ফিবি (প্রাকৃতিক উপগ্রহ)
আবিষ্কার | |
---|---|
আবিষ্কারক | উইলিয়াম হেনরি পিকারিং |
আবিষ্কারের তারিখ | ১৭ মার্চ, ১৮৯৯ ও ১৬ অগস্ট, ১৮৯৮ |
বিবরণ | |
উচ্চারণ | /ˈfiːbiː/[১][২] |
নামকরণের উৎস | Φοίβη (ফিবি) Phoibē |
বিশেষণ | ফিবীয় (ইংরেজি: ফিবিয়ান; Phoebean /fiːˈbiːən/[৩]) |
কক্ষপথের বৈশিষ্ট্য[১] | |
অর্ধ-মুখ্য অক্ষ | ১২.৯৬ জিএম |
উৎকেন্দ্রিকতা | ০.১৫৬২৪১৫ |
কক্ষীয় পর্যায়কাল | ৫৫০.৫৬৪৬৩৬ দিন |
নতি | ১৭৩.০৪° (ক্রান্তিবৃত্তের প্রতি) ১৫১.৭৮° (নেপচুনের নিরক্ষরেখার প্রতি) |
যার উপগ্রহ | শনি |
ভৌত বৈশিষ্ট্যসমূহ | |
মাত্রাসমূহ | (২১৮.৮±২.৮) × (২১৭.০±১.২) × (২০৩.৬±০.৬) কিমি[৪] |
গড় ব্যাসার্ধ | ১০৬.৫±০.৭ কিমি[৪] |
ভর | (৮.২৯২±০.০১০)×১০১৮ কিগ্রা[৪] |
গড় ঘনত্ব | ১.৬৩৮±০.০৩৩ গ্রাম/ঘন সেমি[৪] |
বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ | ০.০৩৮–০.০৫০ মিটার/বর্গ সেকেন্ড[৪] |
মুক্তি বেগ | ≈ ০.১০ কিমি/সেকেন্ড |
নাক্ষত্রিক ঘূর্ণনকাল | ৯.২৭৩৫ ঘণ্টা (৯ ঘণ্টা ১৬মিনিট ২৫ সেকেন্ড ± ৩ সেকেন্ড)[৫] |
অক্ষীয় ঢাল | ১৫২.১৪° (কক্ষপথের প্রতি)[৬] |
প্রতিফলন অনুপাত | ০.০৬ |
তাপমাত্রা | ≈ ৭৩ (?) কেলভিন |
ফিবি (ইংরেজি: Phoebe; /ˈfiːbi/) হল শনি গ্রহের একটি অনিয়মিত প্রাকৃতিক উপগ্রহ। এটির গড় ব্যাস ২১৩ কিমি (১৩২ মা)। ১৮৯৮ সালের ১৬ অগস্ট তারিখ থেকে পেরুর আরেকুইপার কাছে অবস্থিত কারমেন অ্যালটো মানমন্দিরের বয়ডেন স্টেশন থেকে ডিলিসলে স্টুয়ার্টের তোলা ফোটোগ্রাফিক প্লেটগুলি থেকে উইলিয়াম হেনরি পিকারিং ১৮৯৯ সালের ১৮ মার্চ এই উপগ্রহটি আবিষ্কার করেন।[৭] এটিই আলোকচিত্রের মাধ্যমে আবিষ্কৃত প্রথম উপগ্রহ।
২০০৪ সালে শনির পারিপার্শ্বিকে ক্যাসিনি মহাকাশযানের প্রবেশের পরে ফিবিই ছিল সেটির প্রথম লক্ষ্য। সেই জন্যই এই অস্বাভাবিক আকারের অনিয়মিত উপগ্রহটিকে যথেষ্ট ভালোভাবে পর্যবেক্ষণ সম্ভব হয়। শনির উদ্দেশ্যে ক্যাসিনি-র আকাঁবাঁকা পথ এবং উপস্থিত হওয়ার সময়টি বিশেষভাবে বেছে নেওয়া হয়েছিল যাতে এই ফ্লাইবাইটির পথে কোনও বাধা না আসে।[৮] ফিবির মুখোমুখি হয়ে কক্ষপথে ঢুকে যাওয়ার পর ক্যাসিনি ইয়াপেটাসের কক্ষপথের বাইরে বেশি দূরে যেতে পারেনি।
ফিবি মোটামুটিভাবে গোলকাকার উপগ্রহ এবং এটির অভ্যন্তরভাগের পার্থক্য লক্ষণীয়। উপগ্রহটির ইতিহাসের গোড়ার দিকে এটি গোলকাকার ও উত্তপ্ত ছিল। পরবর্তীকালে বারংবার সংঘর্ষের ঘটনায় দীর্ণ হয়ে এটির গোল আকৃতিটির বিকৃতি ঘটেছে। মনে করা হয় যে, এটি প্রকৃতপক্ষে কাইপার বেষ্টনীতে উদ্ভূত ও শনির মাধ্যাকর্ষণে আবদ্ধ হয়ে পড়া একটি সেন্টোর।[৯] ট্রাইটনের পর ফিবিই সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম পশ্চাদমুখী প্রাকৃতিক উপগ্রহ।[১০]
ইতিহাস
[সম্পাদনা]আবিষ্কার
[সম্পাদনা]১৮৯৮ সালের ১৬ অগস্ট তারিখ থেকে পেরুর আরেকুইপার কাছে অবস্থিত কারমেন অ্যালটো মানমন্দিরের বয়ডেন স্টেশন থেকে ডিলিসলে স্টুয়ার্টের তোলা ফোটোগ্রাফিক প্লেটগুলি থেকে[১১][১২][১৩][১৪][১৫] উইলিয়াম হেনরি পিকারিং ১৮৯৯ সালের ১৮ মার্চ এই উপগ্রহটি আবিষ্কার করেন।[৭] এটিই আলোকচিত্রের মাধ্যমে আবিষ্কৃত প্রথম উপগ্রহ।
নামকরণ
[সম্পাদনা]ফিবির নামকরণ করা হয়েছে গ্রিক পুরাণে উল্লিখিত জনৈকা নারী-টাইটান ফয়বের (ইংরেজিকৃত নামে: ফিবি) নামানুসারে। পৌরাণিক ফিবির সঙ্গেও চাঁদের একটি সম্পর্কের ধারণা প্রচলিত ছিল।[১৩] কোনও কোনও বৈজ্ঞানিক সাহিত্যে এই উপগ্রহটি "শনি ৯" নামেও চিহ্নিত। আইএইউ নামকরণ বিধি অনুযায়ী, ফিবির ভৌগোলিক বৈশিষ্ট্যগুলির নামকরণ করতে হয় গ্রিক জেসন ও আর্গোনাট পুরাণকথার চরিত্রগুলির নামানুসারে। ২০০৫ সালে আইএইউ আনুষ্ঠানিকভাবে ফিবির ২৪টি অভিঘাত খাদের নামকরণ করে[১৬] (আক্যাসটাস, অ্যাডমিটাস, অ্যামফাইয়ন, বিউটিজ, ক্যালিয়াস, ক্যানথাস, ক্লিটিয়াস, আর্জিনাস, ইউফিমাস, ইউরিডামাস, ইউরিটিয়ান, ইয়োরিটাস, হাইলাস, ইডমন, ইফিটাস, জেসন, মপসাস, নপলিয়াস, ওয়াইলিয়াস, পিলিয়াস, ফ্লাইয়াস, ট্যালিয়াস, টেলামন ও জিটিজ)।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের আউটার সোলার সিস্টেম টাস্ক গ্রুপের সভাপতি তথা মানোয়ার হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টবি ওয়েন বলেছিলেন:
ফিবির জন্য আমরা আর্গোনাটদের কিংবদন্তিটিকে বেছে নিয়েছি, তার কারণ ক্যাসিনি-হাইগেন্স কর্তৃক সৌরজগৎ অভিযানের সঙ্গে এটির কিছু ভাবগত সাদৃশ্য রয়েছে। এমন কথা বলতে পারি না যে, হারকিউলিস ও আটালান্টার মতো নায়কেরা আমাদের অংশগ্রহণকারী বিজ্ঞানী দলের সদস্য। কিন্তু তাঁদের মধ্যে রয়েছেন বহুদূর-প্রসারিত আন্তর্জাতিক স্তরের অসাধারণ মানুষেরা, যারা সর্বাধিক গুরুত্বপূর্ণ পুরস্কারটি জয় করে আনার আশায় সুদূর এক রাজ্যে পাড়ি জমানোর এই যাত্রায় যোগদানের ঝুঁকি গ্রহণে ইচ্ছুক ছিলেন।
কক্ষপথ
[সম্পাদনা]ফিবির কক্ষপথটি পশ্চাদমুখী; অর্থাৎ এটি শনির আবর্তন-অভিমুখের বিপরীত অভিমুখে শনিকে প্রদক্ষিণ করে। একশো বছরেরও বেশি সময় ধরে ফিবিকে শনির সর্ব-বহিঃস্থ জ্ঞাত উপগ্রহ মনে করা হত। অবশেষে ২০০০ সালে বেশ কয়েকটি ক্ষুদ্রতর উপগ্রহ আবিষ্কৃত হওয়ার পর ফিবি সেই মর্যাদা হারায়। ফিবি ও শনির দূরত্ব ফিবির নিকটতম প্রধান প্রতিবেশীর (ইয়াপেটাস) থেকে শনির দূরত্বের প্রায় চারগুণ। সমতুল্য দূরত্ব থেকে অন্যান্য গ্রহগুলিকে প্রদক্ষিণকারী উপগ্রহগুলির তুলনায় ফিবির আকারও লক্ষণীয়ভাবে বড়ো।
ইয়াপেটাস ছাড়া শনির সব ক’টি নিয়মিত উপগ্রহই শনির নিরক্ষীয় তলের খুব কাছাকাছি তলে শনিকে প্রদক্ষিণ করে। বহিঃস্থ অনিয়মিত উপগ্রহগুলি মাঝারি থেকে উচ্চ উৎকেন্দ্রিক কক্ষপথ অনুসরণ করে এবং এগুলির কোনওটিই শনির অভ্যন্তরীণ উপগ্রহগুলির (হাইপেরিয়ন) মতো সমলয়ে আবর্তিত হয় না।
ফিবি বলয়
[সম্পাদনা]ফিবি বলয় হল শনির অন্যতম বলয়। এই বলয়টি শনির নিরক্ষীয় তল ও অন্যান্য বলয়ের থেকে ২৭ ডিগ্রি কোণে অনত। শনির ব্যাসার্ধের তুলনায় এটি অন্তত ১২৮ থেকে ২০৭[১৭] গুণ প্রসারিত। শনির ২১৫ ব্যাসার্ধসমূহের গড় দূরত্ব থেকে ফিবি গ্রহটিকে প্রদক্ষিণ করছে। বলয়টি শনির ব্যাসের তুলনায় ৪০ গুণ ঘন।[১৮] অনুমান করা হয়, বলয়ের কণাগুলি ফিবিতে অনু-উল্কা সংঘাতের ফলে সঞ্জাত। সেই কারণে এগুলির কক্ষপথও পশ্চাদমুখী হওয়াই স্বাভাবিক।[১৯] উল্লেখ্য, পরবর্তী অভ্যন্তরীণ উপগ্রহ ইয়াপেটাসের কক্ষীয় গতি এর বিপরীত। অভ্যন্তরভাগে অভিপ্রয়াণশীল বলয় উপাদানগুলি এই কারনে শনির সম্মুখবর্তী গোলার্ধটিকে আঘাত করে এটির দ্বিস্তরীয় বর্ণায়ন ঘটিয়ে থাকে।[২০][২১][২২][২৩] খুব বড়ো আকারের বলয় হলেও ফিবি কার্যত অদৃশ্য একটি বলয়। নাসার অবলোহিত স্পিৎজার স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এটিকে আবিষ্কার করা হয়।
আণুবীক্ষণিক উল্কা সংঘাতের ফলে ফিবির পৃষ্ঠভাগ থেকে উৎক্ষিপ্ত বস্তুগুলিই সম্ভবত হাইপেরিয়নের পৃষ্ঠভাগের অন্ধকারাচ্ছন্ন অংশগুলি সৃষ্টির কারণ।[note ১] অপরপক্ষে সবচেয়ে বড়ো সংঘাতগুলির ফলে উৎক্ষিপ্ত আবর্জনা থেকেই সম্ভবত ফিবির গোষ্ঠীর (নর্স গোষ্ঠী) অন্যান্য উপগ্রহগুলির (যেগুলির সব ক’টির ব্যাস ১০ কিলোমিটারের কম) উৎপত্তি ঘটেছিল।
ভৌত বৈশিষ্ট্য
[সম্পাদনা]ফিবি মোটামুটি গোলকাকার এবং এটির ব্যাস ২১৩±১.৪ কিমি[৪] (১৩২ মা), যা চাঁদের ব্যাসের প্রায় এক-ষষ্ঠাংশ। নিজের অক্ষের চারদিকে একবার আবর্তন করতে ফিবির সময় লাগে ৯ ঘণ্টা ১৬ মিনিট এবং শনিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ১৮ মাস। উপগ্রহটির পৃষ্ঠভাগের তাপমাত্রা ৭৫ K (−১৯৮.২ °সে)।
যেখানে শনির অভ্যন্তরীণ উপগ্রহগুলিতে মোটামুটি ৩৫ শতাংশ পাথর দেখা যায় সেখানে অনুমান করা হয়, ফিবির প্রায় ৫০ শতাংশ পাথর। এই কারণে বিজ্ঞানীরা মনে করেন যে ফিবি প্রকৃতপক্ষে শনির মাধ্যাকর্ষণে আটকে পড়া একটি সেন্টোর, অর্থাৎ কাইপার বেষ্টনী থেকে আগত তথা বৃহস্পতি ও নেপচুনের মধ্যবর্তী অঞ্চলে সূর্যকে প্রদক্ষিণকারী বহু-সংখ্যক বরফময় প্ল্যানেটয়েডের অন্যতম।[২৪][২৫] এই জাতীয় বস্তুগুলির মধ্যে ফিবিই প্রথম বস্তু যেটির ছবি একটি বিন্দুর তুলনায় বড়ো আকারে তোলা সম্ভব হয়েছিল।
ক্ষুদ্রাকার হলেও মনে করা হয় যে অতীতে ফিবির আকার গোলকাকারই ছিল এবং উপগ্রহটির অভ্যন্তরভাগ ছিল পৃথকীকৃত। পরবর্তীকালে তা কঠিন আকার ধারণ করে এবং ক্রমাগত সংঘর্ষের ফলে বর্তমানে কিছুটা অ-স্থিতাবস্থামূলক আকার লাভ করেছে।[২৬]
নামযুক্ত বৈশিষ্ট্য
[সম্পাদনা]ফিবির একটি রিজিওর নাম পৌরাণিক ফিবির কন্যা লেটোর নামে নামাঙ্কিত। এছাড়া এই উপগ্রহের অন্যান্য সকল বৈশিষ্ট্যের নামকরণ করা হয়েছে গ্রিক জেসন ও আর্গোনাটদের কিংবদন্তির চরিত্রগুলির নামানুসারে।[২৭]
নাম | উচ্চারণ | গ্রিক |
---|---|---|
লেটো রিজিও | /ˈliːtoʊ/ | Λητώ |
মানচিত্র
[সম্পাদনা]-
ফিবির মধ্য অক্ষাংশের মানচিত্র। উচ্চ অক্ষাংশগুলি প্রধান মানচিত্র থেকে কেটে বাদ দেওয়া হয়েছে, কিন্তু মেরু বহির্লম্বভাগে সেগুলি দেখা যাচ্ছে।
-
ফিবির দক্ষিণ মেরু অঞ্চলের মানচিত্র
-
ফিবির উত্তর মেরু অঞ্চলের মানচিত্র
-
ত্রিমাত্রিক মানচিত্রে ফিবির পূর্বতন গোলকাকার রূপ
উদ্ভব
[সম্পাদনা]সৌরজগতের উদ্ভবের ৩০ লক্ষ বছরের মধ্যে কাইপার বেষ্টনীতে ফিবির উদ্ভব ঘটেছিল। এত বছর আগে উদ্ভূত হওয়ার কারণে যথেষ্ট পরিমাণে তেজষ্ক্রিয় পদার্থ এখানে বিদ্যমান ছিল যা এটিকে গলিয়ে গোলকের আকার দিতে সক্ষম হয়েছিল এবং বহু লক্ষ বছর ধরে যথেষ্ট পরিমাণে উত্তপ্ত অবস্থায় রেখে এখানে তরল জলের অস্তিত্বও বজায় রেখেছিল।[২৬]
পর্যবেক্ষণ ও অভিযান
[সম্পাদনা]শনির অন্যান্য উপগ্রহগুলি ভয়েজার প্রোবের সময় অনুকূল অবস্থানে থাকলেও ফিবি ছিল না। ১৯৮১ সালের সেপ্টেম্বর মাসে মাত্র কয়েক খণ্টার জন্য ভয়েজার ২ ফিবিকে পর্যবেক্ষণ করে। ২২ লক্ষ কিলোমিটার দূর থেকে নিম্ন পর্যায় কোণ থেকে গৃহীত ছবিগুলিতে ফিবির আকার ছিল প্রায় ১১ পিক্সেল। এই ছবিটিতে মোটামুটি অন্ধকারাচ্ছন্ন পৃষ্ঠভাগে উজ্জ্বল বিন্দুগুলিকে দেখা গিয়েছিল।
২০০৪ সালের ১১ জুন ক্যাসিনি ফিবির ২,০৬৮ কিলোমিটার (১,২৮৫ মা) দূর দিয়ে যাওয়ার সময় অনেকগুলি উচ্চ-রেজোলিউশনের ছবি তুলেছিল। এই ছবিগুলি থেকেই ফিবির অভিঘাত খাদে দীর্ণ পৃষ্ঠভাগটি প্রকাশিত হয়ে পড়ে। ভয়েজার ২ যেহেতু ফিবির কোনও উচ্চ মানের ছবি তুলতে পারেনি, সেই কারণে ক্যাসিনি অভিযানের ক্ষেত্রে এটিই ছিল বিজ্ঞানীদের অগ্রাধিকার।[৮] ক্যাসিনি-র পথটি ইচ্ছাকৃতভাবেই এমন রাখা হয়েছিল যাতে মহাকাশযানটি ফিবির কাছ দিয়ে যেতে পারে। অন্যথায় ক্যাসিনি এমন কোনও ছবি পাঠাতে পারত না যা ভয়েজার ২-এর তোলা ছবির থেকে উন্নত মানের। ফিবির আবর্তনকাল অত্যন্ত কম (প্রায় ৯ ঘণ্টা ১৭ মিনিট) হওয়ায় ক্যাসিনি কার্যত ফিবির সমগ্র পৃষ্ঠভাগেরই মানচিত্র প্রেরণে সক্ষম হয়েছিল। ফ্লাইবাইটির নৈকট্যের কারণে ফিবির যে ভরের কথা জানা যায় তাতে ভুল হওয়ার সম্ভাবনায় ৫০০-এর মধ্যে মাত্র ১।[২৮]
আরও দেখুন
[সম্পাদনা]পাদটীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Phoebe"। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। (Sসাবস্ক্রিপশন বা পার্টিশিপেটিং ইনস্টিটিউট মেম্বারশিপ প্রয়োজনীয়.)
- ↑ The Latin form is 'Phoēbē', with stress on the first 'e' (টেমপ্লেট:L&S), but no-one proposes that pronunciation for English
- ↑ "Phoebean"। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। (Sসাবস্ক্রিপশন বা পার্টিশিপেটিং ইনস্টিটিউট মেম্বারশিপ প্রয়োজনীয়.)
- ↑ ক খ গ ঘ ঙ চ Thomas, P. C. (জুলাই ২০১০)। "Sizes, shapes, and derived properties of the saturnian satellites after the Cassini nominal mission" (পিডিএফ)। Icarus। 208 (1): 395–401। ডিওআই:10.1016/j.icarus.2010.01.025। বিবকোড:2010Icar..208..395T। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ Bauer, J.M.; Buratti, B.J.; Simonelli, D.P.; Owen, W.M. (২০০৪)। "Recovering the Rotational Lightcurve of Phoebe"। The Astronomical Journal। 610 (1): L57–L60। ডিওআই:10.1086/423131 । বিবকোড:2004ApJ...610L..57B।
- ↑ Porco CC; ও অন্যান্য (২০০৫-০২-২৫)। "Cassini Imaging Science: Initial Results on Phoebe and Iapetus" (পিডিএফ)। Science। 307 (5713): 1237–1242। ডিওআই:10.1126/science.1107981। পিএমআইডি 15731440। বিবকোড:2005Sci...307.1237P।
- ↑ ক খ Kovas, Charlie। "On This Day"। What Happened on March 18, 1899। Unknown.। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২১, ২০১৭।
- ↑ ক খ Martinez, Carolina; Brown, Dwayne (২০০৪-০৬-০৯)। "Cassini Spacecraft Near First Stop in Historic Saturn Tour"। Mission News। NASA। ২০০৮-০৬-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-০২।
- ↑ Jewitt, David; Haghighipour, Nader (২০০৭)। "Irregular Satellites of the Planets: Products of Capture in the Early Solar System" (পিডিএফ)। Annual Review of Astronomy and Astrophysics। 45 (1): 261–95। arXiv:astro-ph/0703059 । ডিওআই:10.1146/annurev.astro.44.051905.092459। বিবকোড:2007ARA&A..45..261J। ২০০৯-০৯-১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ https://ssd.jpl.nasa.gov/?sat_phys_par
- ↑ Pickering EC (১৮৯৯-০৩-১৭)। "A New Satellite of Saturn"। 49। Harvard College Observatory Bulletin।
- ↑ Pickering EC (১৮৯৯-০৩-২৩)। "A New Satellite of Saturn"। Astronomical Journal। 20 (458): 13। ডিওআই:10.1086/103076। বিবকোড:1899AJ.....20...13P।
- ↑ ক খ Pickering EC (১৮৯৯-০৪-১০)। "A New Satellite of Saturn"। Astrophysical Journal। 9 (4): 274–276। ডিওআই:10.1086/140590। বিবকোড:1899ApJ.....9..274P।
- ↑ Pickering EC (১৮৯৯-০৪-২৯)। "A New Satellite of Saturn"। Astronomische Nachrichten। 149 (10): 189–192। ডিওআই:10.1002/asna.18991491003। বিবকোড:1899AN....149..189P। (same as above)
- ↑ "A Ninth Satellite to Saturn"। The Observatory। 22 (278): 158–159। এপ্রিল ১৮৯৯। বিবকোড:1899Obs....22..158.।
- ↑ Features on Saturn's moon Phoebe given names, Spaceflight Now, February 24, 2005
- ↑ Verbiscer, Anne; Skrutskie, Michael; Hamilton, Douglas (২০০৯-১০-০৭)। "Saturn's largest ring"। Nature। 461 (7267): 1098–100। ডিওআই:10.1038/nature08515। পিএমআইডি 19812546। বিবকোড:2009Natur.461.1098V।
- ↑ "The King of Rings"। NASA, Spitzer Space Telescope center। ২০০৯-১০-০৭। অক্টোবর ১০, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৯।
- ↑ Cowen, Rob (অক্টোবর ৬, ২০০৯)। "Largest known planetary ring discovered"। Science News। অক্টোবর ৬, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১০, ২০২১।
- ↑ Largest ring in solar system found around Saturn, New Scientist
- ↑ Mason, J.; Martinez, M.; Balthasar, H. (২০০৯-১২-১০)। "Cassini Closes In On The Centuries-old Mystery Of Saturn's Moon Iapetus"। CICLOPS website newsroom। Space Science Institute। ২০১২-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-২২।
- ↑ Denk, T.; ও অন্যান্য (২০০৯-১২-১০)। "Iapetus: Unique Surface Properties and a Global Color Dichotomy from Cassini Imaging"। Science। 327 (5964): 435–439। ডিওআই:10.1126/science.1177088। পিএমআইডি 20007863। বিবকোড:2010Sci...327..435D।
- ↑ Spencer, J. R.; Denk, T. (২০০৯-১২-১০)। "Formation of Iapetus' Extreme Albedo Dichotomy by Exogenically Triggered Thermal Ice Migration"। Science। 327 (5964): 432–435। ডিওআই:10.1126/science.1177132। পিএমআইডি 20007862। বিবকোড:2010Sci...327..432S। সাইট সিয়ারX 10.1.1.651.4218 ।
- ↑ Johnson, Torrence V.; Lunine, Jonathan I. (২০০৫)। "Saturn's moon Phoebe as a captured body from the outer Solar System"। Nature। 435 (7038): 69–71। ডিওআই:10.1038/nature03384। পিএমআইডি 15875015। বিবকোড:2005Natur.435...69J।
- ↑ Martinez, C. (মে ৬, ২০০৫)। "Scientists Discover Pluto Kin Is a Member of Saturn Family"। Cassini–Huygens News Releases। মে ১, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ Jia-Rui C. Cook and Dwayne Brown (২০১২-০৪-২৬)। "Cassini Finds Saturn Moon Has Planet-Like Qualities"। JPL/NASA। ২০১২-০৪-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Phoebean craters, USGS
- ↑ Roth et al., AAS Paper 05-311
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Phoebe Profile at NASA's Solar System Exploration site
- Cassini–Huygens Multimedia: Images: Moons: Small Moons
- Cassini Pass Reveals Moon Secrets, BBC News, June 14, 2004
- The Planetary Society: Phoebe
- Asaravala, A.; Saturn's Odd Moon Out, Wired, (May 4, 2005)
- NASA: Natural Satellite Physical Parameters
- Cassini images of Phoebe ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ আগস্ট ২০১১ তারিখে
- Images of Phoebe at JPL's Planetary Photojournal
- Movie of Phoebe's rotation from the National Oceanic and Atmospheric Administration
- Phoebe basemap ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ এপ্রিল ২০০৮ তারিখে (December 2005) from Cassini images
- Phoebe atlas (March 2006) from Cassini images ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে
- Phoebe nomenclature from the USGS planetary nomenclature page
- Phoebe on T. Denk's Outer Saturnian moons websites