপিডিয়ার নীতিমালা তথা সামগ্রিক উইকিপিডিয়ার নীতিমালায় কোন পার্থক্য করা উচিৎ না, তার সে উক্তি যদি সঠিক হয় তাহলে সে ভিত্তিতে বলা যায়, বাংলা উইকিপিডিয়াতেও অন্য ভাষার উইকিপিডিয়ার আলোচনা করা যেতে পারে। প্রশাসনিক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সমান সমান হওয়া উচিৎ। 103.230.107.36 (আলাপ) ০১:৩৪, ২২ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"বাংলা উইকিপিডিয়াতেও অন্য ভাষার উইকিপিডিয়ার আলোচনা করা যেতে পারে।" একদম না, আমি জানি না আপনি এটা কোথায় পেয়েছেন। আমরা নিবন্ধ লেখার জন্য ইংরেজি উইকির সাহায্য নেই, তার মানে এই নয় যে সেখানের (কেবল ইংরেজি উইকি না, যে কোন উইকি) বিষয় নিয়ে বাংলা উইকিপিডিয়ায় আলোচনা করা যাবে বা উচিত। বাংলা উইকির নিবন্ধের আলাপ পাতার আলোচনা বাংলা উইকির নিবন্ধের উন্নতি নিয়ে হওয়া উচিত। আর আপনি যে অনুরোধ করেছেন, একে বলে "প্রক্সি সম্পাদনা"। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৮, ২২ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

পূর্বাবস্থায় ফেরত

[সম্পাদনা]

@আফতাবুজ্জামান:, এ সম্পাদনার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। 103.230.104.54 (আলাপ) ১৬:৫৫, ২২ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সঠিক জন্ম তারিখ নির্ধারণের জন্য প্রাথমিক উৎস তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যাবে না -তা আপনাকে কে বলেছে? দয়া করে সম্পাদনা যুদ্ধ চালাবেন না। আফতাব ভাই, নিবন্ধটিতে পর্যালোচনা সুরক্ষা স্বয়ংপরীক্ষিত সুরক্ষা দেয়ার অনুরোধ করছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:১৫, ২২ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আইপি থেকে সুরক্ষিত করাও যেতে পারে। —শাকিল (আলাপ · অবদান) ১৮:২২, ২২ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
WP:PRIMARY 103.230.104.54 (আলাপ) ০০:১০, ২৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন