আলাপ:অ্যাভ্‌রিল লাভিন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তথ্যসূত্র উদ্ধৃতিদানশৈলী![সম্পাদনা]

হ্যালো মুসা, নিবন্ধটি ইংরেজি থেকে অনুবাদ চলছে। সেখানে যে ধরনের তথ্যসূত্র উদ্ধৃতিদানশৈলী ব্যবহৃত হয়েছে তাতে বাংলায় নিবন্ধটি সম্পূর্ণ হলেই তথ্যসূত্র উদ্ধৃতিদানশৈলী সঠিকভাবে প্রদর্শিত হবে। আমি কাজ চালিয়ে যাচ্ছি। চাইলে ট্যাগ বাতিল করা যেতে পারে। ধন্যবাদ --মহীন রীয়াদ (আলাপ) ০৬:৫৫, ১৭ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

মহীন রীয়াদ ভাই এভ্‌রিল লেভিগ্‌নি নিবন্ধটিতে আপনার সর্বশেষ সম্পাদনার শেষে (সম্পূর্ণ) কথাটি উল্লেখ করেছেন। আর আমি নিবন্ধটিতে প্রবেশ করে দেখলাম যে প্রায় ১৯টার মত তথ্যসূত্র উদ্ধৃতিদানশৈলী ঠিক নেই। আর এজন্য জাস্ট আপনার সদয় অবগতির জন্য তাৎক্ষনিকভাবে ট্যাগ লাগালাম যাতে নিবন্ধটিকে এই মুহুর্তে সমাধান করে ফেলেন। আশা করছি যে ভূল বোঝেননি, বরং আপনার নিবন্ধটি আরও সুন্দর হবার তাগিদেই আমি ট্যাগটি লাগিয়েছি। ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায়।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৭:১০, ১৭ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

পরিবর্তন[সম্পাদনা]

বানান পরিবর্তন করা হলো -লেভিগ্‌নি> লাভিন--লেভিগ্‌নির > লাভিনের

এই বানান ফোনেটিক সিম্বল কে সমর্থন করেHatorininja (আলাপ) ১৪:৪০, ১৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

রিডাইরেক্ট[সম্পাদনা]

পুর্‌বের পাতা থেকে এভ্‌রিল লাভিন পাতায় সরানো হয়েছে