অভিনব ভারত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অভিনব ভারত একটি হিন্দু জাতীয়তাবাদী জঙ্গি সংগঠন।[১] এটি ভারতের মহারাষ্ট্র রাজ্য-কেন্দ্রিক। ২৯শে সেপ্টেম্বরে পশ্চিম ভারতের মালেগাঁওতে বোমাহামলার জন্য এই দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

ভারত স্বাধীন হওয়ার পূর্বেই বিনায়ক দামোদর সাভারকর এই দল গঠন করেন। পরবর্তীতে সাভারকরের নাতনি এবং গান্ধীবধ করা নাথুরাম গডসের একজন আত্মীয় এই দলের পুনর্জন্ম দেন।[২]

দলটি ভারতের অভ্যন্তরে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করার ডাক দিয়েছে বলে কংগ্রেসের রাজনীতিকেরা অভিযোগ করেছেন।[৩]

সংঘ পরিবারের অন্যান্য দলের সাথে সম্পর্ক[সম্পাদনা]

সংঘ পরিবার এর অন্যান্য দলগুলো অভিনব ভারতের সাথে নিজেদের কোনো সম্পর্ক অস্বীকার করেছে। তাদের দাবী, অভিনব ভারতের মতো সন্ত্রাসী দলগুলো হিন্দু জাতীয়তাবাদের খুবই অণুল্লেখ্য অংশ।[৪] বিশ্ব হিন্দু পরিষদের প্রধান নেতা প্রবীণ তোগাদিয়া আশঙ্কা প্রকাশ করেন, অভিনব ভারত দিনে দিনে বিশ্ব হিন্দু পরিষদের জঙ্গী সদস্যদের আকৃষ্ট করে দল থেকে নিয়ে যাচ্ছে।[৫] বিশ্ব হিন্দু পরিষদের সাবেক সদস্য এবং বর্তমানে অভিনব ভারতের কর্মীদের মধ্যে আছে মধ্য প্রদেশের নেতা সমীর কুলকার্নি।[৬] হিন্দুত্ববাদের জন্য কাজ করছেনা, এই অভিযোগ অভিনব ভারতের সদস্যরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রবীণ নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ রয়েছে।[৭]

কর্মকান্ড ও গ্রেপ্তার[সম্পাদনা]

মালেগাঁও এর বোমা হামলার তদন্ত শেষে অভিনব ভারতের বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করা হয়। এই দলটি ভারতের আরো কিছু সন্ত্রাসী হামলার সাথে জড়িত বলে অভিযোগ করা হয়।[৮] বেশ কয়েকজন বর্তমান ও প্রাক্তন সেনা কর্মকর্তা এই দলের জঙ্গীবাদে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন বলে ধারণা করা হয়।[৬] তবে স্বপন দাশগুপ্তের মতে দলটির কাজকর্ম কাল্পনিক মাত্র ("letterhead or part of a fantasy world")[৯]

তদন্তের এক পর্যায়ে দলটির ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়।[১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Abhinav Bharat, the Malegaon Blast and Hindu Nationalism: Resisting and Emulating Islamist Terrorism" (ইংরেজি ভাষায়)। ২০১০-০৯-০৪। ২০২৩-০৫-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৭ 
  2. Hindu group Abhinav Bharat under scanner[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] NDTV - November 7, 2008
  3. [১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. Sangh distances itself from Malegaon episode Times of India - November 8, 2008
  5. Togadia alarmed by Lt-Col's rise? Times of India - November 7, 2008
  6. Abhinav Bharat was ‘hijacked’ by hardliners: probe[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Indian Express - November 2, 2008
  7. Hindu terror targets RSS[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Hindustan Times - November 21, 2008
  8. [২]
  9. Malegaon to Mangalore Indian Express - January 28, 2009
  10. Abhinav Bharat’s site shut ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ ডিসেম্বর ২০০৮ তারিখে Indian Express - October 28, 2008