কানবর রাই সিং
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | কানবর রাই সিং | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ২৪ ফেব্রুয়ারি, ১৯২২ দ্বারকটি, পাঞ্জাব, ব্রিটিশ ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ১২ নভেম্বর, ১৯৯৩ দেরাদুন, উত্তরাখণ্ড, ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট (ক্যাপ ৪২) | ১ জানুয়ারি ১৯৪৮ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৪ জানুয়ারি ২০২০ |
কানবর রাই সিং (হিন্দি: कानवर रॉय सिंह; জন্ম: ২৪ ফেব্রুয়ারি, ১৯২২ - মৃত্যু: ১২ নভেম্বর, ১৯৯৩) তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের দ্বারকটি এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৪৮ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
;ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে পাতিয়ালা মহারাজা একাদশ, সার্ভিসেস ও দক্ষিণ পাঞ্জাব দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
[সম্পাদনা]১৯৪০-৪১ মৌসুম থেকে ১৯৬০-৬১ মৌসুম পর্যন্ত কানবর রাই সিংয়ের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। খাঁটিমানের ডানহাতি ব্যাটসম্যান ছিলেন কানবর রাই সিং। চারটি শতক ও সাতটি অর্ধ-শতরান সহযোগে ৩০.১৩ গড়ে ১৭৭৮ রান তুলেছিলেন।[১]
আন্তর্জাতিক ক্রিকেট
[সম্পাদনা]সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন কানবর রাই সিং।[২] ১ জানুয়ারি, ১৯৪৮ তারিখে মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।
ডানহাতি ব্যাটসম্যান কানবর রাই সিংকে বিস্ময়করভাবে ১৯৪৭-৪৮ মৌসুমে অস্ট্রেলিয়া গমনকল্পে ভারত দলে অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় দলে তার অন্তর্ভুক্তিতে বেশকিছু বিতর্কিত প্রতিবেদন রচিত হয়েছিল। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারত দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। তবে, এ সফরে খুব কমই নিজেকে মেলে ধরতে পেরেছিলেন তিনি। ব্যাট হাতে নিয়ে নিচেরসারিতে আট নম্বরে মাঠে নামার সুযোগ পান। প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে ২৪ রান তুলে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হয়েছিলেন তিনি।
১২ নভেম্বর, ১৯৯৩ তারিখে ৭১ বছর বয়সে উত্তরাখণ্ডের দেরাদুন এলাকায় কানবর রাই সিংয়ের দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Player Profile: Kanwar Rai Singh"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৩।
- ↑ "Kanwar Rai Singh"। cricketarchive। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৫।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে কানবর রাই সিং (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে কানবর রাই সিং (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)