২৯ অগ্রহায়ণ
অবয়ব
২৯ অগ্রহায়ণ বাংলা বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৪৫ তম দিন। বছর শেষ হতে আরো ১২০ দিন (অধিবর্ষে ১২১ দিন) বাকি রয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]ঘটনাবলী
[সম্পাদনা]১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ
[সম্পাদনা]- ১৩ ডিসেম্বর দিনে পূর্ব ও উত্তর দিক থেকে মিত্রবাহিনী ঢাকার প্রায় ১৫ মাইলের মধ্যে পৌঁছায়। ৫৭ নম্বর ডিভিশনের দুটো ব্রিগেড এগিয়ে যায় পূর্বদিক থেকে। উত্তর দিক থেকে জেনারেল গন্ধর্ব নাগরার ব্রিগেড এবং টাঙ্গাইলে নামে ছত্রিসেনারা অবতরণ করে। পশ্চিমে ৪ নম্বর ডিভিশনও মধুমতি পার হয়ে পৌঁছে যায় পদ্মা নদীর তীরে। রাত নয়টায় মেজর জেনারেল নাগরা টাঙ্গাইল আসেন। ব্রিগেডিয়ার ক্লের ও ব্রিগেডিয়ার সান সিং সন্ধ্যা থেকে টাঙ্গাইলে অবস্থান করছিলেন। রাত সাড়ে নয়টায় টাঙ্গাইল ওয়াপদা রেস্ট হাউজে তারা পরবর্তী যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেন।
জন্ম
[সম্পাদনা]১৯৮৭ইং - নাজমুন মুনিরা ন্যান্সি, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।
মৃত্যু
[সম্পাদনা]- ১৯৩০ইং - বিনয় বসু, একজন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।
- ২০১১ইং - কবীর চৌধুরী বাংলাদেশের একজন প্রথীতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক।
ছুটি এবং অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |