বিষয়বস্তুতে চলুন

২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভুটান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে
ভুটান
আইওসি কোডBHU
এনওসিভূটান অলিম্পিক কমিটি
ওয়েবসাইটbhutanolympiccommittee.org
প্যারিস, ফ্রান্স
২৩ জুলাই ২০২১ (2021-07-23) – ৮ আগস্ট ২০২১ (2021-08-08)
প্রতিযোগী৪টি ক্রীড়ায় ৩ জন
পতাকা বাহক (উদ্বোধনী)কিনজাং লামো
সাঙ্গে তেনজিন
পতাকা বাহক (সমাপনী)কিনজাং লামো
পদক
স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
মোট
গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ (সারাংশ)

ভুটান ২০২৪ সালের প্যারিস, ফ্রান্সে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছিল, যা ২৬ জুলাই থেকে ১১ আগস্ট ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এটি ১৯৮৪ সালে প্রথমবারের মতো অলিম্পিকে অংশগ্রহণের পর ভুটানের ধারাবাহিক একাদশতম গ্রীষ্মকালীন অলিম্পিক ছিল। ভুটান তার অলিম্পিক ইতিহাসে কখনও একটি অলিম্পিক পদকও জিততে পারেনি। প্যারিস অলিম্পিক ২০২৪-এও ভুটান কোনো পদক জিততে ব্যর্থ হয়।

ভুটানি দলে তিনজন ক্রীড়াবিদ (দুইজন পুরুষ এবং একজন মহিলা) তিনটি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে। []

প্রতিযোগী

[সম্পাদনা]

নিচে গেমসে ভুটানের প্রতিযোগীর সংখ্যার তালিকা দেওয়া হল।

খেলাধুলা পুরুষ নারী মোট
তীরন্দাজ
অ্যাথলেটিক্স
সাঁতার
মোট

তথ্যসূত্র

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Nestler, Stefan (১৯ জুলাই ২০২৪)। "Paris 2024: Adventure of a lifetime for Bhutan athletes"Deutsche Welle। Bonn, Germany। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪ 

টেমপ্লেট:২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে দেশসমূহ