তিস্তা সড়ক সেতু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিস্তা সড়ক সেতু
স্থানাঙ্ক২৫°৪৭′২৯″ উত্তর ৮৯°২৬′২৬″ পূর্ব / ২৫.৭৯১৪০৩০° উত্তর ৮৯.৪৪০৫২৭১° পূর্ব / 25.7914030; 89.4405271
বহন করেযানবাহন
অতিক্রম করেতিস্তা নদী
শুরুরংপুর জেলার কাউনিয়া
সমাপ্তিতিস্তা বাস স্ট্যান্ড
বৈশিষ্ট্য
উপাদানকংক্রিট, স্টিল
মোট দৈর্ঘ্য১২.১ মিটার (০.০১২১ কিমি)
প্রস্থ৭৫০ মিটার (০.৭৫ কিমি)
স্প্যানের সংখ্যা১৬
লেনের সংখ্যা
ইতিহাস
নির্মাণ শুরু২০০৬; ১৮ বছর আগে (2006)
নির্মাণ শেষজুন ২০১২; ১২ বছর আগে (2012-06)
নির্মাণ ব্যয়১২২.০৯ কোটি টাকা
উদ্বোধন হয়২০ সেপ্টেম্বর ২০১২; ১১ বছর আগে (2012-09-20)
পরিসংখ্যান
টোলহ্যাঁ
অবস্থান
মানচিত্র

তিস্তা সড়ক সেতু তিস্তা নদীর উপরে নির্মিত একটি সড়ক সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি ২০১২ সালে উদ্বোধন করেন।[১] তিস্তা নদীর উপরে এই সেতুর পাশেই তিস্তা রেল সেতু অবস্থিত। তিস্তা রেল সেতুতে আগে ট্রেনযানবাহন উভয়ই চলাচল করত। এই সেতু চালু হওয়ার পরে তা বন্ধ হয়ে যায়‌। এই কারণে সেতুটির নাম তিস্তা সড়ক সেতু রাখা হয়েছে।

গুরুত্ব[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জেলা প্রতিনিধি (২০১২-০২-১৮)। "'জুলাই মাসেই উদ্বোধন করা হবে তিস্তা সড়ক সেতু'"বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]