বিষয়বস্তুতে চলুন

লিয়াওনিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিয়াওনিং প্রদেশ
辽宁省
প্রদেশ
নামের প্রতিলিপি
 • চীনা辽宁省 (Liáoníng Shěng লিয়াওনিং শেং)
 • সংক্ষিপ্ত রূপ (ফিনিন: Liáo লিয়াও)
চীনের মানচিত্রে লিয়াওনিং প্রদেশ-এর অবস্থান দেখানো হচ্ছে
চীনের মানচিত্রে লিয়াওনিং প্রদেশ-এর অবস্থান দেখানো হচ্ছে
নামকরণের কারণলিয়াও নদীর নামে নামকরণ করা হয়েছে
Capital
(and largest city)
শেন-ইয়াং
প্রশাসনিক বিভাজন১৪ জেলা, ১০০ উপজেলা, ১৫১১ শহর
সরকার
 • সচিবলি শি
 • গভর্নর বা প্রশাসকছেন ছিউফা
আয়তন[]
 • মোট১,৪৫,৯০০ বর্গকিমি (৫৬,৩০০ বর্গমাইল)
এলাকার ক্রম২১তম
জনসংখ্যা (২০১২)[]
 • মোট৪,৩৯,০০,০০০
 • ক্রম১৪তম
 • জনঘনত্ব৩০০/বর্গকিমি (৭৮০/বর্গমাইল)
 • ঘনত্বের ক্রম১৫তম
জনপরিসংখ্যান
 • জাতিগত গঠনহান: ৮৪%
মাঞ্চু – ১৩%
মঙ্গোল – ২%
হুই - ০.৬%
কোরীয় – ০.৬%
শিবে – ০.৩%
 • ভাষা ও আঞ্চলিকতাউত্তর-পূর্ব ম্যান্ডারিন, চিয়াওলিয়াও ম্যান্ডারিন, বেইজিং ম্যান্ডারিন, পিয়ংগান কোরীয় ভাষা, মাঞ্চু
আইএসও ৩১৬৬ কোডCN-21
GDP (২০১৬)CNY 2.2 trillion
331 USD billion (৭ম)
 • মাথাপিছুCNY 50,287
USD 7,573 (৭ম)
এইচডিআই (২০১০)0.740[] (high) (৬ষ্ঠ)
ওয়েবসাইটwww.ln.gov.cn
লিয়াওনিং
সরলীকৃত (উপরে) ও প্রথাগত (নিচে) চীনা অক্ষরে "লিয়াওনিং"
চীনা নাম
সরলীকৃত চীনা 辽宁
ঐতিহ্যবাহী চীনা 遼寧
পোস্টালLiaoning
আক্ষরিক অর্থ"Pacified Liao"
মাঞ্চু নাম
মাঞ্চু লিপি ᠯᡳᠶᠣᠣ ᠨᡳᠩ
রোমানীকরণLiyoo-ning
Fengtian
চীনা নাম
চীনা 奉天
পোস্টালFengtien
মাঞ্চু নাম
মাঞ্চু লিপি ᠠᠪᡴᠠᡳ ᡳᠮᡳᠶᠠᠩᡤᠠ
রোমানীকরণAbkai-imiyangga
ডালিয়ান, লিয়াওনিং প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর

লিয়াওনিং[টীকা ১] (চীনা: 辽宁; ফিনিন: Liáoníng) গণপ্রজাতন্ত্রী চীনের একটি প্রদেশ। এটি দেশটির উত্তর-পূর্ব অংশে অবস্থিত। ১৯০৭ সালে ফেংথিয়েন নামে প্রদেশটি প্রতিষ্ঠিত হয়। ১৯২৯ সালে এর নাম বদলে লিয়াওনিং রাখা হয়। সেসময় মাঞ্চু ভাষায় এটি মুকদেন নামেও পরিচিত ছিল। জাপানি-মাঞ্চু শাসনের সময় এর নাম বদলে ১৯০৭ সালের নামে ফেরত যাওয়া হয়, কিন্তু ১৯৪৫ সালে এবং ১৯৫৪ সালে আবারও এর নাম লিয়াওনিং করা হয়।

লিয়াওনিং উত্তর-পূর্ব চীনের মাঞ্চুরিয়া অঞ্চলের দক্ষিণতম অংশ। আকৃতি ও কৌশলগত অবস্থানের কারণে চীনা ভাষায় এটি "সোনালী ত্রিভুজ" নামেও পরিচিত।[] প্রদেশটির দক্ষিণে আছে পীত সাগর, কোরিয়া উপসাগরবোহাই সাগর, দক্ষিণ-পূর্বে আছে উত্তর কোরিয়ার উত্তর পিয়ংগানচাগাং প্রদেশগুলি, উত্তর-পূর্বে চিলিন প্রদেশ, দক্ষিণ-পশ্চিমে হপেই প্রদেশ, এবং উত্তর-পশ্চিমে অন্তর্দেশীয় মঙ্গোলিয়াইয়ালু নদী উত্তর কোরিয়ার সাথে প্রদেশটির সীমানা নির্ধারণ করেছে। নদীটি লিয়াওনিং প্রদেশের তানতোং শহর এবং উত্তর কোরিয়ার সিনুজু শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোরীয় উপসাগরে পতিত হয়েছে।

অর্থনীতি

[সম্পাদনা]

জিডিপি বিচারে এই রাজ্য ভারতের সেরা মহারাষ্ট্রের রাজ্যের সমতুল্য।

রাষ্ট্যায়ত্ত শেনিয়াং উড়োজাহাজ সংস্থা এখানে অবস্থিত। এখানে শেনিয়াং জে-১১, জে-১৬, জে-৩১ যুদ্ধবিমান, ডব্লিউএস-১০ ইঞ্জিন প্রস্তুত করা হয়।

পীতসাগর তীরবর্তী রাজ্যের প্রধান বন্দর ডালিয়ান এ অবস্থিত দেশটির বৃহত্তম জাহাজ নির্মাণকারী ডালিয়ান শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি কোম্পানি। এটি পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনী অধিকৃত। ১৯৬০ - ৭০ দশকে এখানে চীন তার প্রথম গাইডেড মিসাইল ডুবোজাহাজ ও বিনাশকারী যুদ্ধজাহাজ তৈরী করে। সোভিয়েত থেকে ধার নেয়া রণতরীর রূপান্তর করে দেশটির প্রথম রণতরী লিয়াওনিং (চীনা বিমানবাহী রণতরী) র ২০১৪ সালে আবির্ভাব ঘটে এই বন্দরে। ২০১৭ সালে চীনের নিজস্ব রণতরী চীনা বিমানবাহী রণতরী শানতুং-এর নির্মাণ হয় এখানে।

  1. এই ম্যান্ডারিন চীনা ব্যক্তিনাম বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ম্যান্ডারিন চীনা শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Doing Business in China - Survey"। Ministry Of Commerce – People's Republic Of China। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৩ 
  2. "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census [1] (No. 2)"। National Bureau of Statistics of China। ২৯ এপ্রিল ২০১১। জুলাই ২৭, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৩ 
  3. 《2013中国人类发展报告》 (পিডিএফ) (চীনা ভাষায়)। United Nations Development Programme China। ২০১৩। ২০১৪-০৬-১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-০৫ 
  4. "Liaoning Travel Guide: Map, History, Sightseeing, Ethnic Minority, Climate"। সংগ্রহের তারিখ ২০১০-০৩-১৪