সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস
প্রথম পুরস্কৃত১৯৭৫
বর্তমানে আধৃতজুলিঅ্যান নিকোলসন,
মেয়ার অব ইস্টটাউন (২০২১)
ওয়েবসাইটemmys.com

সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কারের অংশ হিসেবে রাত্রিকালীন নেটওয়ার্কের সীমিত বা সংকলিত ধারাবাহিকের কোন মৌসুমের বা টিভি চলচ্চিত্রের সেরা প্রধান অভিনেত্রীর অসামান্য অভিনয়ের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

১৯৭৫ সালের ১৯শে মে ২৭তম প্রাইমটাইম এমি পুরস্কারে প্রথমবার জুলিয়েট মিলস কিউবি সেভেন-এ সামান্থা কোডি চরিত্রে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন।

প্রতিষ্ঠার পর থেকে ৩৮ জন অভিনেত্রীকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। রেজিনা কিং, জেন আলেকজান্ডার, জুডি ডেভিস, কলিন ডিউহার্স্টমেয়ার উইনিংহাম এই বিভাগে ২টি করে পুরস্কার অর্জন করেছেন। অন্যদিকে, ক্যাথি বেটস সর্বাধিক সাতটি মনোনয়ন লাভ করেছেন।

বিজয়ী ও মনোনয়ন[সম্পাদনা]

২০২০-এর দশক[সম্পাদনা]

বছর অভিনেত্রী ভূমিকা কার্যক্রম অন্তর্জাল
২০২০
(৭২তম)

[১]

উজো আদুবা শার্লি চিশলম মিসেস আমেরিকা এফএক্স
টনি কোলেট গোয়েন্দা গ্রেস রাসমুসেন আনবিলিভেবল নেটফ্লিক্স
মার্গো মার্টিন্ডেল বেলা আবজুগ মিসেস আমেরিকা এফএক্স
জিন স্মার্ট এজেন্ট লরি ব্লেক ওয়াচম্যান এইচবিও
হল্যান্ড টেলর এলেন কিনকেড হলিউড নেটফ্লিক্স
ট্রেসি উলম্যান বেটি ফ্রিডান মিসেস আমেরিকা এফএক্স
২০২১
(৭৩তম)

[২]

জুলিয়ান নিকলসন লরি রস মেয়ার অব ইস্টটাউন এইচবিও
রেনি এলিস গোল্ডসবেরি অ্যাঞ্জেলিকা শুইলার হ্যামিল্টন ডিজনি+
ক্যাথরিন হ্যান আগাথা হারকনেস ওয়ান্ডাভিশন
মোজেস ইনগ্রাম জোলিন দ্য কুইন্‌স গ্যাম্বিট নেটফ্লিক্স
জিন স্মার্ট হেলেন ফাহি মেয়ার অব ইস্টটাউন এইচবিও
ফিলিপা সু এলিজা হ্যামিল্টন হ্যামিল্টন ডিজনি+

একাধিকবার জয়ী অনুষ্ঠান[সম্পাদনা]

২টি জয়

একাধিক মনোনয়ন প্রাপ্ত অনুষ্ঠান[সম্পাদনা]

একাধিকবার বিজয়ী অভিনেত্রী[সম্পাদনা]

২টি জয়

একাধিক মনোনয়ন প্রাপ্ত অভিনেত্রী[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]