বিষয়বস্তুতে চলুন

সঞ্জয় কুমার অধিকারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
সঞ্জয় কুমার অধিকারী
দ্বিতীয় উপাচার্য
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২০০৮ – ২০১০
পূর্বসূরীআবুল খায়ের
উত্তরসূরীএ কে এম সাঈদুল হক চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্মবাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

সঞ্জয় কুমার অধিকারী একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কৃষি প্রযুক্তি ডিসিপ্লিনের অধ্যাপক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় উপাচার্য।[]

শিক্ষা

[সম্পাদনা]

তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধীনে স্নাতক এবং ১৯৮২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ রোগতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০০০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ রোগতত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

সঞ্জয় কুমার অধিকারী ১৯৮১ সালে পটুয়াখালী কৃষি কলেজে (বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজেও (বর্তমানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) শিক্ষকতা করেছেন। ২০০১ সালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধীনে কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের একজন বিশেষজ্ঞ এবং প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৯ সালে তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হন।

সঞ্জয় কুমার অধিকারী ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[][][]

প্রকাশনা

[সম্পাদনা]

দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রায় অর্ধশত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "৭ বছরে নোবিপ্রবি"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২২ জুন ২০১২। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২২ 
  2. "Dr. Sanjoy Kumar Adhikary" [ড. সঞ্জয় কুমার অধিকারী]। খুলনা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ১৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২২ 
  3. "ড. সঞ্জয় কুমার অধিকারীর জীবনবৃত্তান্ত" (পিডিএফ)বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২২ 
  4. "বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ"বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২২