ফ্রাঙ্ক মিসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Frank Misson থেকে পুনর্নির্দেশিত)
ফ্রাঙ্ক মিসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামফ্রান্সিস মাইকেল মিসন
জন্ম (1938-11-19) ১৯ নভেম্বর ১৯৩৮ (বয়স ৮৫)
ডার্লিংহার্স্ট, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
সম্পর্কডেভিড মিসন (পিতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২১৭)
৩০ ডিসেম্বর ১৯৬০ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট২২ জুন ১৯৬১ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৭১
রানের সংখ্যা ৩৮ ১০৫২
ব্যাটিং গড় ১৯.০০ ১৭.৫৩
১০০/৫০ ০/০ ০/২
সর্বোচ্চ রান ২৫* ৫১*
বল করেছে ১১৯৭ ১২১৯০
উইকেট ১৬ ১৭৭
বোলিং গড় ৩৮.৫০ ৩১.১৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/৫৮ ৬/৭৫
ক্যাচ/স্ট্যাম্পিং ৬/০ ৫৮/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩০ নভেম্বর ২০১৯

ফ্রান্সিস মাইকেল মিসন (ইংরেজি: Frank Misson; জন্ম: ১৯ নভেম্বর, ১৯৩৮) নিউ সাউথ ওয়েলসের ডার্লিংহার্স্ট এলাকায় জন্মগ্রহণকারী সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬০ থেকে ১৯৬১ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১]

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন ফ্রাঙ্ক মিসন

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

১৯৫৮-৫৯ মৌসুম থেকে ১৯৬৩-৬৪ মৌসুম পর্যন্ত ফ্রাঙ্ক মিসনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। তার পিতা ডেভিড মিসন অস্ট্রেলিয়া দলের শারীরিক সক্ষমতাবিষয়ক পরামর্শক ছিলেন।

সমগ্র খেলোয়াড়ী জীবনে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন। ৩০ ডিসেম্বর, ১৯৬০ তারিখে মেলবোর্নে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ঐ টেস্টে তার দল ৭ উইকেটে জয়লাভ করেছিল। ২২ জানুয়ারি, ১৯৬১ তারিখে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Australia – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৯ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]