বিষয়বস্তুতে চলুন

আর৭৪৮ (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আঞ্চলিক সড়ক ৭৪৮ shield}}
আঞ্চলিক সড়ক ৭৪৮
চুয়াডাঙ্গা-যশোর সড়ক
চুয়াডাঙ্গা-দর্শনা সড়ক
দর্শনা-জীবননগর সড়ক‌
কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়ক
মানচিত্র
পথের তথ্য
দৈর্ঘ্য৬৫.৮৮২ কিমি[১] (৪০.৯৩৭ মা)
প্রধান সংযোগস্থল
চুয়াডাঙ্গা প্রান্ত: (শহীদ হাসান চত্বর)
কালীগঞ্জ প্রান্ত: (মেইন বাসস্ট্যান্ড)
চুয়াডাঙ্গা জেলার মধ্যে
দৈর্ঘ্য৩৭.০৬০ কিমি[১] (২৩.০২৮ মা)
ঝিনাইদহ জেলার মধ্যে
দৈর্ঘ্য২৮.৮২২ কিমি[১] (১৭.৯০৯ মা)
অবস্থান
প্রধান শহর
মহাসড়ক ব্যবস্থা
আর৭৪৫ এন৭

চুয়াডাঙ্গা-যশোর সড়ক বা আর৭৪৮ (বাংলাদেশ) বাংলাদেশের একটি আঞ্চলিক মহাসড়ক। এই সড়কটি চুয়াডাঙ্গার সাথে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা, দর্শনা থানাজীবননগর উপজেলা এবং ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরকালীগঞ্জ উপজেলার সংযোগ ঘটিয়েছে। এই‌সড়কটি বিভিন্ন স্থানে চুয়াডাঙ্গা-দর্শনা সড়ক বা দর্শনা-জীবননগর সড়ক‌ বা কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়ক নামে পরিচিত।

প্রধান জংশনের তালিকা

[সম্পাদনা]
অবস্থান জংশনের নাম সংযুক্ত সড়ক
চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর আর৭৪৫ (বাংলাদেশ)
দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড আর৭৪৯ (বাংলাদেশ)
জীবননগর জীবননগর বাস স্ট্যান্ড আর৭৪৩ (বাংলাদেশ)
কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড এন৭ (বাংলাদেশ)

সংযুক্ত গুরুত্বপূর্ণ এলাকা

[সম্পাদনা]

আর৭৪৮ আঞ্চলিক মহাসড়ক যাত্রাপথে অনেকগুলো গুরুত্বপূর্ণ এলাকাকে যুক্ত করেছে। এগুলো হলো -

জেলা উপজেলা সংযুক্ত এলাকা
চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা
দামুড়হুদা দামুড়হুদা
জয়রামপুর
ডুগডুগি বাজার
দর্শনা
জীবননগর উথুলি
জীবননগর
হাসাদাহ
ঝিনাইদহ কোটচাঁদপুর খলিশপুর
কোটচাঁদপুর
কালীগঞ্জ কালীগঞ্জ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "RHD Total Road List_22-07-2020.pdf" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১১