আদ্রিয়ান গ্রিফিথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আদ্রিয়ান গ্রিফিথ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআদ্রিয়ান ফ্রাঙ্ক গর্ডন গ্রিফিথ
জন্ম (1971-11-19) ১৯ নভেম্বর ১৯৭১ (বয়স ৫২)
হোল্ডার্স হিল, সেন্ট জোন্স, বার্বাডোস
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম পেস
ভূমিকাব্যাটসম্যান, আম্পায়ার, রেফারি, প্রশাসক
সম্পর্কআরজে গ্রিফিথ (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২১৩)
২৫ জানুয়ারি ১৯৯৭ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট৩১ আগস্ট ২০০০ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ৮০)
৮ ডিসেম্বর ১৯৯৬ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই৬ জুলাই ২০০০ বনাম জিম্বাবুয়ে
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯২ - ২০০২বার্বাডোস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৪ ৭৯ ৬৩
রানের সংখ্যা ৬৩৮ ৯৯ ৪,০৪৪ ১,২৮৩
ব্যাটিং গড় ২৪.৫৩ ১৪.১৪ ২৯.৯৫ ২১.৭৪
১০০/৫০ ১/৪ ০/০ ৭/২০ ০/৬
সর্বোচ্চ রান ১১৪ ৪৭ ১৮৬ ৬৬
বল করেছে ৩৬
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ০/৭
ক্যাচ/স্ট্যাম্পিং ৫/– ৫/– ৫৯/– ২৪/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২১ জুন ২০২০

আদ্রিয়ান ফ্রাঙ্ক গর্ডন গ্রিফিথ (ইংরেজি: Adrian Griffith; জন্ম: ১৯ নভেম্বর, ১৯৭১) সেন্ট জোন্সের হোল্ডার্স হিল এলাকায় জন্মগ্রহণকারী আম্পায়ার, রেফারি, প্রশাসক ও সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে ২০০০-এর দশকের সূচনাকাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১]

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম পেস বোলিং করতে পারতেন আদ্রিয়ান গ্রিফিথ

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

১৯৯২-৯৩ মৌসুম থেকে ২০০০-০১ মৌসুম পর্যন্ত আদ্রিয়ান গ্রিফিথের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ১৯৯৩ সালে ব্রিজটাউনে গায়ানার বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে আদ্রিয়ান গ্রিফিথের। দীর্ঘদেহী বামহাতি ব্যাটসম্যান ছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে চৌদ্দটি টেস্ট ও নয়টিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন আদ্রিয়ান গ্রিফিথ। ২৫ জানুয়ারি, ১৯৯৭ তারিখে অ্যাডিলেডে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৩১ আগস্ট, ২০০০ তারিখে ওভালে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

ছিপছিপে গড়নের বামহাতি ব্যাটসম্যান আদ্রিয়ান গ্রিফিথ তরুণ জিমি অ্যাডামসের ন্যায় বিশ্বাসী ভঙ্গীমায় খেললেও প্রায় একত্রেই চলে যান। ১৯৯৯-২০০০ মৌসুমে হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত একমাত্র শতরানের ইনিংস খেলেন। ১১৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তন্মধ্যে, শেরউইন ক্যাম্পবেলের সাথে উদ্বোধনী জুটিতে ২৭৬ রান সংগ্রহ করেছিলেন। তাসত্ত্বেও সফরকারী দল পরাজয়ের মুখোমুখি হয়। টেস্টের প্রত্যেক দিনেই ব্যাটিং করেছেন। এরফলে, টেস্ট ক্রিকেটের ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এ কীর্তিগাঁথার সাথে যুক্ত হন।

অবসর[সম্পাদনা]

এরপর থেকে পরবর্তী দশ টেস্টে ২২-এর কম গড়ে রান তুলতে সমর্থ হন। ২০০০ সালে ইংল্যান্ড গমনের পর তাকে আর দলে রাখা হয়নি। অক্টোবর, ২০০৯ সালে আঞ্চলিক পর্যায়ে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে মনোনীত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Adrian Griffith"। www.cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০১২-০৪-২৩ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]