রোকনুজ্জামান কাঞ্চন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোকনুজ্জামান কাঞ্চন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ রোকনুজ্জামান কাঞ্চন
জন্ম (1982-06-22) ২২ জুন ১৯৮২ (বয়স ৪১)
জন্ম স্থান মুন্সীগঞ্জ, বাংলাদেশ
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৭–১৯৯৮ ফরাশগঞ্জ
১৯৯৯–২০০২ ঢাকা আবাহনী
২০০৩ ঢাকা মোহামেডান
২০০৪–২০১৪ মুক্তিযোদ্ধা সংসদ
২০১৫ আরামবাগ
২০১৬ মুক্তিযোদ্ধা সংসদ
২০১৭–২০১৯ বসুন্ধরা কিংস
জাতীয় দল
২০০০–২০০৬ বাংলাদেশ ২৯ (৬)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

মোহাম্মদ রোকনুজ্জামান কাঞ্চন (জন্ম: ২২ জুন ১৯৮২; রোকনুজ্জামান কাঞ্চন নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। কাঞ্চন তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় মুক্তিযোদ্ধা সংসদ এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত একজন বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

১৯৯৭–৯৮ মৌসুমে, বাংলাদেশী ক্লাব ফরাশগঞ্জের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছিলেন। অতঃপর ১৯৯৯–২০০০ মৌসুমে তিনি ঢাকা আবাহনীতে যোগদান করেছিলেন। ঢাকা আবাহনীতে ৩ মৌসুম অতিবাহিত করার পর ঢাকা মোহামেডানের সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন। পরবর্তীকালে, তিনি মুক্তিযোদ্ধা সংসদ এবং আরামবাগের হয়ে খেলেছিলেন। সর্বশেষ ২০১৭–১৮ মৌসুমে, তিনি মুক্তিযোদ্ধা সংসদ হতে বসুন্ধরা কিংসে যোগদান করেছিলেন; বসুন্ধরা কিংসর হয়ে ২ মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন।

২০০০ সালে, কাঞ্চন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি সর্বমোট ২৯ ম্যাচে ৬টি গোল করেছিলেন। দলগতভাবে, কাঞ্চন সর্বমোট ৪টি শিরোপা জয়লাভ করেছিলেন, যার মধ্যে ৩টি ঢাকা আবাহনীর হয়ে এবং ১টি বসুন্ধরা কিংসের হয়ে জয়লাভ করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মোহাম্মদ রোকনুজ্জামান কাঞ্চন ১৯৮২ সালের ২২শে জুন তারিখে বাংলাদেশের মুন্সীগঞ্জের সিরাজদিখানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

২০০০ সালের ২রা মে তারিখে, মাত্র ১৭ বছর ১০ মাস ১১ দিন বয়সে, কাঞ্চন ভারতের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছিলেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল। বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে কাঞ্চন সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৯ মাস ১১ দিন পর, বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি করেছিলেন; ২০১১ সালের ১২ই ফেব্রুয়ারি তারিখে, মঙ্গোলিয়ার বিরুদ্ধে ম্যাচের তৃতীয় গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছিলেন। ২০০৬ সালের ১০ই এপ্রিল তারিখে কাঞ্চন ২৩ বছর বয়সে বাংলাদেশের হয়ে তার সর্বশেষ ম্যাচটি খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছিলেন। বাংলাদেশের ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত তাজিকিস্তানের বিরুদ্ধে উক্ত ম্যাচে বাংলাদেশ ৬–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল, ম্যাচটিতে তিনি ৫২ মিনিট খেলেছিলেন। আন্তর্জাতিক ফুটবলে, তার ৬ বছরের খেলোয়াড়ি জীবনে তিনি সর্বমোট ২৯ ম্যাচে ৬টি গোল করেছিলেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

দল সাল ম্যাচ গোল
বাংলাদেশ ২০০০
২০০১
২০০৩
২০০৫
২০০৬
সর্বমোট ২৯

আন্তর্জাতিক গোল[সম্পাদনা]

গোল তারিখ মাঠ প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা সূত্র
১২ ফেব্রুয়ারি ২০০১ প্রিন্স মোহাম্মদ বিন ফাহদ স্টেডিয়াম, দাম্মাম, সৌদি আরব  মঙ্গোলিয়া –০ ৩–০ ২০০২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [২]
১৫ জানুয়ারি ২০০৩ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ  ভুটান –০ ৩–০ ২০০৩ সাফ গোল্ড কাপ [৩]
১৮ জানুয়ারি ২০০৩  ভারত –০ ২–১ [৪]
২০ জানুয়ারি ২০০৩  মালদ্বীপ –০ ১–১ (৫–৩) [৫]
১০ ডিসেম্বর ২০০৫ পিউপলস ফুটবল স্টেডিয়াম, করাচী, পাকিস্তান    নেপাল –০ ২–০ ২০০৫ সাফ গোল্ড কাপ [৬]
–০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hoque, Shishir (৫ নভেম্বর ২০১৭)। "Age is just a number for footballer Kanchan"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮ 
  2. "Mongolia vs. Bangladesh (0:3)"ন্যাশনাল-ফুটবল-টিমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২১ 
  3. "Bangladesh vs. Bhutan (3:0)"ন্যাশনাল-ফুটবল-টিমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২১ 
  4. "Bangladesh vs. India 2:1 (AET)"ন্যাশনাল-ফুটবল-টিমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২১ 
  5. "Bangladesh vs. Maldives 1:1 (5:3)"ন্যাশনাল-ফুটবল-টিমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২১ 
  6. "Bangladesh vs. Nepal (2:0)"ন্যাশনাল-ফুটবল-টিমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]