ক্রিস ইভানস (অভিনেতা)
ক্রিস ইভানস Chris Evans | |
---|---|
জন্ম | ক্রিস্টোফার রবার্ট ইভানস Christopher Robert Evans ১৩ জুন ১৯৮১ বস্টন, ম্যাসাচুয়েটস, মার্কিন যুক্তরাষ্ট্র |
শিক্ষা | লিঙ্কন-সাডবেরি রিজিওনাল হাই স্কুল |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৯৯-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | আলবা ব্যাপটিস্তা (বি. ২০২৩) |
আত্মীয় | স্কট ইভানস (ভাই) মাইক ক্যাপুয়ানো (মামা) |
ক্রিস্টোফার রবার্ট "ক্রিস" ইভানস (ইংরেজি: Christopher Robert "Chris" Evans; জন্ম: ১৩ জুন, ১৯৮১)[১] হলেন একজন মার্কিন অভিনেতা। ইভানস হলিউডের বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করলেও দুটি সুপারহিরো চরিত্রে অভিনয় করার জন্যই সর্বাধিক পরিচিতি ও খ্যাতি অর্জন করেছেন: হিউম্যান টর্চ ও ক্যাপ্টেন আমেরিকা। ফ্যান্টাস্টিক ফোর (২০০৫) ও ফ্যান্টাস্টিক ফোর: দ্য রাইজ অফ দ্য সিলভার সারফার (২০০৭) ছবি দুটিতে তিনি হিউম্যান টর্চের ভূমিকায় অভিনয় করেন। এরপর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে মার্ভেল কমিকস চরিত্র ক্যাপ্টেন আমেরিকার ভূমিকায় তিনি কয়েকটি ছবিতে অভিনয় করেন।
২০০০ সালে টেলিভিশন ধারাবাহিক অপোজিট সেক্স-এ অভিনয়ের মাধ্যমে ইভানসের কর্মজীবনের সূচনা ঘটে। তারপর তিনি নট অ্যানাদার টিন মুভি, সানশাইন, স্কট পিলগ্রিম ভার্সেস দ্য ওয়ার্ল্ড, স্নোপিয়ার্সার ও মুক্তির অপেক্ষায় থাকা গিফটেড ইত্যাদি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১১ সালে তিনি স্টিভ রজার্স হিসেবে মার্ভেলের সুপারহিরো সিনেমা ক্যাপ্টেন আমেরিকা য় অভিনয় করেন। পরবর্তীতে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বেশকটি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি এসব চলচ্চিত্রে 'ক্যাপ' নামেই বেশি পরিচিত এবং অ্যাভেঞ্জার দলের দলপতি হিসেবে অভিনয় করেন। ২০১৪ সালে ইভানস বিফোর উই গো নামে একটি ড্রামা চলচ্চিত্র পরিচালনা করেন। এটিই ছিল তার পরিচালিত প্রথম ছবি। এই ছবিতে তিনি অভিনয়ও করেন।[২]
প্রথম জীবন
[সম্পাদনা]ইভানস জন্মগ্রহণ করেছিলেন বস্টন শহরে।[৩] কিন্তু তার ছেলেবেলা কেটেছিল সাডবেরি শহরে।[৪] ইভানসের মা লিসা ইভানস (প্রাক-বিবাহ নাম লিসা ক্যাপুয়ানো) কনকর্ড ইউথ থিয়েটারের একজন শিল্প-নির্দেশক[৫][৬] এবং তার বাবা রবার্ট ইভানস একজন দন্ত-চিকিৎসক।[৭]
ইভানসের দিদি কার্লি[৭] নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় অনুমোদিত টিস স্কুল অফ ফাইন আর্টস থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি লিনকন-সাডবেরি রিজিওনাল হাই স্কুলের হাই স্কুল ড্রামা ও ইংরেজির শিক্ষিকা।[৫][৮] তাদের বোন শানা[৭] আর ভাই[৯] স্কট ইভানস[৭] আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানির (এবিসি) সোপ অপেরা ওয়ান লাইফ টু লিভ-এ অভিনয় করেন। তাদের মামা মাইক ক্যাপুয়ানো ম্যাসাচুয়েটস কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে মার্কিন কংগ্রেসে প্রতিনিধিত্ব করেন। এই ডিস্ট্রিক্ট থেকেই ইতঃপূর্বে টিপ ও’নেইল প্রতিনিধিত্ব করেছিলেন।[১০] ইভানসের মা ইতালীয়-আইরিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক।[১০][১১][১২] ইভানস, তার দিদি ও তাদের ভাইবোনেরা ক্যাথলিক শিক্ষা লাভ করেন।[১১][১২]
ইভানস লিঙ্কন-সাডবেরি রিজিওনাল হাই স্কুল থেকে স্নাতক হন।[৪] এরপর তিনি নিউ ইয়র্ক সিটিতে চলে আসেন এবং লি স্ট্র্যাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউশনে অভিনয় শিক্ষা করেন।[১৩]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৯৯ সালে ইভানস হাসব্রোর বোর্ড গেম মিস্ট্রি ডেটে ″টাইলার″-এর মডেল হন। এই গেমের বিশেষ সংস্করণে একটি ইলেকট্রনিক ফোন ছিল। তাতে ইভানসকে গেম বক্সের মধ্যে কথা বলতে দেখা গিয়েছিল।[১৪]
দ্য নিউকামার্স (২০০০) ও নট অ্যানাদার টিন মুভি (২০০১) ছবিতে অভিনয় করার পর ইভানস দ্য পারফেক্ট স্কোর (২০০৪) ও সেলুলার (২০০৪) ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর তিনি শিকাগোতে দুটি ইন্ডিপেনডেন্ট চলচ্চিত্রেও অভিনয় করেন। এই ছবি দুটি ছিল ডার্ক উইটেনবর্নের ফিয়ার্স পিপল (২০০৫) ও লন্ডন (২০০৫)। ফিয়ার্স পিপল ছবিতে ইভানস খলনায়ক ব্রাইস চরিত্রে এবং লন্ডন ছবিতে সম্পর্কের জটিলতা-সংক্রান্ত সমস্যায় দুশ্চিন্তাগ্রস্থ এক ড্রাগ ব্যবহারকারীর চরিত্রে অভিনয় করেন। ২০০৫ সালে কমিক বুক অবলম্বনে নির্মিত ফ্যান্টাস্টিক ফোর চলচ্চিত্রে সুপারহিরো হিউম্যান টর্চ চরিত্রে অভিনয় করেন ইভানস। ২০০৭ সালে নির্মিত উক্ত ছবির সিকোয়েল ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অফ দ্য সিলভার সারফার-এও তিনি একই চরিত্রে অভিনয় করেন।[১৫] সেই বছর তিনি ড্যানি বয়েলের কল্পবিজ্ঞান চলচ্চিত্র সানশাইন-এ (২০০৭) ইঞ্জিনিয়ার থেকে মহাকাশচারীতে পরিণত হওয়া চরিত্র মেসের ভূমিকায় অভিনয় করেন।[১৬]
২০০৮ সালে ইভানস স্ট্রিট কিংস চলচ্চিত্রে কিয়ানু রিভসের সঙ্গে অভিনয় করেন। সেই বছরই টেনেসি উইলিয়ামসের চিত্রনাট্য অবলম্বনে নির্মিত দ্য লস অফ আ টিয়ারড্রপ ডায়মন্ড ছবিতে ব্রাইস ডালাস হাওয়ার্ড ও এলেন বারস্টিনের সঙ্গে অভিনয় করেন ইভানস। পরের বছর তিনি কল্পবিজ্ঞান থ্রিলার পুশ চলচ্চিত্রে ডাকোটা ফ্যানিং ও ক্যামিলা বেলের সঙ্গে অভিনয় করেন। ইভানস অ্যাকশন দৃশ্যগুলিতে নিজেই অভিনয় করেন। এতে ছবিটি নির্মাণে বেশ কয়েক সপ্তাহ লাগে এবং চলচ্চিত্রায়ণের সময় ইভানস আহতও হন।[১৭]
২০১০ সালে ইভানস টেক্সাসের হিউস্টনে মার্ক কাসেন ও অ্যাডাম কাসেনের যৌথ-পরিচালনায় নির্মিত পাংচার ছবির চলচ্চিত্রায়ণের কাজ শেষ করেন। ২০১১ সালে এই ছবিটি ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে এই উৎসবের ১০ম বার্ষিকী উপলক্ষ্যে অন্যতম দৃষ্টিআকর্ষণকারী প্রকল্প হিসেবে প্রথম প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল।[১৮]
সেই বছরই ইভানস সিলভেইন হোয়াইটের দ্য লুসারস চলচ্চিত্রে অভিনয় করেন। এই ছবিটি ডিসি কমিকস ইমপ্রিন্ট ভার্টিগোর কমিক-বুক ধারাবাহিক অবলম্বনে নির্মিত হয়েছিল।[১৯] এরপর ইভানস কমিক-বুক অবলম্বনে নির্মিত আরও একটি ছবিতে অভিনয় করেন। এটি ছিল এডগার রাইট পরিচালিত স্কট পিলগ্রিম ভার্সেস দ্য ওয়ার্ল্ড (২০১০)। এই ছবিতে ইভানস রামোনা ফ্লাওয়ার্সদের সাত অনিষ্টকারী এক্সের অন্যতম এক চরিত্রে অভিনয় করেন।[২০]
২০১১ সালে ইভানস ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার ছবিতে মার্ভেল কমিকস চরিত্র ক্যাপ্টেন আমেরিকার ভূমিকায় অভিনয় করেন। সেই বছরই তিনি রোম্যান্টিক-কমেডি চলচ্চিত্র হোয়াট’স ইয়োর নাম্বার-এ অ্যানা ফারিসের বিপরীতে অভিনয় করেন।[২১][২২] প্রথম দিকে এই ছবিটি চলচ্চিত্রায়ণের সময়সূচি নিয়ে সমস্যা দেখা যায়। কারণ এই ছবিটি এবং ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার ছবিটির চলচ্চিত্রায়ণের জন্য ২০১০ সালের গ্রীষ্মকালটিকে বেছে নেওয়া হয়েছিল।[২৩]
ইভানস একাধিক ছবিতে ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। এরপর এই চলচ্চিত্র ধারাবাহিকে তিনি অভিনয় করেন ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত দি অ্যাভেঞ্জার্স ছবিতে।[২১] এরপর ইভানস দি আইসম্যান (২০১২) মিশেল শ্যাননের বিপরীতে অভিনয় করেন। এই ছবিতে ইভানস যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন, আগে সেটিতে অভিনয় করার কথা ছিল জেমস ফ্র্যাঙ্কোর। কিন্তু ফ্র্যাঙ্কো এই ছবিতে অভিনয় করা থেকে অব্যহতি গ্রহণ করেছিলেন।[২৪] এই ছবিতে ইভানস একটি দীর্ঘ উইগ পরিধান করেছিলেন এবং চরিত্রটি রূপদানের জন্য তাকে দাড়িও রাখতে হয়েছিল।[২৫] এরপর ইভানস দক্ষিণ কোরীয় পরিচালক বং জুন-হো পরিচালিত ইংরেজি চলচ্চিত্র স্নোপিয়ার্সার-এ (২০১৩) অভিনয় করেন।[২৬]
২০১৪ সালে ইভানস ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার ছবিতে অভিনয় করেন।[২৭] ইভানস পরিচালিত প্রথম চলচ্চিত্র বিফোর উই গো[২৮] ২০১৪ সালে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়।[২] এরপর তিনি মিশেল মোনাগনের বিপরীতে প্লেয়িং ইট কুল (২০১৫) নামে একটি রোম্যান্টিক কমেডি ছবিতেও অভিনয় করেন।[২৯]
২০১৫ সালে অ্যাভেঞ্জার্স: এজ অফ আলট্রন ছবিতে আবার ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে অভিনয় করেন। ২০১৬ সালে উক্ত ছবির সিকোয়েল ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়্যার ছবিতেও ক্যাপ্টেন আমেরিকার ভূমিকায় অভিনয় করেন ইভানস।[৩০][৩১]
২০১৪ সালের মার্চ মাসে ইভানস বলেছিলেন, মার্ভেলের সঙ্গে চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে চলচ্চিত্র পরিচালনার কাজে আরো বেশি করে মনোনিবেশ করার জন্য তিনি অভিনয় করা কমিয়ে দেবেন।[৩২] তিনি এও বলেছিলেন যে, তার মনে হয় ২০১৭ সালের মধ্যেই ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে তার অভিনয়ের কাজ শেষ হয়ে যাবে।[২৮] কিন্তু ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ইনফিনিটি ওয়্যার ছবিতে অভিনয়ের পরেও মার্ভেল যদি চুক্তির মেয়াদ বাড়াতে চায়, তবে তিনি ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে অভিনয়ের জন্য তার পরেও চুক্তিবদ্ধ হতে রাজি আছেন।[৩৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ইভানস নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের ফ্যান। তিনি আমেরিকা’জ গেম: দ্য স্টোরি অফ দ্য ২০১৪ নিউ ইংল্যান্ড প্যাট্রিয়ট তথ্যচিত্রে ভাষ্য দিয়েছিলেন।[৩৪]
ইভানস এলজিবিটি অধিকারের সমর্থক।[৩৫] যদিও তিনি ক্যাথলিক শিক্ষালাভ করেছিলেন, তবু তার দৃষ্টিভঙ্গিতে সর্বেশ্বরবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায়।[১২] বৌদ্ধ দর্শনের প্রতিও তার বিশেষ আগ্রহ আছে।[৩৬]
২০১৬ সালের গোড়ার দিকে ইভানস অভিনেত্রী ও কৌতুকশিল্পী জেনি স্লেটের সঙ্গে প্রণয়সূত্রে দেখাসাক্ষাৎ শুরু করেন।[৩৭][৩৮] ২০১৭ সালের জানুয়ারি মাসে তাদের সম্পর্ক ভেঙে যায়।[৩৯]
ফিল্মোগ্রাফি
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০০০ | দ্য নিউকামার্স | জাড | |
২০০১ | নট অ্যানাদার টিন মুভি | জেক ওয়েলার | |
২০০৩ | দ্য পেপার বয় | বেন হ্যারিস | স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র |
২০০৪ | দ্য পারপফেক্ট স্কোর | কাইল কোর্টিস | |
সেলুলার | রায়ান হেউইট | ||
২০০৫ | ফিয়ার্স পিপল | ব্রাইস ল্যাংলে | |
ফ্যান্টাস্টিক ফোর | জনি স্টোর্ম / হিউম্যান টর্চ | ||
লন্ডন | সিড | ||
২০০৭ | টিএমএনটি | ক্যাসি জোনস | কণ্ঠশিল্পী |
সানশাইন | রবার্ট মেস | ||
ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অফ দ্য সিলভার সারফার | জনি স্টর্ম / হিউম্যান টর্চ | ||
দ্য ন্যানি ডায়েরিজ (চলচ্চিত্র) | হেডেন "হার্ভার্ড হটি" | ||
ব্যাটেল ফর টেরা | স্টিউয়ার্ট স্ট্যানটন | কণ্ঠশিল্পী | |
২০০৮ | স্ট্রিট কিংস | ডিটেকটিভ পল ডিসকান্ট | |
দ্য লস অফ আ টিয়ারড্রপ ডায়মন্ড | জিমি ববিন | ||
২০০৯ | পুশ | নিক গ্যান্ট | |
২০১০ | দ্য লুজার্স (চলচ্চিত্র) | জেক জেনসন | |
স্কট পিলগ্রিম ভার্সেস দ্য ওয়ার্ল্ড | লুকাস লি | ||
২০১১ | পাংচার | মাইকেল ডেভিড "মাইক" ওয়েইস | |
ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার | স্টিভ রজার্স / ক্যাপ্টেন আমেরিকা | ||
হোয়াট’স ইয়োর নাম্বার? | কোলিন শিয়া | ||
২০১২ | দ্য অ্যাভেঞ্জার্স (২০১২-এর চলচ্চিত্র) | স্টিভ রজার্স / ক্যাপ্টেন আমেরিকা | |
দি আইসম্যান | রবার্ট "মিস্টার ফ্রিজি " প্রং | ||
২০১৩ | স্নোপিয়ার্সার | কার্টিস এভারেট | |
থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড | স্টিভ রজার্স / ক্যাপ্টেন আমেরিকা (লোকির ছদ্মবেশধারী) |
ক্যামিও (নামলিপিতে অনুল্লিখিত)[৪০] | |
২০১৪ | ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার | স্টিভ রজার্স / ক্যাপ্টেন আমেরিকা | |
বিফোর উই গো | নিক ভগান | ইভানস ছিলেন এই ছবিটির প্রযোজক ও পরিচালক। তিনি এই ছবিতে অভিনয়ও করেন। | |
২০১৫ | অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন | স্টিভ রজার্স / ক্যাপ্টেন আমেরিকা | |
অ্যান্ট-ম্যান | স্টিভ রজার্স / ক্যাপ্টেন আমেরিকা | ক্যামিও (নামলিপিতে অনুল্লিখিত) | |
প্লেইং ইট কুল | মি | ||
২০১৬ | ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার | স্টিভ রজার্স / ক্যাপ্টেন আমেরিকা | |
২০১৭ | গিফ্টেড | ফ্র্যাঙ্ক অ্যাডলার | |
স্পাইডার-ম্যান: হোমকামিং | স্টিভ রজার্স / ক্যাপ্টেন আমেরিকা | ক্যামিও | |
২০১৮ | অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার | স্টিভ রজার্স / ক্যাপ্টেন আমেরিকা | |
দ্য রেড সি ডাইভিং রেসোর্ট | অ্যারি লেভিনসন | বর্তমানে চলচ্চিত্রায়িত হচ্ছে | |
২০১৯ | অ্যাভেঞ্জার্স: এন্ডগেম | স্টিভ রজার্স / ক্যাপ্টেন আমেরিকা |
২০১২ টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব|২০১২ টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে]] ইভানস]]
টেলিভিশন
[সম্পাদনা]বছর | ধারাবাহিক | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০০০ | অপোজিট সেক্স | ক্যারি ব্যাস্টন | ৮ পর্ব |
দ্য ফিউজিটিভ (টেলিভিশন ধারাবাহিক) | জ্যাক লার্ডনার | পর্ব: "গিল্ট" | |
২০০১ | বস্টন পাবলিক | নিল ম্যাভ্রোমেটস | পর্ব: "চ্যাপ্টার নাইন" |
২০০২ | ইস্টউইক | অ্যাডাম | পাইলট |
২০০৩ | স্কিন | ব্রায়ান | পর্ব: "পাইলট" |
২০০৮ | রবার্ট চিকেন | বিভিন্ন কণ্ঠস্বর | পর্ব: "মনস্টোরেজ" |
ভিডিও গেম
[সম্পাদনা]বছর | ভিডিও গেম | কণ্ঠ ভূমিকা |
---|---|---|
২০০৫ | ফ্যান্টাস্টিক ফোর | জনি স্টোর্ম / হিউম্যান টর্চ |
২০১১ | ক্যাপ্টেন আমেরিকা: সুপার সোলজার | স্টিভ রজার্স / ক্যাপ্টেন আমেরিকা |
২০১২ | ডিসকভারড[৪১] | স্ব-ভূমিকায় |
২০১৬ | লেগো মার্ভেল অ্যাভেঞ্জার্স | স্টিভ রজার্স / ক্যাপ্টেন আমেরিকা |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত চলচ্চিত্র | ফলাফল | রেফারেন্স |
---|---|---|---|---|---|
২০০৫ | এমটিভি মুভি অ্যাওয়ার্ডস | বেস্ট অন-স্ক্রিন টিম | ফ্যান্টাস্টিক ফোর | মনোনীত | [৪২] |
২০০৭ | টিন চয়েস অ্যাওয়ার্ডস | চয়েস মুভি অ্যাক্টর: অ্যাকশন অ্যাডভেঞ্চার | ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অফ দ্য সিলভার সারফার | মনোনীত | |
চয়েস মুভি: রাম্বল | ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অফ দ্য সিলভার সারফার | মনোনীত | |||
২০১১ | স্ক্রিম অ্যাওয়ার্ডস | বেস্ট সুপারহিরো | ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার | বিজয়ী | [৪৩] |
স্যাটার্ন অ্যাওয়ার্ডস | বেস্ট অ্যাক্টর | ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার | মনোনীত | ||
পিপল’স চয়েস অ্যাওয়ার্ডস | ফেভারিট মুভি সুপারহিরো | ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার | মনোনীত | ||
এমটিভি মুভি অ্যাওয়ার্ডস | এমটিভি মুভি অ্যাওয়ার্ড ফর বেস্ট হিরো | ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার | মনোনীত | ||
টিন চয়েস অ্যাওয়ার্ডস | চয়েস সামার মুভি স্টার: মেল | ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার | মনোনীত | ||
২০১২ | চয়েস মুভি: ফাইট | ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার | মনোনীত | ||
চয়েস মুভি: মেল সিন স্টিলার | দি অ্যাভেঞ্জার | মনোনীত | |||
২০১৩ | পিপল’স চয়েস অ্যাওয়ার্ডস | ফেভারিট অ্যাকশন মুভি স্টার | দি অ্যাভেঞ্জার | মনোনীত | |
ফেভারিট মুভি সুপারহিরো | দি অ্যাভেঞ্জার | মনোনীত | |||
এমটিভি মুভি অ্যাওয়ার্ডস | বেস্ট ফাইট(অন্যান্য কলাকুশলীদের সঙ্গে) | দি অ্যাভেঞ্জার | বিজয়ী | ||
২০১৪ | টিন চয়েস অ্যাওয়ার্ডস | চয়েস মুভি অ্যাক্টর: সাই-ফাই/ফ্যান্টাসি | ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার | মনোনীত | |
২০১৫ | পিপল’স চয়েস অ্যাওয়ার্ডস | ফেভারিট অ্যাকশন মুভি অ্যাক্টর | ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার | বিজয়ী | |
ফেভারিট মুভি ডুয়ো(স্কারলেট জোহান্সসনের সঙ্গে) | ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার | মনোনীত | |||
ক্রিটিক’স চয়েস অ্যাওয়ার্ডস | বেস্ট অ্যাক্টর ইন অ্যান অ্যাকশন মুভি | ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার | মনোনীত | ||
এমটিভি মুভি অ্যাওয়ার্ডস | বেস্ট ফাইট(ক্রিস ইভানস বনাম সেবাস্টিয়ান স্টান) | ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার | মনোনীত | ||
বেস্ট কিস(স্কারলেট জোহান্সসনের সঙ্গে) | ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার | মনোনীত | |||
স্যাটার্ন অ্যাওয়ার্ডস | বেস্ট কমিক-টু-ফিল্ম মোশন পিকচার | ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার | মনোনীত | ||
বেস্ট অ্যাক্টর | ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার | মনোনীত | |||
টিন চয়েস অ্যাওয়ার্ডস | চয়েস মুভি অ্যাক্টর: সাই-ফাই/ফ্যান্টাসি | অ্যাভেঞ্জার: এজ অফ আলট্রন | মনোনীত | ||
চয়েস মুভি সিন স্টিলার | অ্যাভেঞ্জার: এজ অফ আলট্রন | বিজয়ী | |||
২০১৬ | এমটিভি মুভি অ্যাওয়ার্ডস | বেস্ট হিরো | অ্যাভেঞ্জার: এজ অফ আলট্রন | মনোনীত | |
টিন চয়েস অ্যাওয়ার্ডস | চয়েস মুভি অ্যাক্টর: সাই-ফাই/ফ্যান্টাসি | ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়্যার | বিজয়ী | [৪৪] | |
ক্রিটিক’স চয়েস অ্যাওয়ার্ডস | বেস্ট অ্যাক্টর ইন অ্যান অ্যাকশন মুভি | ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়্যার | মনোনীত | ||
২০১৭ | পিপল’স চয়েস অ্যাওয়ার্ডস | ফেভারিট অ্যাকশন মুভি অ্যাক্টর | ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়্যার | মনোনীত | [৪৫] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Today in History"। The Guardian। London, UK। Associated Press। জুন ১৩, ২০০৯। ডিসেম্বর ২৬, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৩, ২০০৮।
Actor Chris Evans is 28.
- ↑ ক খ "Toronto Film Festival Lineup"। Variety। সংগ্রহের তারিখ জুলাই ২২, ২০১৪।
- ↑ Itzkoff, Dave (জুলাই ৮, ২০১১)। "Chris Evans in 'Captain America: The First Avenger'"। The New York Times।
- ↑ ক খ Pai, Tanya. "America's Most Wanted"। Boston। জুন ২০১১। জুলাই ৫, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৬, ২০১৩।
- ↑ ক খ Marotta, Terry (জুলাই ১৯, ২০০৭)। "Grease is the word"। Gatehouse News Service via Wicked Local Sudbury। এপ্রিল ৩, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৯, ২০১০।
- ↑ Cantrell, Cindy (মার্চ ৯, ২০১৪)। "Chris Evans doesn't forget his Concord roots"। The Boston Globe। সংগ্রহের তারিখ এপ্রিল ৬, ২০১৪।
- ↑ ক খ গ ঘ Keck, William (সেপ্টেম্বর ৯, ২০০৪)। "Chris Evans' career ready to sizzle"। USA Today। নভেম্বর ৬, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১০, ২০০৭।
...Evans' siblings, Scott, Carly and Shanna.
- ↑ "Carly is a teacher at lsrhs"। LSRHS। অক্টোবর ২২, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৭, ২০১৪।
- ↑ Krebs, Sean (ডিসেম্বর ১৪, ২০০৯)। "Behind The Scenes: The Scott Evans Cover Shoot"। Instinct। জুলাই ২৬, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৬, ২০০৯।
- ↑ ক খ Stickgold, Emma (জুলাই ২১, ২০১০)। "Rita Capuano; campaigned with vigor for husband, son; at 90"। The Boston Globe। নভেম্বর ৫, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২২, ২০১০। (সদস্যতা প্রয়োজনীয়)
- ↑ ক খ "Meet curious Chris"। Deccan Herald। মে ২৭, ২০০৭। সেপ্টেম্বর ২৯, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ৮, ২০০৯।
- ↑ ক খ গ "Sunshine – Chris Evans interview"। IndieLondon.co.uk। অক্টোবর ২৯, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ৮, ২০০৯।
- ↑ Gardner, Jessica (সেপ্টেম্বর ২১, ২০১১)। "Chris Evans Takes On a New Fight in 'Puncture'"। Backstage। সংগ্রহের তারিখ এপ্রিল ১২, ২০১৬।
- ↑ Jay Jayson @ComicBook। "Captain America Was A Model For Mystery Date"। Comicbook.com। সংগ্রহের তারিখ এপ্রিল ১২, ২০১৬।
- ↑ "Human Torch Chris Evans Says Fantastic Four 3 Will Probably Not Happen"। /Film। মার্চ ২১, ২০০৮। সংগ্রহের তারিখ জুন ৭, ২০১৩।
- ↑ Chupnick, Steven (জুলাই ২২, ২০০৭)। "Traveling to the SUNSHINE with Danny Boyle and Chris Evans"। Collider.com। সংগ্রহের তারিখ জুন ৭, ২০১৩।
- ↑ "Push Comes to Shove for Chris Evans"। Parade। ফেব্রুয়ারি ৪, ২০০৯। সংগ্রহের তারিখ জুলাই ১৯, ২০১০।
- ↑ Rosen, Christopher (এপ্রিল ২২, ২০১১)। "Chris Evans and the Kassen Brothers Talk Puncture, Captain America and the Tribeca Film Festival"। Movieline.com। সংগ্রহের তারিখ জুন ৭, ২০১৩।
- ↑ Billington, Alex (জুলাই ১৩, ২০০৯)। "Complete Look at the Full Cast of Sylvain White's The Losers"। FirstShowing.net। সংগ্রহের তারিখ জুলাই ১৩, ২০০৯।
- ↑ Fischer, Russ (জানুয়ারি ২০, ২০০৯)। "A Handy Cast Guide To Scott Pilgrim Vs The World"। Chud.com। ২৩ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২০, ২০০৯।
- ↑ ক খ Graser, Marc (মার্চ ২২, ২০১০)। "Chris Evans to play 'Captain America'"। Variety। সংগ্রহের তারিখ মার্চ ২৩, ২০১০।
- ↑ Anderton, Ethan (মার্চ ৮, ২০১০)। "Casting Tidits: Anna Faris, Liv Tyler, Ryan Gosling and More"। FirstShowing.net। সংগ্রহের তারিখ আগস্ট ৩, ২০১০।
- ↑ Ward, Kate (মার্চ ১৯, ২০১০)। "Captain America offered to Chris Evans"। Entertainment Weekly। ২৬ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২, ২০১৪।
- ↑ Fleming Jr., Mike (নভেম্বর ১১, ২০১১)। "Chris Evans Replacing James Franco In 'The Iceman'"। Deadline.com। সংগ্রহের তারিখ মার্চ ২, ২০১৪।
- ↑ Malec, Brett (এপ্রিল ২৩, ২০১৩)। "Captain America, Who?! Chris Evans Gets Hairy Makeunder in New Movie The Iceman"। E!। সংগ্রহের তারিখ মার্চ ২, ২০১৪।
- ↑ Kroll, Justin (জানুয়ারি ১৩, ২০১২)। "Chris Evans warms to 'Snow Piercer'"। Variety। সংগ্রহের তারিখ মার্চ ২, ২০১৪।
- ↑ Chitwood, Adam (সেপ্টেম্বর ১৮, ২০১২)। "Chris Evans Talks 'Captain America: The Winter Soldier'; Says Sequel Will Get Into Material That Was Cut from 'The Avengers'"। Collider.com। সেপ্টেম্বর ১৮, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৮, ২০১২।
- ↑ ক খ Setoodeh, Ramin (মার্চ ২৫, ২০১৪)। "'Captain America's' Chris Evans Says He's Ready to Leave Acting Behind"। Variety। এপ্রিল ২, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৩, ২০১৪।
- ↑ Gajewski, Ryan (সেপ্টেম্বর ১৩, ২০১৪)। "Chris Evans Has Complicated Feelings for Michelle Monaghan in 'Playing It Cool' Trailer"। The Hollywood Reporter। অক্টোবর ১৩, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৩০, ২০১৪।
- ↑ "Marvel Studios Announces Filming of Marvel's Avengers: Age of Ultron in South Korea"। Marvel। ফেব্রুয়ারি ১৮, ২০১৪। ফেব্রুয়ারি ২১, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৮, ২০১৪।
- ↑ Strom, Marc (অক্টোবর ২৮, ২০১৪)। "Marvel Pits Captain America & Iron Man in a Cinematic Civil War"। Marvel.com। অক্টোবর ২৮, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৮, ২০১৪।
- ↑ Glamour magazine via Gallagher, Brian (মার্চ ৩, ২০১৪)। "Chris Evans Taking a Break from Acting Once Marvel Contract Expires"। Movieweb.com (Watchr Media)। এপ্রিল ৩, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৩, ২০১৪।
- ↑ Chitwood, Adam (সেপ্টেম্বর ৪, ২০১৫)। "Chris Evans Eager to Extend Marvel Contract"। Collider। সংগ্রহের তারিখ এপ্রিল ১২, ২০১৬।
- ↑ "Chris Evans to narrate Patriots documentary 'America's Game'"। BostonGlobe.com। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৬।
- ↑ Voss, Brandon (জানুয়ারি ৫, ২০০৯)। "A List: Chris Evans"। The Advocate। সংগ্রহের তারিখ জুলাই ২০, ২০১০।
- ↑ Sachs, Adam (মে ২০১২)। "The Avengers' Chris Evans: Just Your Average Beer-Swilling, Babe-Loving Buddhist"। Details। এপ্রিল ১২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৬, ২০১৩।
- ↑ Murphy, Desiree (জুন ২৫, ২০১৬)। "Exclusive: Jenny Slate Can't Stop Gushing Over 'Dream' Boyfriend Chris Evans as They Make Their Red Carpet Debut As a Couple"। Entertainment Tonight। জুন ২৬, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৮, ২০১৬।
- ↑ REVIEW-JOURNAL, DON CHAREUNSY NICHE DIVISION OF LAS VEGAS (সেপ্টেম্বর ১৯, ২০১৬)। "'Captain America' hero Chris Evans attends O at Bellagio for second time"।
- ↑ Chris Evans and Jenny Slate break up
- ↑ West, Kelly (নভেম্বর ২০১৩)। "How Thor: The Dark World Did That Amazing Cameo Scene"। Cinema Blend। সংগ্রহের তারিখ জুন ৩০, ২০১৬।
- ↑ http://www.polygon.com/2012/10/18/3522828/intel-releases-free-kinect-fmv-game-discovered-starring-chris-evans
- ↑ "'2006 MTV Movie Awards' Nominees Announced"। MovieWeb। এপ্রিল ২৪, ২০০৬। অক্টোবর ৭, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২৭, ২০২০।
- ↑ Goodacre, Kate; Fowler, Tara (জুন ৪, ২০১২)। "MTV Movie Awards 2012: Winners in full"। Digital Spy। এপ্রিল ১৫, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২৭, ২০২০।
- ↑ Kilday, Gregg (ডিসেম্বর ১, ২০১৬)। "'La La Land,' 'Arrival,' 'Moonlight' Top Critics' Choice Nominations"। The Hollywood Reporter। ডিসেম্বর ২, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১, ২০১৬।
- ↑ McNary, Dave (মার্চ ২, ২০১৭)। "Saturn Awards Nominations 2017: 'Rogue One,' 'Walking Dead' Lead"। Variety। মার্চ ৩, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২, ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্রিস ইভানস (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে ক্রিস ইভানস (ইংরেজি)
- টুইটারে ক্রিস ইভানস
- ১৯৮১-এ জন্ম
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন ভিডিও গেম অভিনেতা
- মার্কিন কণ্ঠাভিনেতা
- আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- লি স্ট্র্যাসবার্গ থিয়েটার ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী
- জীবিত ব্যক্তি
- বস্টনের অভিনেতা
- সাডবেরি, ম্যাসাচুয়েটসের ব্যক্তিত্ব
- প্রাক্তন রোমান ক্যাথলিক
- ইতালীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- জার্মান বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- মার্কিন বৌদ্ধ
- মার্কিন যুক্তরাষ্ট্রের এলজিবিটিকিউ অধিকার কর্মী
- লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী