বিষয়বস্তুতে চলুন

পশ্চিম কামেং জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা CommonsDelinker (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:০৬, ১৪ জানুয়ারি ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (Arunachal_Pradesh_West_Kameng_district_locator_map.svg কে চিত্র:West_Kameng_in_Arunachal_Pradesh_(India).svg দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে, কারণ: File renamed: standard name।)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

পশ্চিম কামেং জেলা
অরুণাচল প্রদেশের জেলা
অরুণাচল প্রদেশে পশ্চিম কামেংয়ের অবস্থান
অরুণাচল প্রদেশে পশ্চিম কামেংয়ের অবস্থান
দেশভারত
রাজ্যঅরুণাচল প্রদেশ
সদরদপ্তরবোমডিলা
তহশিল১৩
আয়তন
 • মোট৭,৪২২ বর্গকিমি (২,৮৬৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৮৩,৯৪৭[]
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৬৯.৪০%[]
 • লিঙ্গানুপাত৭৫৫[]
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
সেলা হ্রদ

পশ্চিম কামেং জেলা উত্তর পূর্ব ভারতে অবস্থিত অরুণাচল প্রদেশ রাজ্যের ২৫ টি জেলার একটি জেলা৷ ১৮ই জ্যৈষ্ঠ ১৩৮৭ বঙ্গাব্দে(১লা জুন ১৯৮০ খ্রিষ্টাব্দে) পূর্বতন কামেং জেলাটি থেকে নতুন জেলাটি গঠিত হয়৷ পরবর্তীকালে এই জেলাটি থেকে তাওয়াং জেলা গঠন করা হয়৷ জেলাটির জেলাসদর বোমডিলা শহরে অবস্থিত এবং বোমডিলা মহকুমা, থ্রিজিনো মহকুমা ও রূপা মহকুমা নিয়ে গঠিত৷

নামকরণ

ব্রহ্মপুত্র নদের একটি উপনদীর নাম কামেং যা এই জেলাটিতে অবস্থিত৷ পরবর্তীকালে কামেং জেলা পূর্ব ও পশ্চিমে বিভক্ত হয়ে যায়৷

ইতিহাস

ভূপ্রকৃৃৃতি

জেলাটির ভুমি প্রকৃৃতি পর্বতাবৃৃত এবং অধিকাংশই পূর্ব হিমালয় পর্বতমালার ওপর অবস্থিত৷ কাংতে হলো এই জেলার সর্বোচ্চ পর্বতশৃৃঙ্গ৷

বনাঞ্চল

২১৮ বর্গকিলোমিটার বিস্তৃৃত ঈগলনেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্যটি এই জেলাতে অবস্থিত৷

অবস্থান

পশ্চিম কামেং জেলাটির উত্তরে অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং জেলা, পূর্বে অরুণাচল প্রদেশ রাজ্যের পূর্ব কামেং জেলা, পশ্চিমে ভুটান রাষ্ট্র ও দক্ষিণে আসাম রাজ্যের ওদালগুরি জেলাশোণিতপুর জেলা অবস্থিত৷[]

জেলাটির অরুণাচল প্রদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত ও জেলাটির আয়তন ৭৪২২ বর্গকিলোমিটার৷

জনসংখ্যার উপাত্ত

মোট জনসংখ্যা ৭৪৫৯৯(২০০১ জনগণনা) ও ৮৩৯৪৭(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৫ টি জেলার মধ্যে ৮ম৷ অরুণাচল প্রদেশ রাজ্যের ৬.০৭% লোক পশ্চিম কামেং জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১০ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ১১ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১২.৫৩% , যা ১৯৯১-২০১১ সালের ৩২.২২% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৮১৯(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৭৩৷[]

ভাষা

পশ্চিম কামেং জেলার ভাষাসমূহ- ২০১১[]

  শেরপা (২৭.৪৯%)
  নেপালি (১৭.০৭%)
  হিন্দি (৯.৩৭%)
  অসমীয়া (৪.১৭%)
  বাংলা (৩.৬৪%)
  মংপা (৩.২৫%)
  আদি (২.৩৯%)
  ন্যিশি (২.৩৬%)
  তিব্বতি (১.৬৫%)
  ওড়িয়া (০.৮৯%)
  মালয়ালম (০.৭০%)
  বোড়ো (০.৬৮%)
  মারাঠি (০.৬২%)
  পাঞ্জাবী (০.৫৬%)
  তামিল (০.৫৬%)
  তেলুগু (০.৫১%)
  অন্যান্য (২৪.০৯%)

এছাড়া জেলাটিতে সুলুং ভাষা, হ্রুসো ভাষা, সাজোলাং ভাষা, বুগুন ভাষা, শেরদুকপেন ভাষা, সরতাং ভাষা, লিশ ভাষা, ব্রোকপা ভাষা-ভাষী বৃৃহৎ জনজাতির বাস রয়েছে৷

ধর্ম

পশ্চিম কামেং জেলার বিভিন্ন ধর্মাবলম্বী ২০১১ []

  হিন্দুধর্ম (৩৭.২৪%)
  ইসলাম (২.৩৫%)
  বৌদ্ধধর্ম (৪২.৯৯%)
  অন্যান্য (৭.৩৪%)

শিক্ষা

জেলাটির সাক্ষরতা হার ৬০.৭৬%(২০০১) তথা ৬৭.০৭%(২০১১)৷ পুরুষ সাক্ষরতার হার ৭০.২৩%(২০০১) তথা ৭৩.৪৫%(২০১১)৷ নারী সাক্ষরতার হার ৪৭.৪৬%(২০০১) তথা ৫৯.০৫% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৩.৮৭%৷[]

তথ্যসূত্র