২০২২ কলকাতা প্রিমিয়ার ডিভিশন
মৌসুম | ২০২২ |
---|---|
চ্যাম্পিয়ন | মহামেডান[১] (এ ডিভিশন) (১৩শ শিরোপা) কালীঘাট এমএস (বি ডিভিশন) |
মোট খেলা | ১২১ |
মোট গোলসংখ্যা | ৩০০ (ম্যাচ প্রতি ২.৪৮টি) |
← ২০২১ ২০২৩ → |
২০২২ কলকাতা প্রিমিয়ার ডিভিশন হল কলকাতা ফুটবল লিগের সর্বোচ্চ স্তরের ১২৪ তম সংস্করণ।[২] এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। এই আসরই শেষ আসর যেখানে প্রিমিয়ার ডিভিশন দুটি আলাদা স্তরে বিভক্ত ছিল। পরের মরশুম থেকে এই দুটি স্তর মিশে গিয়ে একটি প্রিমিয়ার ডিভিশন তৈরি করেছিল।
মাঠ
[সম্পাদনা]- অমল দত্ত ক্রীড়াঙ্গন, দমদম
- এরিয়ান টাউন ক্লাব গ্রাউন্ড, দুর্গাপুর
- বঙ্কিমাঞ্জলী স্টেডিয়াম, নৈহাটি
- বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্স
- ক্যানিং স্টেডিয়াম, ক্যানিং
- ইস্টবেঙ্গল মাঠ, কলকাতা
- ইস্টার্ন গ্রাউন্ড, চুঁচুড়া
- কল্যাণী স্টেডিয়াম, কল্যাণী
- কিশোরভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
- মহামেডান স্পোর্টিং গ্রাউন্ড, কলকাতা
- মোহনবাগান গ্রাউন্ড, কলকাতা
- রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, কলকাতা
- ঋষি অরবিন্দ ময়দান, কোন্নগর
- রয়্যাল পার্ক স্টেডিয়াম, ব্যারাকপুর
- শৈলেন মান্না স্টেডিয়াম, হাওড়া
- সল্টলেক স্টেডিয়াম, কলকাতা
- বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, বারাসত
- বিবেকানন্দ স্টেডিয়াম, খড়দহ
এ ডিভিশন
[সম্পাদনা]মৌসুম | ২০২২ |
---|---|
তারিখ | ২ আগস্ট – ১ নভেম্বর |
চ্যাম্পিয়ন | মহামেডান (১৩শ শিরোপা) |
অবনমন | টালিগঞ্জ অগ্রগামী সাদার্ন সমিতি |
মোট খেলা | ৬৫ |
মোট গোলসংখ্যা | ১৭৬ (ম্যাচ প্রতি ২.৭১টি) |
শীর্ষ গোলদাতা | নরহরি শ্রেষ্ঠা (৯ গোল) |
সবচেয়ে বড় জয় | ইউনাইটেড ৫–১ পিয়ারলেস ভবানীপুর ৬-২ জর্জ টেলিগ্রাফ |
সর্বোচ্চ স্কোরিং | ইউনাইটেড ৫–৩ টালিগঞ্জ অগ্রগামী ভবানীপুর ৬-২ জর্জ টেলিগ্রাফ |
দীর্ঘতম টানা জয় | ইউনাইটেড খিদিরপুর (৫ ম্যাচ) |
দীর্ঘতম টানা অপরাজিত | খিদিরপুর (৯ ম্যাচ) |
দীর্ঘতম টানা জয়বিহীন | টালিগঞ্জ অগ্রগামী (১০ ম্যাচ) |
দীর্ঘতম টানা পরাজয় | টালিগঞ্জ অগ্রগামী (৪ ম্যাচ) |
গত বছরে কোভিড-১৯ মহামারীর কারণে রাউন্ড-রবিন ও নক-আউট ফর্ম্যাটের একটি সংক্ষিপ্ত মরসুমের পরে এবছর রাউন্ড-রবিন ফর্ম্যাটটি পুনঃস্থাপিত হয়েছিল, তবে লিগটিকে দুটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে যাতে কলকাতার বিগ থ্রি অর্থাৎ ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান ও মহামেডানের জাতীয় ও মহাদেশীয় খেলার সময়সূচি অনুযায়ী কোনো অসুবিধা না হয়। এই তিন দলকে তাই সরাসরি সুপার সিক্সে জায়গা দেওয়া হয়েছিল।[৩]
প্রথম পর্যায়ে এগারোটি দল খেলে, যার মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনটি সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করবে, যেখানে বিগ থ্রির সাথে তারা যোগ দেবে। সুপার সিক্স পর্যায় শেষে টেবিলের শীর্ষ দল সিএফএল প্রিমিয়ার ডিভিশন এ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।
প্রথম পর্ব
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | BHA | ARY | KID | RAI | UNI | CCU | BSS | GTE | PEE | TAG | SSA | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ভবানীপুর (Q) | ১০ | ৭ | ২ | ১ | ১৮ | ৭ | +১১ | ২৩ | সুপার সিক্স | — | ১–০ | ৪–১ | ০–১ | ২–১ | ২–১ | ৬–২ | ১–১ | ১–০ | ১–০ | ||
২ | এরিয়ান (Q) | ১০ | ৫ | ৩ | ২ | ১৫ | ১১ | +৪ | ১৮ | ০–০ | — | ০–১ | ০–২ | ২–১ | ২–২ | ১–০ | ২–১ | ৪–১ | ২–২ | ২–১ | ||
৩ | খিদিরপুর (Q) | ১০ | ৫ | ৩ | ২ | ১২ | ৮ | +৪ | ১৮ | — | ০–০ | ১–১ | ৩–২ | ১–০ | ৩–০** | |||||||
৪ | রেলওয়ে | ১০ | ৫ | ৩ | ২ | ১৪ | ১১ | +৩ | ১৮ | — | ১–০ | ২–২ | ১–১ | |||||||||
৫ | ইউনাইটেড | ১০ | ৫ | ২ | ৩ | ১৮ | ১১ | +৭ | ১৭ | — | ||||||||||||
৬ | ক্যালকাটা কাস্টমস | ১০ | ৪ | ৪ | ২ | ১৯ | ১৫ | +৪ | ১৬ | ১–১ | ০–৩ | ৩–১ | — | ৩–১ | ২–২ | ৩–১ | ৩–১ | |||||
৭ | বিএসএস | ১০ | ৪ | ৩ | ৩ | ১৪ | ৯ | +৫ | ১৫ | ২–০ | ১–২ | ০–০ | ১–১ | — | ২–০ | ১–১ | ৪–১ | ২–১ | ||||
৮ | জর্জ টেলিগ্রাফ | ১০ | ২ | ২ | ৬ | ১২ | ১৮ | −৬ | ৮ | ১–২ | ৩–০ | ০–১ | — | ১–১ | ১–১ | ২–০ | ||||||
৯ | পিয়ারলেস | ১০ | ১ | ৪ | ৫ | ১১ | ২০ | −৯ | ৭ | ০–২ | ১–৫ | — | ২–০ | ০–১ | ||||||||
১০ | টালিগঞ্জ অগ্রগামী (R) | ১০ | ০ | ৩ | ৭ | ১০ | ২৪ | −১৪ | ৩ | বি ডিভিশনে অবনমন | ৩–৫ | — | ||||||||||
১১ | সাদার্ন সমিতি[ক] (R) | ১০ | ২ | ১ | ৭ | ৮ | ১৭ | −৯ | ১ | ০–৩* | ৩–০ | — |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) মোট স্বপক্ষে গোল; ৪) হেড-টু-হেড পয়েন্ট; ৫) ফেয়ার প্লে পয়েন্ট; ৬) লটারি
(Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ; (R) অবনমিত।
টীকা:
- ↑ সাদার্ন সমিতির ৬ পয়েন্ট কাটা হয়েছিল[৪] এবং তাদের দুটো ম্যাচে পরাজিত ঘোষণা করা হয়েছিল।
- * = ফলাফল ১–১ থাকার সময় খেলা চলাকালীন সাদার্ন সমিতি দল তুলে নিলে আইএফএর তরফে ইউনাইটেডকে জিতিয়ে দেওয়া হয়।
- ** = খিদিরপুর ওয়াকওভার পেয়েছিল।
সুপার সিক্স
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | MOH | BHA | ARY | EAB | KID | AMB | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মহামেডান (C) | ৪ | ৩ | ১ | ০ | ১০ | ১ | +৯ | ১০ | চ্যাম্পিয়ন | — | ||||||
২ | ভবানীপুর | ৪ | ২ | ১ | ১ | ৭ | ৫ | +২ | ৭ | আই-লিগ ২-এ উত্তীর্ণ[ক] | ০–৩ | — | ২–০ | ৪–১ | |||
৩ | এরিয়ান | ৪ | ১ | ২ | ১ | ৪ | ৬ | −২ | ৫ | ০–৩ | ১–১ | — | ১–১ | ২–১ | |||
৪ | ইস্টবেঙ্গল | ৪ | ০ | ৩ | ১ | ২ | ৪ | −২ | ৩ | ১–১ | — | ০–০ | |||||
৫ | খিদিরপুর | ৪ | ০ | ১ | ৩ | ২ | ৯ | −৭ | ১ | ০–৩ | — | ||||||
৬ | এটিকে মোহনবাগান | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | প্রত্যাহার | — |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) মোট স্বপক্ষে গোল; ৪) হেড-টু-হেড পয়েন্ট; ৫) হেড-টু-হেড গোল পার্থক্য; ৬) ফেয়ার প্লে পয়েন্ট; ৭) লটারি
(C) চ্যাম্পিয়ন।
বি ডিভিশন
[সম্পাদনা]মৌসুম | ২০২২ |
---|---|
তারিখ | ২ আগস্ট – ২৯ সেপ্টেম্বর[৫] |
চ্যাম্পিয়ন | কালীঘাট এমএস |
উন্নীত | কালীঘাট এমএস আসোস রেইনবো |
অবনমন | উয়ারী পশ্চিমবঙ্গ পুলিশ |
মোট খেলা | ৫৬ |
মোট গোলসংখ্যা | ১২৪ (ম্যাচ প্রতি ২.২১টি) |
সবচেয়ে বড় জয় | পাঠচক্র ৫–০ পশ্চিমবঙ্গ পুলিশ |
কোভিড-১৯ মহামারীর কারণে দুই বছরের ব্যবধানে এই বছর লিগটি ডাবল রাউন্ড-রবিন ফর্ম্যাট অনুসরণ করেছে। কালীঘাট মিলন সংঘ এবং আসোস রেইনবোকে শেষবার অনুষ্ঠিত হওয়া প্রিমিয়ার ডিভিশন এ থেকে অবনমিত করা হয়েছিল, যখন উয়ারী এবং পুলিশ এসি সিএফএল ১ম ডিভিশন থেকে উন্নীত হয়েছিল।
পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | কালীঘাট এমএস (P) | ১৪ | ১১ | ১ | ২ | ২৬ | ১১ | +১৫ | ৩৪ | এ ডিভিশনে উত্তীর্ণ |
২ | আসোস রেইনবো (P) | ১৪ | ৯ | ৩ | ২ | ২৭ | ৯ | +১৮ | ৩০ | |
৩ | পুলিশ এসি | ১৪ | ৫ | ৪ | ৫ | ১৬ | ১৫ | +১ | ১৯ | |
৪ | পূর্ব রেল | ১৪ | ৩ | ৭ | ৪ | ১২ | ১৩ | −১ | ১৬ | |
৫ | এফসিআই (পূর্ব ভারত) | ১৪ | ৪ | ৪ | ৬ | ১১ | ১৩ | −২ | ১৬ | |
৬ | পাঠচক্র | ১৪ | ৪ | ৪ | ৬ | ১৪ | ১৭ | −৩ | ১৬ | |
৭ | উয়ারী (R) | ১৪ | ৪ | ৪ | ৬ | ৭ | ১৩ | −৬ | ১৬ | ১ম ডিভিশনে অবনমিত |
৮ | পশ্চিমবঙ্গ পুলিশ (R) | ১৪ | ১ | ৩ | ১০ | ১১ | ৩৩ | −২২ | ৬ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কলকাতা লিগ জয় মহামেডানের, টানা দু'বার খেতাব এল সাদা-কালো তাঁবুতে" [Mohammedan's Calcutta League win, the title came twice in a row in the black and white tent]। thewall.in। Kolkata: The Wall Bureau। ৩০ অক্টোবর ২০২২। ৩১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২।
- ↑ Singha, Sulaya (১০ সেপ্টেম্বর ২০২২)। "এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের সুপার সিক্সে ভবানীপুর ক্লাব" [Bhawanipore Club became the group champion in Super Six of Calcutta League with one match left]। sangbadpratidin.in। Kolkata: Sangbad Pratidin Digital। ১৯ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২।
- ↑ Bangla, TV9 (২০২২-০৭-১৯)। "Calcutta Football League: তিন প্রধানকে রেখেই লিগ, আইএফএ-কে চিঠি মোহনবাগানের"। TV9 Bangla। ২০ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-৩১।
- ↑ "XtraTime VIDEO: IFA punishes Southern Samity for CFL walkout!"। ২৩ আগস্ট ২০২২। ৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "IFA CFL 2022 PREMIER DIVN - B ALL RESULT"। kolkatafootball.com। Kolkata: KolkataFootball। ২৯ সেপ্টেম্বর ২০২২। ২৩ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২।