সঞ্জীব চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সঞ্জীব চৌধুরী
প্রাথমিক তথ্য
জন্ম(১৯৬৪-১২-২৫)২৫ ডিসেম্বর ১৯৬৪
মাকালকান্দি, বানিয়াচং, হবিগঞ্জ জেলা, বাংলাদেশ
উদ্ভবঢাকা, বাংলাদেশ
মৃত্যু১৯ নভেম্বর ২০০৭(2007-11-19) (বয়স ৪২)
ঢাকা, বাংলাদেশ
ধরনপপ
পেশাসঙ্গীতশিল্পী, সাংবাদিক
বাদ্যযন্ত্রগিটার
কার্যকাল১৯৯৬-২০০৭
লেবেলজি-সিরিজ

সঞ্জীব চৌধুরী (২৫ ডিসেম্বর ১৯৬৪ – ১৯ নভেম্বর ২০০৭) ছিলেন একজন বাংলাদেশি সংগীতশিল্পী ও সাংবাদিক। তিনি বাংলা ব্যান্ডদল দলছুটের প্রতিষ্ঠাতা এবং অন্যতম প্রধান সদস্য ছিলেন। সঞ্জীব দলছুটের চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুরারোপও করেছেন।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সঞ্জীব চৌধুরী ২৫ ডিসেম্বর ১৯৬৪[৩] সালে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা গোপাল চৌধুরী এবং মাতা প্রভাষিনী চৌধুরী। নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম।

শিক্ষাজীবন[সম্পাদনা]

ছোটবেলায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন ও এরপরে ঢাকার বকশী বাজার নবকুমার ইন্সটিটিউটে নবম শ্রেণিতে এসে ভর্তি হন ও এখান থেকে ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় ১২তম স্থান অর্জন করেন। ১৯৮০ সালে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেও মেধা তালিকায় স্থান করে নেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হন; কিন্তু বিভিন্ন কারণে তা শেষ না করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন৷

কর্মজীবন[সম্পাদনা]

তিনি একজন খ্যাতনামা সাংবাদিকও ছিলেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র আজকের কাগজ, ভোরের কাগজযায়যায়দিনে কাজ করেন। তিনি হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনের একজন কর্মী ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

ডিস্কোগ্রাফি[সম্পাদনা]

ব্যান্ড[সম্পাদনা]

দলছুট[সম্পাদনা]

গানের নাম সুরকার গীতিকার অ্যালবাম
গিটার সঞ্জীব চৌধুরী সঞ্জীব চৌধুরী আহ্ (১৯৯৭)
ভাল্লাগেনা
সাদা ময়লা রঙ্গিলা
কাগা
মনে পরে
ইয়াসমীন
চোখ সঞ্জীব চৌধুরী
সানগ্লাস সঞ্জীব চৌধুরী
ভর দুপুর
নিষিদ্ধ
গাড়ি চলে না শাহ আবদুল করিম হৃদয়পুর (২০০০)
নৌকা ভ্রমন সঞ্জীব চৌধুরী
চাঁদের জন্য গান
আমি তোমাকে বলে দেবে বাপ্পা মজুমদার সঞ্জীব চৌধুরী
সবুজ যখন বাপ্পা মজুমদার শেখ রানা
গাছ বাপ্পা মজুমদার শেখ রানা
চলো বুবাইজান
আন্তর্জাতিক ভিক্ষা সংগীত
হৃদয়ের দাবি কামরুজ্জামান আকাশ চুরি (২০০২)
ফিরে চাই বাপ্পা মজুমদার শেখ রানা
চুরি চিকিৎসা সাজ্জাদ শরীফ
কার ছবি নেই সঞ্জীব চৌধুরী
এই নষ্ট সময় ফরহাদ মাজহার
বিয়োস্কোপে কামরুজ্জামান
হাতের পরশ বাপ্পা মজুমদার কামরুজ্জামান জোছনা বিহার (২০০৭)
সবুজ খুজি বাপ্পা মজুমদার জুলফিকার রাসেল
চলতে চলতে বাপ্পা মজুমদার সঞ্জীব চৌধুরী
দিন সারা দিন বাপ্পা মজুমদার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়
ভালো লাগে না বাপ্পা মজুমদার শুভাশিস সিনহা
নোঙ্গরের গল্প বাপ্পা মজুমদার রাসেল ও'নীল
ধরি মাছ না ছুঁই পানি বাপ্পা মজুমদার আলম লিটন

একক[সম্পাদনা]

স্বপ্ন বাজী (২০০৫)[সম্পাদনা]

গানের নাম সুরকার গীতিকার
রিকশা কামরুজ্জামান
বাড়িফেরা প্রজ্ঞা নাসরিন
কথা বলবো না বাপ্পা মজুমদার জুলফিকার রাসেল
হাওয়া টোকন ঠাকুর
নেশা কামরুজ্জামান
বয়স ২৭ আনিসুল হক
সমুদ্র সন্তান সঞ্জীব চৌধুরী
কোথাও বসি গিয়াস আহমেদ
একটি চোখের কাজল জাফর আহমেদ রাশেদ
স্বপ্ন বাজী সঞ্জীব চৌধুরী

মৃত্যু[সম্পাদনা]

সঞ্জীব চৌধুরী বাইল্যাটারাল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। নভেম্বর ১৫, ২০০৭ সালে আকস্মিকভাবে অসুস্থ বোধ করার কারণে তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।[৪] তিন দিন পর নভেম্বর ১৯ তারিখে আইসিইউ শাখায় সঞ্জীব চৌধুরী মৃত্যুবরণ করেন।[৫][৬]

অনার্স[সম্পাদনা]

তার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অসামান্য শিক্ষায় ফলাফল করা শিক্ষার্থীদের জন্য সঞ্জীব চৌধুরী বৃত্তি নামে একটি বৃত্তি কার্যক্রম শুরু করে।

দলছুট এর ৫তম অ্যালবাম টুকরো কথা প্রকাশিত হয় ১৯ নভেম্বর ২০০৮ যেখানে শুধু ১ গান টুকরো কথা বাপ্পা মজুমদার এর কন্ঠে। দলছুটসোল্‌স এর একটি অ্যালবাম কিংবদন্তি প্রকাশিত হয় ২৫ ডিসেম্বর ২০০৮ যেখানে ৩ গান তিনজন, তিনজন ২, ওচিন ব্রিক্কো বাপ্পা মজুমদার এর কন্ঠে এবং ৩ গান জল কুমারী, বিপন্নো নোগোর, পোরে সিগারেট পার্থ বড়ুয়া এর কন্ঠে আর এবং কিংবদন্তি সঞ্জীব চৌধুরীর কন্ঠে। দলছুট এর ৭তম অ্যালবাম সঞ্জীব প্রকাশিত হয় ২০ এপ্রিল ২০২৪ যেখানে ১১ গান সঞ্জীব চৌধুরী, তুমি যাও, গানের শুরুটা, তুমি আছো নাকি, মন কারিগর, শূন্য লাগে, দুটো মানুষ, মেঘ জমেছে, তার ছায়ায়, প্রবঞ্চনা, মন দাবাড়ু বাপ্পা মজুমদার এর কন্ঠে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. লেখা (২০২১-১১-২০)। "সঞ্জীব চৌধুরী: বাংলা গানের অন্যতম মহাজন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৮ 
  2. "সঞ্জীব চৌধুরীর জন্মদিন আজ"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৮ 
  3. "সঞ্জীব চৌধুরীকে অশ্রু আর ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায়"। দৈনিক প্রথম আলোমাহফুজ আনাম। নভেম্বর ২০, ২০০৭। পৃষ্ঠা ২০। 
  4. "জীবন-মৃত্যুর মাঝে সঞ্জীব চৌধুরী"। দৈনিক প্রথম আলোমাহফুজ আনাম। নভেম্বর ১৮, ২০০৭। 
  5. "চলে গেলেন সঞ্জীব চৌধুরী"BDNews24.com। নভেম্বর ১৯, ২০০৭। পৃষ্ঠা ১৪। ২৪ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২১, ২০১৬ 
  6. "হৃদয়ে সঞ্জীবদা এবং কিছু কথা..."। নতুন দেশ। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]