আলাপ:আল্লাহ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প ইসলাম
এই নিবন্ধটি উইকিপ্রকল্প ইসলামের অংশ, যা উইকিপিডিয়ায় ইসলাম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

লেখার ভাষা[সম্পাদনা]

এই নিবন্ধের লেখার ভাষা বিশ্বকোষীয় নয়। মুসলমানদেরকে ইসলাম ধর্মের দৃষ্টিভঙ্গি শেখানো হচ্ছে এমনভাবে লেখা হয়েছে। ভাষায় আমূল পরিবর্তন আনা প্রয়োজন। -- মুহাম্মদ (আলাপ) ১৪:১৩, ১৮ মে ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

আমারও তাই মনে হয়েছে. সেজন্যই আমি কাজ চলছে ট্যাগ লাগিয়ে কাজে নেমে পড়েছি কেমন সুর (আলাপ)

ইংরেজি উইকিপিডিয়ার অনুসরণে আমূল পরিবর্তন[সম্পাদনা]

আমি ইংরেজি উইকিপিডিয়ার আদলে এই নিবন্ধটাকে মোটামুটি গুছিয়ে এনেছি. এবং ইংরেজি উইকি তে এটাকে "good article" ট্যাগ লাগানো আছে, তাই আমি এই উইকি থেকে NPOV ট্যাগ সরিয়ে দিলাম -- কেমন সুর (আলাপ) ০৬:৩৮, ২৩ মে ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

অনেক উন্নতি হয়েছে। ধন্যবাদ। খালি অনুচ্ছেদ গুলোও অনুবাদ করে দিলে আরো ভালো হবে। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৪২, ২৩ মে ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয়শ্রেণী প্রসঙ্গে[সম্পাদনা]

@শাওন ভাই, আপনি বিষয়শ্রেণী ইসলামের পরিভাষাঈশ্বর প্রত্যাখ্যান করেছেন। কিন্তু আমার ভুল না হয়ে থাকলে ইসলাম এবং কুরআন এই দুই ক্ষেত্রেই শব্দটি ব্যবহার এসেছে (পরিভাষা হিসাবে) এবং অবশ্যই ইসলাম ধর্ম সমর্থিত ঈশ্বর। আমার বোঝার ও জানার ভুল হয়ে থাকলে আপনার মতামত জানাতে অনুরোধ রাখলাম। - -মাহ্‌ফুজ (আলাপ) ১৭:২৮, ১৫ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

দুঃখিত; আপনার কথাটি সঠিক। আমি কয়েকটি সম্পাদনা প্রত্যাখ্যান করায় এমনটি হয়েছে। ঠিক করে দেয়া হলো। অনেক ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১৭:৩৯, ১৫ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

হস নেই, হস আছে!![সম্পাদনা]

@আফতাবুজ্জামান: ভাই, এই নিবন্ধটির মূল নামে হস চিহ্ন আছে, আবার আলাপ পাতায় হস নেই! এটা কীরকম হচ্ছে? যদি মূল নিবন্ধে হস চিহ্ন থেকে থাকে, তবে হস ছাড়া শুধু "আল্লাহ" নামে স্থানান্তরের প্রস্তাব করছি। কারণ বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী কেবল ভুল উচ্চারণের সম্ভাবনা থাকলে হস প্রয়োগ করা যায়। কিন্তু "আল্লাহ" বানানে হস চিহ্ন ছাড়াই সঠিক উচ্চারিত হয় এবং এই বানানটিই বর্তমানে সর্বাধিক প্রচলিত বলে আমার মনে হয়। — আদিভাইআলাপ১৪:১৬, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বুঝতে পেরেছি, ডিসপ্লে টাইটেল দেওয়া ছিল। অযথা পিং করায় দুঃখিত! :( — আদিভাইআলাপ১৪:১৮, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: ভাই, এই নিবন্ধে বিভিন্ন জাতি অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, পৌত্তালিক এগুলোর পরে "তারা উপাসনা করে বা করত নাকি করেন বা করতেন" কোনটা ব্যবহার বেশি যুক্তিযুক্ত ও নিরপেক্ষ? – Muhammad Wahid ➡ Talk ১৭:৫৭, ৩০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Muhammad WAHID: "তারা উপাসনা করতো"। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৮, ৩০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: পৌত্তালিকদের ক্ষেত্রে করতো। মুসলিম বা খ্রিস্টানদের ক্ষেত্রে করে নাকি করেন? – Muhammad Wahid ➡ Talk ১৮:১৬, ৩০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
"করে/করেন" মনে হয় তো দুটোই ব্যবহার করা যায়। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৬, ৩০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: ভাই, এই হাদিসটি কী সরাসরি এখান থেকে কপি করে যুক্ত করতে পারবো? – Muhammad Wahid ➡ Talk ১৮:৫৫, ১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Muhammad WAHID: উক্তি হিসেবে দিলে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৭, ১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

দুটি অনুচ্ছেদ সম্পর্কে[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: ভাই, এই নিবন্ধের আল্লাহর বৈশিষ্ট্যসমূহআল্লাহর নামসমূহের তালিকা অনুচ্ছেদদুটি এভাবে রাখার পক্ষে নই। যেহেতু আল্লাহর ৯৯টি নাম নিবন্ধটি রয়েছে তাই আল্লাহর নামসমূহের তালিকা অনুচ্ছেদটি রাখার প্রয়োজন মনে করছি না। আর আল্লাহর বৈশিষ্ট্যসমূহ অনুচ্ছেদটি সম্পর্কে মতামত দিন। – Muhammad Wahid ➡ Talk ১৩:৫২, ১৫ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Muhammad WAHID: "আল্লাহর নাম ও বৈশিষ্ট্য" হিসেবে একত্র করতে পারেন ও সংক্ষিপ্ত করে কিছু লিখতে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৬, ১৫ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]