আতিফ রউফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আতিফ রউফ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআতিফ রউফ
জন্ম (1964-03-03) ৩ মার্চ ১৯৬৪ (বয়স ৬০)
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্করমিজ রাজা (চাচাতো ভাই)
ওয়াসিম রাজা (চাচাতো ভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১৩১)
২৪ ফেব্রুয়ারি ১৯৯৪ বনাম নিউজিল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১৪২
রানের সংখ্যা ২৫ ৭৮৮৫
ব্যাটিং গড় ১২.৫০ ৩৯.৮২
১০০/৫০ -/- ১৭/৪৩
সর্বোচ্চ রান ১৬ ২০০
বল করেছে - ৩১৫
উইকেট -
বোলিং গড় - ১৪৫.০০
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - ১/২৯
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ৭৩/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৪ জানুয়ারি ২০২১

আতিফ রউফ (উর্দু: عاطف رؤف‎‎; জন্ম: ৩ মার্চ, ১৯৬৪) পাঞ্জাবের লাহোর এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়কালে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে ইসলামাবাদ, লাহোর পাকিস্তান এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংক দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, মাঝে-মধ্যে ডানহাতে অফ ব্রেক বোলিংয়ে পারদর্শিতা দেখিয়েছেন তিনি।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

১৯৮০-৮১ মৌসুম থেকে ২০০১-০২ মৌসুম পর্যন্ত আতিফ রউফের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন আতিফ রউফ। ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ তারিখে ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি। তাকে কোন ওডিআইয়ে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।

১৯৯৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে অংশ নিয়ে ১৬ ও ৯ রান সংগ্রহ করতে পেরেছিলেন।[১] পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম রাজারমিজ রাজা সম্পর্কে তার চাচাতো ভাই। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Player Profile: Atif Rauf"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০১১-০২-২৭ 
  2. "Cricketing Dynasties: The Twenty Two Families of Pakistan Test Cricket – Part 4 | Sports | thenews.com.pk"www.thenews.com.pk 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]