ফ্রান্স জাতীয় ফুটবল দল
![]() | |||
ডাকনাম | লে ব্লু (নীল) | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | ফরাসি ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | ||
প্রধান কোচ | দিদিয়ে দেশঁ | ||
অধিনায়ক | উগো লরিস | ||
সর্বাধিক ম্যাচ | লিলিয়ান থুরাম (১৪২) | ||
শীর্ষ গোলদাতা | থিয়েরি অঁরি (৫১) | ||
মাঠ | স্তাদ দ্য ফ্রান্স | ||
ফিফা কোড | FRA | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ২ ![]() | ||
সর্বোচ্চ | ১ (মে ২০০১ – মে ২০০২, আগস্ট – সেপ্টেম্বর ২০১৮) | ||
সর্বনিম্ন | ২৬ (সেপ্টেম্বর ২০১০) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ২ ![]() | ||
সর্বোচ্চ | ১ (১৬ আগস্ট ২০১৮) | ||
সর্বনিম্ন | ৪০ (মার্চ – জুলাই ১৯৩০) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (ব্রাসেল্স, বেলজিয়াম; ১ মে ১৯০৪) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (ওসের, ফ্রান্স; ৬ সেপ্টেম্বর ১৯৯৫) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (লন্ডন, ইংল্যান্ড; ২২ অক্টোবর ১৯০৮) | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ১৫ (১৯৩০-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (১৯৯৮, ২০১৮) | ||
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ১০ (১৯৬০-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (১৯৮৪, ২০০০) | ||
কনফেডারেশন্স কাপ | |||
অংশগ্রহণ | ২ (২০০১-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (২০০১, ২০০৩) |
ফ্রান্স জাতীয় ফুটবল দল (ফরাসি: Équipe de France de football, ইংরেজি: France national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ফ্রান্সের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফরাসি ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯১৯ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯০৪ সালের ১লা মে তারিখে, ফ্রান্স প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; বেলজিয়াম ব্রাসেল্সে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ফ্রান্স বেলজিয়ামের কাছে ৩–৩ গোলে ড্র করেছিল। ফ্রান্স হচ্ছে ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
৮০,৬৯৮ ধারণক্ষমতাবিশিষ্ট স্তাদ দ্য ফ্রান্সে লে ব্লু নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দিদিয়ে দেশঁ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন টটেনহ্যাম হটস্পারের গোলরক্ষক উগো লরিস।
ফ্রান্স ফিফা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দল, যারা এপর্যন্ত ২ বার (১৯৯৮ এবং ২০১৮) বিশ্বকাপ জয়লাভ করেছে। এছাড়া উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও ফ্রান্স অন্যতম সফল দল, যেখানে তারা ২টি (১৯৮৪ এবং ২০০০) শিরোপা জয়লাভ করেছে। ফ্রান্স দ্বিতীয় দল হিসেবে ফিফা আয়োজিত তিনটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগীতার শিরোপা জয়লাভ করেছে।
রেমোঁ কোপা, জুস্ত ফোঁতেন, মিশেল প্লাতিনি, জিনেদিন জিদান এবং দিদিয়ে দেশঁর মতো খেলোয়াড়গণ ফ্রান্সের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং[সম্পাদনা]
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০০১ সালের মে মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে ফ্রান্স তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১ম) অর্জন করে এবং ২০১০ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ২৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ফ্রান্সের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা সর্বশেষ ২০১৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৪০। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১ | ![]() |
![]() |
১৮৪০.৯৩ |
২ | ![]() |
![]() |
১৮৩৮.৪৫ |
৩ | ![]() |
![]() |
১৮৩৪.২১ |
৪ | ![]() |
![]() |
১৭৯২.৫৩ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১ | ![]() |
![]() |
২১৫৫ |
২ | ![]() |
![]() |
২১১৬ |
৩ | ![]() |
![]() |
২১০৮ |
৪ | ![]() |
![]() |
২০৬৯ |
প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
![]() |
গ্রুপ পর্ব | ৭ম | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৩ | আমন্ত্রণের মাধ্যমে উত্তীর্ণ | ||||||
![]() |
১৬ দলের পর্ব | ৯ম | ১ | ০ | ০ | ১ | ২ | ৩ | ১ | ১ | ০ | ০ | ৬ | ১ | |
![]() |
কোয়ার্টার-ফাইনাল | ৬ষ্ঠ | ২ | ১ | ০ | ১ | ৪ | ৪ | আয়োজক হিসেবে উত্তীর্ণ | ||||||
![]() |
মূলত উত্তীর্ণ হয়নি, পরবর্তীতে আমন্ত্রণ পাওয়া পর তা প্রত্যাখ্যান করেছে | ৩ | ০ | ২ | ১ | ৪ | ৫ | ||||||||
![]() |
গ্রুপ পর্ব | ১১তম | ২ | ১ | ০ | ১ | ৩ | ৩ | ৪ | ৪ | ০ | ০ | ২০ | ৪ | |
![]() |
৩য় স্থান নির্ধারণী | ৩য় | ৬ | ৪ | ০ | ২ | ২৩ | ১৫ | ৪ | ৩ | ১ | ০ | ১৯ | ৪ | |
![]() |
উত্তীর্ণ হয়নি | ৫ | ৩ | ০ | ২ | ১০ | ৪ | ||||||||
![]() |
গ্রুপ পর্ব | ১৩তম | ৩ | ০ | ১ | ২ | ২ | ৫ | ৬ | ৫ | ০ | ১ | ৯ | ২ | |
![]() |
উত্তীর্ণ হয়নি | ৪ | ২ | ০ | ২ | ৬ | ৪ | ||||||||
![]() |
৪ | ১ | ১ | ২ | ৩ | ৫ | |||||||||
![]() |
গ্রুপ পর্ব | ১২তম | ৩ | ১ | ০ | ২ | ৫ | ৫ | ৪ | ২ | ১ | ১ | ৭ | ৪ | |
![]() |
৩য় স্থান নির্ধারণী | ৪র্থ | ৭ | ৩ | ২ | ২ | ১৬ | ১২ | ৮ | ৫ | ০ | ৩ | ২০ | ৮ | |
![]() |
৩য় স্থান নির্ধারণী | ৩য় | ৭ | ৪ | ২ | ১ | ১২ | ৬ | ৮ | ৫ | ১ | ২ | ১৫ | ৪ | |
![]() |
উত্তীর্ণ হয়নি | ৮ | ৩ | ৩ | ২ | ১০ | ৭ | ||||||||
![]() |
১০ | ৬ | ১ | ৩ | ১৭ | ১০ | |||||||||
![]() |
ফাইনাল | ১ম | ৭ | ৬ | ১ | ০ | ১৫ | ২ | আয়োজক হিসেবে উত্তীর্ণ | ||||||
![]() ![]() |
গ্রুপ পর্ব | ২৮তম | ৩ | ০ | ১ | ২ | ০ | ৩ | পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন হিসেবে উত্তীর্ণ | ||||||
![]() |
ফাইনাল | ২য় | ৭ | ৪ | ৩ | ০ | ৯ | ৩ | ১০ | ৫ | ৫ | ০ | ১৪ | ২ | |
![]() |
গ্রুপ পর্ব | ২৯তম | ৩ | ০ | ১ | ২ | ১ | ৪ | ১২ | ৭ | ৪ | ১ | ২০ | ১০ | |
![]() |
কোয়ার্টার-ফাইনাল | ৭ম | ৫ | ৩ | ১ | ১ | ১০ | ৩ | ১০ | ৬ | ২ | ২ | ১৮ | ৮ | |
![]() |
ফাইনাল | ১ম | ৭ | ৬ | ১ | ০ | ১৪ | ৬ | ১০ | ৭ | ২ | ১ | ১৮ | ৬ | |
![]() |
অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ২টি শিরোপা | ১৫/২১ | ৬৬ | ৩৪ | ১৩ | ১৯ | ১২০ | ৭৭ | ১১১ | ৬৫ | ২৩ | ২৩ | ২১৬ | ৮৮ |
অর্জন[সম্পাদনা]
|
|
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ৬ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ফিফা-এ ফ্রান্স জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ জানুয়ারি ২০১২ তারিখে (ইংরেজি)
- উয়েফা-এ ফ্রান্স জাতীয় ফুটবল দল (ইংরেজি)