বিষয়বস্তুতে চলুন

সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Central Intelligence Agency থেকে পুনর্নির্দেশিত)
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি
সিআইএ'র সরকারি সিলমোহর
সিআইএ'র পতাকা
সংস্থার রূপরেখা
গঠিত১৮ সেপ্টেম্বর, ১৯৪৭
পূর্ববর্তী সংস্থা
  • সেন্ট্রাল ইন্টেলিজেন্স গ্রুপ
সদর দপ্তরজর্জ বুশ সেন্টার ফর ইন্টেলিজেন্স ল্যাঙ্গলি, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
নীতিবাক্যদেশের সেবায়, সেন্টার ফর ইন্টেলিজেন্স
কর্মীগোপনীয়[][] আনুমানিক ২১,৫৭৫[]
বার্ষিক বাজেটগোপনীয় ($১৪.৭ বিলিয়ন, ২০১৩ অনুসারে)[][][]
সংস্থা নির্বাহী
ওয়েবসাইটwww.cia.gov

সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (ইংরেজি: Central Intelligence Agency) (CIA), যা সিআইএ নামেও পরিচিত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা।

এটি একটি স্বাধীন সংস্থা, যার দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতিনির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে গঠিত অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিসেস (OSS)-এর উত্তরসূরী হিসেবে সিআইএ'র জন্ম। এর কাজ ছিলো যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর বিভিন্ন শাখা-প্রশাখার মধ্যে তথ্য আদান-প্রদান করা। ১৯৪৭ সালে অনুমোদিত হওয়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা জাতীয় নিরাপত্তা আইনের মাধ্যমে সিআইএ গঠন করা হয়, যাতে বলা হয় ‘এটি কোনো পুলিশ বা আইন রক্ষাকারী প্রতিষ্ঠান নয়, দেশে কিংবা বিদেশে যেখানেই কাজ করুক না কেনো’।

সিআইএ'র প্রাথমিক কাজ হচ্ছে বিদেশি সরকার, সংস্থা ও ব্যক্তিদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করা এবং তা জাতীয় নীতিনির্ধারকদের কাছে তা সরবরাহ ও পরামর্শ প্রদান করা। সিআইএ এবং এর দায়বদ্ধতা ২০০৪ সালে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। ২০০৪-এর ডিসেম্বরের পূর্বে সিআইএ ছিলো যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা; এটি শুধু নিজের কর্মকাণ্ডই নয়, বরং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকাণ্ডও দেখাশোনা করতো। কিন্তু ২০০৪ সালে অনুমোদিত ইন্টেলিজেন্স রিফর্ম অ্যান্ড টেররিজম প্রিভেনশন অ্যাক্ট, ২০০৪ দ্বারা তা পরিবর্তিত হয়।

আরো দেখুন

[সম্পাদনা]

আরো পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

অন্যান্য

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "CIA Frequently Asked Questions"cia.gov। ২০০৬-০৭-২৮। ২০১৯-০৫-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-০৪ 
  2. "Public affairs FAQ"cia.gov। জুলাই ২৮, ২০০৬। মে ১, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-০৪  However, it was made public for several years in the late 1990s. In 1997 it was of $26.6 billion and in 1998 it was $26.7 billion
  3. Crile, George (২০০৩)। Charlie Wilson's War। Grove Press। 
  4. Gellman, Barton (আগস্ট ২৯, ২০১৩)। "U.S. spy network's successes, failures and objectives detailed in 'black budget' summary"The Washington Post। সংগ্রহের তারিখ আগস্ট ২৯, ২০১৩  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  5. Kopel, Dave (July 35, 1997)। "CIA Budget: An Unnecessary Secret"। সংগ্রহের তারিখ 2007-04-15  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  6. "Cloak Over the CIA Budget"। নভেম্বর ২৯, ১৯৯৯। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-০৪ 

বিষয়শ্রেনী:গোয়েন্দা সংস্থা