ঢালারচর ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°৫০′৫১″ উত্তর ৮৯°৪০′২৭″ পূর্ব / ২৩.৮৪৭৫০° উত্তর ৮৯.৬৭৪১৭° পূর্ব / 23.84750; 89.67417
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পাবনা জেলার বেড়া উপজেলাআমিনপুর থানার একটি ইউনিয়ন

ঢালারচর
ইউনিয়ন
ঢালারচর রাজশাহী বিভাগ-এ অবস্থিত
ঢালারচর
ঢালারচর
ঢালারচর বাংলাদেশ-এ অবস্থিত
ঢালারচর
ঢালারচর
বাংলাদেশে ঢালারচর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫০′৫১″ উত্তর ৮৯°৪০′২৭″ পূর্ব / ২৩.৮৪৭৫০° উত্তর ৮৯.৬৭৪১৭° পূর্ব / 23.84750; 89.67417 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাপাবনা জেলা
উপজেলাবেড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনপাবনা ০২ আসন(সংসদীয় ৬৯ আসন)
আয়তন
 • মোট৩৮.০৭ বর্গকিমি (১৪.৭০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট১৭,৭৪৪ প্রায়
 • ক্রমবর্গকিঃমিঃ ৫১৪.৮৪ জন
সাক্ষরতার হার
 • মোট৩৪.৪৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৬৬১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইতিহাস[সম্পাদনা]

ঢালারচর ইউনিয়ন বেড়া উপজেলার একটি এলাকা। ২০১৩ সালের ২০ শে অক্টোবর এই ইউনিয়ন নতুন আমিনপুর থানার আওতাভুক্ত হয়।[২]

অবস্থান[সম্পাদনা]

এই ইউনিয়নের উত্তরে মাশুমদিয়া ইউনিয়ন,পূর্বে শিবালয় উপজেলা,দক্ষিণে গোয়ালন্দ উপজেলা,পশ্চিমে সাগরকান্দি ইউনিয়ন

নদ-নদী[সম্পাদনা]

এই ইউনিয়নের দক্ষিণে পদ্মা নদী পূর্ব পাশে যমুনা নদী, উত্তরে আত্রাই নদী রয়েছে

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

ঢালারচর ইউনিয়নের সাথে যোগাযোগের ব্যবস্থা : বেড়া উপজেলা থেকে প্রায় ২৫ কিলোমিটার সড়ক পথে এবং কাজিরহাট থেকে প্রায় ৫ কিলোমিটার পথ সড়ক পথে যোগাযোগ করা যেতে পারে। এইখানে রয়েছে এই অঞ্চলের একমাত্র ঢালারচর রেলওয়ে স্টেশন

এছাড়া ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ অফিসরে সাথে যোগাযোগের মাধ্যম মোবাইল ফোন এবং সড়ক পথ। চেয়ারম্যানের নম্বর :০১৭৫২-০২৮৬৬৯ সচিবের নম্বর        : ০১৭১৭-২৯১২৫৮।

রাস্তা ঘাট[সম্পাদনা]

পাকা রাস্তা : ১০(দশ) টি কাঁচা রাস্তা : ২০ (কুড়ি) কিলোমিটার।

হাট বাজার[সম্পাদনা]

১.রামনারায়ন পুর হাট ও বাজার। ২.গোয়াল নগর হাট ৩.কাশেম মোড় হাট

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ০১ টি, কলেজ নাই, সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৯ টি, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ০২ টি, মাদরাসা ০১ টি। এতিম খানা : নাই। [৩]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

১.কাশেম মোড় পদ্মা-যমুনা মিলিত স্থান। ২.চরদূর্গাপুর ও কোমারপুর খানকা শরীফ। ৩.একশত একর কলাবাগান ৪.বেড়ীবাঁধ বেষ্ঠিত বাবলা বাগান।

এনজিও[সম্পাদনা]

ঢালারচর ইউনিয়নটি দুর্গম এবং চরাঞ্চল এলাকা হওয়ায় এখানে দারিদ্রতা বিমোচনের জন্য বেশ কয়েকটি এনজিও এর কার্যক্রম রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ ব্র‍্যাক, আশা, পাবনা প্রতিশ্রুতি, আসিয়াব, গ্রামীণ ব্যাংক ইত্যাদি

ধর্ম ও ধর্মীয় উৎসব[সম্পাদনা]

শতভাগ মুসলীম গোত্রীয়

খাদ্য[সম্পাদনা]

ধান,গম,রসুন,পিয়াজ,চিনাবাদাম,মাসকালাই, মসুর,ধনিয়া,পাট,তিল,সরিষা ইত্যাদি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://dhalarcharup.pabna.gov.bd/
  2. https://www.prothomalo.com/amp/bangladesh/article/56339/আমিনপুর-থানার-উদ্বোধন-আজ
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; dhalarcharup.pabna.gov.bd নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি