ব্যবহারকারী আলাপ:Bhaskar Roy123

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম!![সম্পাদনা]

ভাস্কর রায়,

উইকিপিডিয়ায় হাঙর নিয়ে ইদানীং আপনার অবদানগুলো দেখে খুব ভাল লাগছে। আপনি চেষ্টা করছেন অনেক তথ্য দেওয়ার, সেটা অবশ্যই প্রশংসনীয়। তবে তথ্যের হারে আপনার তথ্যসূত্রের পরিমানটা কিন্তু খুব কম হয়ে যাচ্ছে। তথ্যসূত্র দেওয়াটা কিন্তু খুব কঠিন কাজ নয়। দরকার হলে আমাদের কীভাবে নিবন্ধে তথ্যসূত্র যোগ করবেন পেইজটা ঘুরে আসতে পারেন। আর বানানের ব্যাপারে আর একটু মনোযোগ দাবি করছি। বাংলায় লেখাটা ইংরেজিতে লেখার তুলনায় একটু কঠিন। আপনার লেখার পরিমান যে খুব বড় হতে হবে তা নয়, লেখা কতটুকু শুদ্ধ হল, লেখা সঠিক কিনা সেটাই মূল বিষয়। আর এসব সূক্ষ্ম সমস্যা ঠিক করাটাও যথেষ্ট ঝক্কির কাজ। আমরা নিজেরাই এসব ছোটখাটো সমস্যা ঠিক করে নিলে আর অন্যদের ওপর চাপ পড়ে না। যাই হোক, সুন্দর হোক আপনার পরবর্তী নিবন্ধগুলো (এখনকারগুলোও কিন্তু সুন্দর) :D। ধন্যবাদ।-----খালেদ (আলাপ) ০৭:৩৮, ২১ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

জনাব খালেদ ধন্যবাদ আমাকে উৎসাহো ও ভুল গুলি ধোরিয়ে দেওয়ার জন্য, আসোনে নিজেথেকে কে ভুলকোরতে চায় বোলুন | আরার কাছে বাংলালেখা কোনো software নেই | মাউস দিয়েলিখি ,বড়ো বানান ওনুবাদ কোরে লিখতে হয় এভাবে বানান ঠিক করাও খুব কোঠিন | বুজতেই পারছেন বাংলালেখা আমার জন্য কতোটা কোঠিন | একটা হাঙর নিয়ে লিখতে বোসলে দুই থেকে তিন দিন নিরলশ ভাবে লেগে থাকতে হয় | তার পর শেষকোরে সাজাতে কারইবা মোন চায়? তাই না চাইতেও আপনাদের উপোর ছেড়ে দিতে হয় | কথা দিলাম Requiem Shark নিয়ে লেখা শেষ কোরেই আমি সাজানোর দিকে মোন দেবো, আর মনেহয় তিন-চারটে বাকি আছে | তথ্যসূত্রের বিষয়টা বুজতেপারিনি তবে এখোন থেকে তথ্যসূত্রের পরিমানটা বাড়িয়ে দেবো | শেষ কথা এইটা আপনি পাসে না থাকলে এই কাজটি করা আমার জন্য ভয়ানোক কোঠিন হবে | আর পাসে থাকার জন্য ধন্যবাদ-----ভাস্কর রায় (আলাপ)

এত কষ্ট করে উইকিতে লিখছেন? ধন্যি তোমার (পড়ুন আপনার) অধ্যবসায়! একটা ফ্রি সফটওয়্যারের লিংক দিচ্ছি, দেখুন। এটায় মাউস দিয়ে লেখা যায়, আবার টাইপ করতেও সুবিধা। আশা করি কাজে লাগবে। লিংক: Avro Keyboard------খালেদ (আলাপ) ১২:১৩, ২১ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

অভিনন্দন বার্তা[সম্পাদনা]

ভাস্কর,

শুভেচ্ছা জানবেন। আপনার প্রণীত ৫টি হাঙ্গর বিষয়ক লেখনীর একটি শর্টফিন মকো শার্ক দেখলাম; যা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। ইতিমধ্যে খালেদ সাহেব কিছু পরামর্শ দিয়েছেন যা যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য। মূলতঃ বানানগত কারণে ঐ নিবন্ধে বেশ খানিকটা পরিবর্তন করতে হলো এবং ৫টি (?) প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যা বানান/অর্থগত দিক দিয়ে বুঝতে পারিনি। যদি ইংরেজি'র সঠিক অর্থ খুঁজে না পান তাহলে ঐ বাক্য(গুলো) মুছে ফেলতে পারেন। নিবন্ধের ইতিহাস অংশে গিয়ে একটু যদি পরিবর্তনগুলো লক্ষ্য করতেন তো উইকি'র জন্যে মঙ্গল হয়। এছাড়াও, নিবন্ধের ট্যাক্সোনমি অংশ ব্যতীত অন্য কোন তথ্যসূত্র নেই। শুভেচ্ছা সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৪:৫৯, ২১ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ সুব্রত রায়,আমি জতোটা পারি ঠিক কোরে লেখায় চেষ্টা কোরবো | আমার সমস্যা গুলো খালেদ সাহেব কে জানিয়েছি | তাছাড়া আমি কেবোল শুরু কোরেছি তাই অনেক কিছুতেই ভুল হোয়ে যাছে | জাই হোক আমি এ বিষয়ে নজোর দেবো |-----ভাস্কর রায় (আলাপ)

গ্রেরীফ শার্ক[সম্পাদনা]

ভাষ্কর, আপনার তৈরি করা গ্রেরীফ শার্ক পাতাটি মুছে ফেলার কারণ মুছে ফেলার লগে দেওয়া আছে, তারপরেও বলি, কারণ একটি খালি পাতা তৈরি করেছিলেন এবং তাতে নূন্যতম কোন কন্টেন্ট ছিল না। নিবন্ধটি বেশ কয়েক ঘন্টা খালিই পরেছিল। উইকিপিডিয়াতে কোন খালি নিবন্ধ তৈরি করাকে আমরা বর্তমানে অনুৎসাহিত করি। অনুগ্রহ করে পাতাটি নতুন করে তৈরি করুন এবং তাতে পর্যাপ্ত পরিমানে লেখা (ইনফোবক্স বা ছবি নয়) যোগ করুন। যদি তাৎক্ষণিকভাবে লেখা যোগ করার সময় আপনার হাতে না থাকে তাহলে পাতা তৈরি থেকে বিরত থাকুন, সময় হাতে নিয়ে পাতা তৈরি করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৩০, ১৯ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হতে পারে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। যুদ্ধমন্ত্রী (আলাপ) ০৭:৫৪, ২২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া সম্মিলন[সম্পাদনা]

নমস্কার! আগামী ১১ই জুন কলকাতায় সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটি সম্মিলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আরো জানতে ও আগ্রহী থাকলে আপনাকে এই পৃষ্ঠাটি দেখে সমর্থন জানাতে অনুরোধ করছি। সম্মিলনে আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ। -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ০৭:০৫, ৭ জুন ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]


বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় Bhaskar Roy123,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]