গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
গিয়াসউদ্দিন মাহমুদ শাহ | |
---|---|
বাংলার সুলতান | |
রাজত্ব | ১৫৩৩-১৫৩৮ |
রাজ্যাভিষেক | ১৫৩৩ |
পূর্বসূরি | দ্বিতীয় আলাউদ্দিন ফিরোজ শাহ |
বংশধর | সৈয়দা মোমেনা খাঁতুন |
রাজবংশ | হোসেন শাহি রাজবংশ |
ধর্ম | ইসলাম (সুন্নি) |
গিয়াসউদ্দিন মাহমুদ শাহ (শাসনকাল ১৫৩৩-১৫৩৮) ছিলেন হোসেন শাহি রাজবংশের সর্বশেষ সুলতান।[১] ১৪৯৪ সালে আলাউদ্দিন হোসেন শাহ এই রাজবংশের প্রতিষ্ঠা করেন।
ইতিহাস
[সম্পাদনা]বাংলাপিডিয়া তাকে একজন "দুর্বল, বিলাসিতাপ্রবণ ও সহজ-সরল শাসক" হিসেবে উল্লেখ করেছে। এই বর্ণনা অনুযায়ী তার কূটনৈতিক দূরদর্শিতার অভাব ছিল এবং রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নিতেও তিনি ব্যর্থ ছিলেন।[১] তার শাসনকালকে বিদ্রোহের কারণে চিহ্নিত করা হয়। এর মধ্যে তার সেনাপতি ও চট্টগ্রামের গভর্নর খোদা বখশ খান ও হাজিপুরের গভর্নর মাখদুম খানের বিদ্রোহ উল্লেখযোগ্য।[১]
তার শাসনামলে ১৫৩৪ সালে পর্তুগিজরা চট্টগ্রাম আসে। অন্যায় আচরণের অভিযোগে তাদের বন্দি করে গৌড়ে পাঠানো হয়।[১] কিন্তু সুলতান তাদের বিবেচনা করে চট্টগ্রাম ও হুগলিতে কারখানা স্থাপনের অনুমতি দেন।[১] গিয়াসউদ্দিন ও তার পর্তুগিজ মিত্ররা ১৫৩৮ সালের ৬ এপ্রিল শের শাহ শুরির কাছে পরাজিত হন। মোগল সম্রাট হুমায়ুনের কাছে তার আবেদনের কোনো উত্তর দেয়া হয়নি।[১]
গিয়াসউদ্দিন শের শাহ সুরি কর্তৃক গৌড় অবরোধের সময় আহত হয়ে মারা যান।[২]
পূর্বসূরী দ্বিতীয় আলাউদ্দিন ফিরোজ শাহ |
হোসেন শাহি রাজবংশ ১৫৩৩–১৫৩৮ |
উত্তরসূরী সুরি সাম্রাজ্য |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ চ ABM Shamsuddin Ahmed, Ghiyasuddin Mahmud Shah ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জুন ২০১২ তারিখে, Banglapedia: The National Encyclopedia of Bangladesh, The Asiatic Society of Bangladesh, Dhaka, Retrieved: 2007-12-16
- ↑ Chandra, Satish (২০০৭)। History of Medieval India: 800-1700 (ইংরেজি ভাষায়)। Orient BlackSwan। আইএসবিএন 978-81-250-3226-7।