আবুল খায়ের (রসায়নবিদ)
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। (এপ্রিল ২০২২) |
অধ্যাপক ড. আবুল খায়ের | |
---|---|
প্রথম উপাচার্য | |
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ২০০৫ – ২০০৮ | |
পূর্বসূরী | অফিস সৃষ্ট |
উত্তরসূরী | সঞ্জয় কুমার অধিকারী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪৪ (বয়স ৮০–৮১) ভীমপুর, চাটখিল, নোয়াখালী, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
আবুল খায়ের (জন্ম: ১৯৪৪) একজন বাংলাদেশী রসায়নবিদ ও শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম উপাচার্য।[১]
জন্ম
[সম্পাদনা]তিনি ১৯৪৪ সালে নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী মোবারক উল্লাহ এবং মা আম্বিয়া খাতুন।[২]
শিক্ষাজীবন
[সম্পাদনা]আবুল খায়ের ১৯৫৯ সালে মাধ্যমিক ও ১৯৬২ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]খায়ের ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এরই ধারাবাহিকতায় তিনি ১৯৮৭ সালে অধ্যাপক হন। বিদেশী বিশ্ববিদ্যালয়েও তিনি অধ্যাপনা করেছেন।[২]
আবুল খায়ের ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৩]
প্রকাশনা
[সম্পাদনা]দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে[স্পষ্টকরণ প্রয়োজন] তার ৪০টির অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর পিএইচডিতে থিসিস হিসেবে ছিল নাইট্রিক অক্সাইড ও কার্বন মনো-অক্সাইড-এর মত বায়ু দুষণকারী গ্যাসকে রাসায়নিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ। এছাড়াও তিনি আর্সেনিকের ওপরও গবেষণা করছেন[ভাল উৎস প্রয়োজন]।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "৭ বছরে নোবিপ্রবি"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২২ জুন ২০১২। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২২।
- ↑ ক খ গ ঘ ঙ "দেশের আধুনিক বিদ্যাপীঠ হবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়"। লক্ষ্মীপুর বার্তা। ২৭ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২২।
- ↑ "Three more VCs removed" [আরও তিনজন উপাচার্য অপসারিত]। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ২০ মে ২০০৮। ১৫ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২২।