বিষয়বস্তুতে চলুন

মাতেও গেনদুজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাতেও গেনদুজি
২০১৮ সালে গেনদুজি আর্সেনাল-এর হয়ে খেলছেন।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাতেও গেনদুজি ওলিই[]
জন্ম (1999-04-14) ১৪ এপ্রিল ১৯৯৯ (বয়স ২৫)[]
জন্ম স্থান পয়সি, ফ্রান্স
উচ্চতা ১.৮৫ মিটার[]
মাঠে অবস্থান মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
আর্সেনাল
জার্সি নম্বর ২৯
যুব পর্যায়
২০০৫–২০১৪ প্যারিস সেইন্ট-জার্মেইন
২০১৪–২০১৬ লরিয়েন্ট
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৭ লরিয়েন্ট বি ২৪ (০)
২০১৬–২০১৮ লরিয়েন্ট ২৬ (০)
২০১৮– আর্সেনাল ২৩ (০)
জাতীয় দল
২০১৬–২০১৭ ফ্রান্স অনূর্ধ্ব-১৮ (০)
২০১৭– ফ্রান্স অনূর্ধ্ব-১৯ (১)
২০১৭– ফ্রান্স অনূর্ধ্ব-২০ (১)
২০১৮– ফ্রান্স অনূর্ধ্ব-২১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৯ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৯ নভেম্বর ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

মাতেও গেনদুজি ওলিই (ফরাসি উচ্চারণ: ​[mateo ɡɛnduzi]; জন্ম ১৪ এপ্রিল ১৯৯৯) হলেন একজন ফরাসী পেশাদার ফুটবলার যিনি একজন মিডফিল্ডার হিসেবে ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনাল এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলে থাকেন।

ক্লাব খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

প্রাথমিক খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

গেনদুজি, মাত্র ৬ বছর বয়সে ফরাসী জনপ্রিয় ফুটবল ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইন-এর ফুটবল একাডেমীতে খেলার মাধ্যমে তার ফুটবল খেলোয়াড়ী জীবন শুরু করেন। He ২০১৪ সালে তিনি আরেক ফরাসী ফুটবল ক্লাব লরিয়েন্ট-এর একাডেমীতে যোগ দেবার জন্য প্যারিস সেইন্ট ত্যাগ করেন। লরিয়েন্টের দ্বিতীয় সারির দল "লরিয়েন্ট বি" এর হয়ে ক্লাবটির প্রতিনিধিত্ব করার পর ২০১৬ সালে তাকে প্রথম সারির দলে উন্নিত করা হয়।

এফসি লরিয়েন্ট

[সম্পাদনা]

২০১৬ সালের ১৫ই অক্টোবর গেনদুজি ফরাসী সর্বোচ্চ পেশাদার ফুটবল লিগ লিগ ওয়ান-এ লরিয়েন্টের হয়ে অভিষিক্ত হন, খেলাটিতে তার দল আরেক ফরাসী ক্লাব নান্তেস-এর বিপক্ষে হওয়া খেলাটিতে ২-১ গোল ব্যবধানে হেরে যায়। তার অভিষেকের ২০১৬–১৭ মৌসুমে তার দলের হওয়া প্রত্যেকটি ম্যাচের হিসেবে মাত্র নয়বার মাঠে নেমেছেন,[] এতে তার দল মৌসুমের শেষে লিগটি থেকে দ্বিতীয় সারির লিগে নির্বাসিত হয়।

আর্সেনাল

[সম্পাদনা]

২০১৮ সালের ১১ই জুলাই, গ্রীষ্মকালীন সময় ক্লাব গুলোতে খেলোয়াড় স্থানান্তরের সময়কালে ঘোষণা করা হয় যে, গেনদুজি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ-এর বিখ্যাত ফুটবল ক্লাব আর্সেনাল-এ অপ্রকাশিত অর্থের বিনিময়ে যোগ দিয়েছেন, বিশ্বাস করা হয় যে তিনি ৭ মিলিয়ন ইউরো (ইউরো £) এবং সাথে কিছু বোনাস বা অধিবৃত্তির বিনিময়ে যোগ দিয়েছেন। [] ক্লাবটির প্রধান কোচ ইউনাই এমেরে বলেন: "আমরা খুবই খুশি যে মাতেও আমাদের সাথে যোগ দিয়েছে। সে একজন প্রতিভাবান তরুন খেলোয়াড় এবং অনেক গুলো ক্লাবও তার প্রতি আগ্রহী ছিলো। তার অনেক ভালো সম্ভাব্যতা রয়েছে এবং লরিয়েন্টের সাথে সে গত মৌসুমে সে প্রথম সারির দলে সে ভালো অভিজ্ঞতা অর্জন করেছে। সে শিখতে এবং উন্নতি করতে চায় এবং আমাদের প্রথম সারির দলে সে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবে".[]

একই বছরের ১২ই আগস্ট মাসে, গেনদুজি তার ক্লাব আর্সেনাল-এর হয়ে আগের আসরের শিরোপা জেতা ম্যানচেস্টার সিটি-এর বিপক্ষে মৌসুমের প্রথম প্রথম দিকের খেলায় প্রিমিয়ার লিগ-এ অভিষিক্ত হন, খেলাটিতে তিনি তার দলের হয়ে সর্বোচ্চ ৭২ বার বলে পা লাগান। তবে, খেলাটিতে তার দদল ০-২ গোলে হেরে যায়।[]

একই বছরের ৪ঠা অক্টোবরে, গুয়েডোজি তার খেলোয়াড়ী জীবনের প্রথম পেশাদারী গোলটি করেন, ঘরের মাঠের বাহিরে হওয়া আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকে-এর বিপক্ষে হওয়া খেলায় সন্তোষজনক গোল করে তার দলকে ৩-০ গোলে জয় পাওয়ান, তার সতীর্থ আলেকজেন্ড্রে লেকাজেটে-এর সাহায্যের পর পেনাল্টির জায়গার ভেতর থেকে অল্প অগ্রসর হয়ে গোলটি করেন।[]

আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

গুয়েডোজি, ফ্রান্সের রাজধানী প্যারিস-এর এক শহরতলীতে জন্মগ্রহণ করেন। তিনি ফ্রান্সের বয়স ভিত্তিক দল ফ্রান্স অনূর্ধ্ব-২০ পযন্ত ফ্রান্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।[] আংশিক পৈতৃক মরোক্কান হওয়ার কারণে, ২০১৭ সালে গেনদুজিকে মরক্কো জাতীয় ফুটবল দল-এর ম্যানেজার হার্ভে রেনার্ড মরক্কো দলে খেলার জন্য তার মত পরিবর্তন আনুগত্য প্রকাশ করার জন্য তটস্থ করেন। যদিও, ২০১৭ সালের মার্চ মাসে গেনদুজির বাবা রেনার্ডের সাথে দেখা করার পর গেনদুজি বর্তমানে যেখানে আছে সেখানে থাকতে এবং ফ্রান্স-এর হয়ে খেলার জন্য স্বীকার করেন।[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Matteo Guendouzi"L'Équipe (French ভাষায়)। Paris। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Matteo Guendouzi" (French ভাষায়)। Ligue de Football Professionnel। ২৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. "Matteo Guendouzi: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৯ 
  4. "Matteo Guendouzi in 2016/2017"Soccerbase। ৯ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৮ 
  5. Wheatley, Chris (১১ জুলাই ২০১৮)। "Who is Matteo Guendouzi? The French teenage wonderkid who has joined Arsenal"Goal। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮ 
  6. "Matteo Guendouzi joins the club"। Arsenal F.C.। ১১ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮ 
  7. "Arsenal 0-2 Man City: Unai Emery's opener is a reality check for Arsenal"BBC Sport (ইংরেজি ভাষায়)। ১২ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮ 
  8. Henry, Matthew (৪ অক্টোবর ২০১৮)। "Qarabag 0-3 Arsenal: Emile Smith Rowe scores first goal in Europa League win"BBC Sport। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৮ 
  9. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; skysports1 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  10. "Morocco: Renard turns the page of Guendouzi"। Orange। ১ মার্চ ২০১৮। ১২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]