গুলাম আলী (ক্রিকেটার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুলাম আলী আনসারি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1966-09-08) ৮ সেপ্টেম্বর ১৯৬৬ (বয়স ৫৭)
করাচী, সিন্ধু
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক২৫ ফেব্রুয়ারী ১৯৯৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই৮ এপ্রিল ১৯৯৫ বনাম বাংলাদেশ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই প্রথম-শ্রেণী এলএ
ম্যাচ সংখ্যা ১৬৭ ১৬৩
রানের সংখ্যা ৫৩ ৯৯৭৩ ৫২০১
ব্যাটিং গড় ১৭.৬৬ ৪০.০৫ ৩৫.১৪
১০০/৫০ ০/০ ২৩/৫২ ৬/৩৫
সর্বোচ্চ রান ৩৮ ২২৪ ১৫৬*
বল করেছে ১১৪৫ ৩৬৫
উইকেট - ২৪
বোলিং গড় ২৫.৩৭ ৪১.৮৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a
সেরা বোলিং ৫/৪৩ ২/২৯
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ১০৮/– ৫৭/–
উৎস: ক্রিকইনফো, ২৫ এপ্রিল ২০০৬

গুলাম আলি আনসারি (জন্ম ৮ সেপ্টেম্বর, ১৯৬৬ ) সিন্ধু প্রদশের করাচী এলাকায় জন্মগ্রহণকারী একজন সাবেক পাকিস্তানি ক্রিকেটার। পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯৩ এবং ১৯৯৫ সময়কাল পাকিস্তানের ক্রিকেট অংশগ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৩টি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) খেলেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

ইএসপিএনক্রিকইনফোতে গুলাম আলী (ইংরেজি)